1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদ্রোহীদের সহায়তা করছে গোয়েন্দারা

১৯ আগস্ট ২০১২

ব্রিটিশ এবং জার্মান গোয়েন্দারা গোপনে সিরিয়ার বিদ্রোহীদের সহায়তা করছে৷ বিদ্রোহীরা সেদেশের প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে হটাতে সশস্ত্র সংগ্রামের পথ বেছে নিয়েছে৷ বার্তা সংস্থা এএফপি জানিয়েছে এই তথ্য৷

ছবি: Reuters

সিরিয়ায় সহিংসতা থামার কোনো লক্ষণ নেই৷ সেদেশে এই সহিংস পরিস্থিতির মাঝেই জাতিসংঘের পর্যবেক্ষকরা তাঁদের কর্মকাণ্ড গুটিয়ে নিচ্ছেন৷ একটি মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, আলেপ্পোর উত্তরাঞ্চলের রণক্ষেত্রে সরকারি বাহিনীর গোলাবর্ষণে প্রাণ হারিয়েছে কমপক্ষে সাত ব্যক্তি৷ নিহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে৷

‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' জানিয়েছে, শনিবারের সংঘর্ষে সেদেশে নিহতের সংখ্যা ১৩৭৷ দামেস্ক প্রদেশের আল-তাল শহরে ৪২টি মরদেহ ‘ডাম্প' করা হয়েছে বলেও জানায় সংগঠনটি৷ সিরিয়ায় সহিংসতা বৃদ্ধির চিত্রই ফুটিয়ে তুলছে নিহতের এই সংখ্যা৷

সিরিয়ায় জাতিসংঘের পর্যবেক্ষক মিশনের প্রধান জেনারেল বাবাকার গে মনে করেন, সিরিয়ার কোনো পক্ষই বেসামরিক জানমালের নিরাপত্তার দিকে ভ্রুক্ষেপ করছে না৷ তিনি উভয়পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে বেসামরিক জানমাল রক্ষায় উদ্যোগী হওয়ার আহ্বান জানান৷

পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ব্রিটিশ এবং জার্মান গোয়েন্দারা সিরিয়ার সরকারি সেনাদের গতিবিধি সম্পর্কে গোপনে বিদ্রোহীদেরকে তথ্য সরবরাহ করছেছবি: Reuters

গে বলেন, ‘‘আমি আবারো উভয়পক্ষকে সহিংসতা বন্ধের আহ্বান জানাচ্ছি৷ কেননা এরফলে সেদেশের নিরাপরাধ মানুষের ভোগান্তি বাড়ছে৷ আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী, বেসামরিক নাগরিকদের সুরক্ষায় উভয়পক্ষের বাধ্যবাধকতা রয়েছে৷ কিন্তু এই বাধ্যবাধকতা মানছে না কোনো পক্ষই৷ জাতিসংঘ সিরিয়া ছেড়ে যাবে না৷ সহিংসতা থেকে সংলাপের পথ খুঁজতে আমরা চেষ্টা চালিয়ে যাবো৷''

এদিকে, সদ্য নিয়োগপ্রাপ্ত জাতিসংঘ এবং আরব লিগের সিরিয়া বিষয়ক বিশেষ দূত লাখদার ব্রাহিমি সেদেশের বিরোধী পক্ষের রোষানলে পড়েছেন৷ আসাদের ক্ষমতা ত্যাগ করা উচিত কিনা - সে বিষয়ে মন্তব্য না করায় বিপাকে পড়েছেন ব্রাহিমি৷

সিরিয়ার এই সহিংস পরিস্থিতির মধ্যে নতুন বোমা ফাটালো জার্মান এবং ব্রিটিশ মিডিয়া৷ পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ব্রিটিশ এবং জার্মান গোয়েন্দারা সিরিয়ার সরকারি সেনাদের গতিবিধি সম্পর্কে গোপনে বিদ্রোহীদেরকে তথ্য সরবরাহ করছে৷ জার্মানির বিদেশ বিষয়ক গোয়েন্দা সংস্থা বিএনডি'র এক কর্মকর্তা ‘বিল্ড আম সনটাগ' পত্রিকাকে বলেছেন, ‘‘আসাদ প্রশাসনের পতনে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় আমরা গর্ববোধ করতে পারি৷'' অন্যদিকে ব্রিটেনের ‘সানডে টাইমস' পত্রিকা জানিয়েছে, বিদ্রোহীরা যাতে সরকারি সেনাদের উপর মোক্ষম আঘাত হানতে পারে সেজন্য বিদ্রোহীদেরকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করছে ব্রিটিশ গোয়েন্দারা৷

উল্লেখ্য, সিরিয়ায় গত বছরের মার্চ মাস থেকে চলা সরকারবিরোধী আন্দোলনে এখনও পর্যন্ত নিহতের সংখ্যা ২৩,০০০৷ ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস'এর হিসাব এটি৷ জাতিসংঘ অবশ্য জানিয়েছে যে, সেদেশে নিহতের সংখ্যা ১৭,০০০৷

এআই / ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ