1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বিমুখ মৌলবাদী’

১৮ নভেম্বর ২০১২

চতুর্থ দোহা ট্রাইবেকা চলচ্চিত্র উৎসব শুরু হলো ভারতীয় পরিচালক মিরা নায়ারের ছবি ‘দ্য রিলাকট্যান্ট ফান্ডামেন্টালিস্ট’ অর্থাৎ ‘বিমুখ মৌলবাদী’ প্রদর্শনের মধ্য দিয়ে৷ দোহা উৎসবে মোট ২৭টি ছবি দেখানো হবে৷

ছবি: Fotolia/air

উদ্বোধনী অধিবেশনে দোহার লাল গালিচা বিছানো চত্বরে অন্যান্যের সাথে উপস্থিত ছিলেন মার্কিন তারকা রবার্ট ডে নিরো৷ তিনি নিউইয়র্কে ট্রাইবেকা চলচ্চিত্র উৎসবের অন্যতম প্রতিষ্ঠাতা৷ ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর ম্যানহাটনের সাংস্কৃতিক জগতকে চাঙ্গা করতে নিরো এবং তাঁর সহকর্মীরা সেখানে এই উৎসব আয়োজন শুরু করেন৷ এ বছর ট্রাইবেকা উৎসব কর্তৃপক্ষ কাতারের সাথে যৌথ উদ্যোগে বার্ষিক দোহা উৎসবের আয়োজন করেছে৷

মার্কিন তারকা রবার্ট ডে নিরোছবি: AP

উদ্বোধনী ছবি ‘দ্য রিলাকট্যান্ট ফান্ডামেন্টালিস্ট' পশ্চিমা জগতের সাথে ইসলামের সম্পর্কের মর্মস্পর্শী প্রেক্ষিত তুলে ধরেছে৷ ছবিটিতে দেখানো হয়েছে হার্ভার্ড-এ উচ্চ শিক্ষা গ্রহণকারী এক পাকিস্তানি তরুণ এবং ওয়াল স্ট্রিটের বড়মাপের ব্যবসায়ীর উভয়সংকটের নানা দিক৷ ছবিটির নানা পর্যায়ে প্রতিভাত হয়েছে পাকিস্তানি তরুণের মার্কিন স্বপ্ন এবং ইসলামের মৌলিক ধারার মধ্যে সমঝোতার কষ্টসাধ্য প্রচেষ্টা৷ দোহা ফিল্ম ইন্সটিটিউটের অর্থায়নে তৈরি নায়ারের ছবিটি গত জুলাই মাসে ভেনিস চলচ্চিত্র উৎসবেও উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হয়েছিল৷ আর নায়ার ২০০১ সালে ‘মোনসুন ওয়েডিং' তথা ‘মৌসুমী বিয়ে' নামের ছবিটির নাট্যধারার জন্য ভেনিস উৎসবে স্বর্ণ সিংহ পদক জয় করেন৷

দোহা উৎসবে স্থান পাওয়া ২৭টি ছবির মধ্যে আরো দু'টি ছবি রয়েছে যেগুলো চরমপন্থী মুসলমানদের কার্যকলাপকে ঘিরে নির্মিত৷ এগুলোর একটি মরোক্কান পরিচালক নাবিল আয়ুচের তৈরি ‘স্রষ্টার ঘর'৷ এটি তৈরি করা হয়েছে ২০০৩ সালের কাসাব্লাঙ্কা বোমা হামলার ঘটনাবলী নিয়ে৷ আর অপর ছবিটি হলো আলজেরীয় বংশোদ্ভূত ফরাসি পরিচালক মেরজাক আলুয়াচের ‘অনুশোচনাকারী'৷ এতে তুলে ধরা হয়েছে এমন এক জঙ্গির ঘটনা যে চরমপন্থী সংগঠন ছেড়ে আবারো স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছে৷

এএইচ / এআই (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ