পুটিন টেলিভিশন ভাষণে বলেছেন, ''পশ্চিমা দেশগুলি রাশিয়াকে যুদ্ধক্ষেত্রে চ্যালেঞ্জ জানাতে চাইছে। তাদের স্বাগত জানাচ্ছি। তারা সেই চেষ্টা করতেই পারে।''
পুটিন বলেছেন, ''আজ আমরা শুনতে পাচ্ছি, ওরা নাকি আমাদের যুদ্ধক্ষেত্রে হারাবে। আপনারা কী বলেন? ওরা চেষ্টা করে দেখুক।''
পুটিনের অভিযোগ, ''পশ্চিমা দেশগুলি একটা নতুন বিশ্ব-ব্যবস্থা চালু করতে চাইছে। ওরা ব্যর্থ হতে বাধ্য।'' তার দাবি, ''ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যে বিশেষ অপারেশন চালাচ্ছে, তাতে আবার মাল্টি-পোলার বিশ্ব তৈরি হবে।''
ইউক্রেন নিয়ে
পুটিন বলেছেন, ''সকলের জানা উচিত, আমরা ইউক্রেনে সেভাবে অ্যাকশন শুরুই করেনি। তাই এখন মস্কোর সঙ্গে শান্তি আলোচনায় বসে সমঝোতায় আসুক কিয়েভ ও পশ্চিমা দেশগুলি। না হলে, যত দিন যাবে, ততই শান্তি আলোচনা কঠিন হয়ে পড়বে।''
যে পাঁচ উপায়ে পৃথিবী বদলে দিয়েছে যুদ্ধ
রাশিয়ার ইউক্রেনে হামলা শুরুর ১০০ দিন পার হলো৷ অন্য রাষ্ট্রের সীমানায় ঢুকে এমন আক্রমণ গেল ৮০ বছরে ইউরোপে আর হয়নি৷ এই যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্বজুড়ে৷ সেটি কেমন? চলুন দেখে নিই৷
ছবি: South Korean Defense Ministry/Getty Images
অসংখ্য শরণার্থী
রাশিয়ার আক্রমণের পর প্রায় ৬৮ লাখ ইউক্রেনিয়ান দেশ ছেড়েছেন৷ জাতিসংঘের হিসেবে, এদের প্রায় ৩০ লাখ প্রতিবেশী দেশগুলো ছাড়িয়ে অন্যান্য দেশেও আশ্রয় নিয়েছেন৷ জার্মানিতে সাত লাখেরও বেশি ইউক্রেনিয়ান আশ্রয় নিয়েছেন৷ আরো ৭৭ লাখ দেশের ভেতরেই ঘরছাড়া হয়েছেন৷
ছবি: Kirsty O'Connor/empics/picture alliance
খাদ্য সংকট
বিশ্বের অর্ধেক সানফ্লাওয়ার ভোজ্য তেল উৎপাদন করে ইউক্রেন৷ এছাড়া দেশটি ১৫% ভুট্টা ও ১০% গম রপ্তানি করে৷ যুদ্ধের কারণে এসব পণ্য রপ্তানি বন্ধ হয়ে গেছে৷ এ কারণে এসব পণ্য উৎপাদনকারী অন্য দেশগুলোও অভ্যন্তরীণ খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য রপ্তানি বন্ধ করেছে৷ গেল মে মাস পর্যন্ত ২৩টি দেশ এসব পণ্য রপ্তানি বন্ধ করেছে৷
ছবি: Jelena Djukic Pejic/DW
জ্বালানি সংকট
রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় জ্বালানি গ্যাস রপ্তানিকারক দেশ৷ তারা দ্বিতীয় সর্বোচ্চ অপরিশোধিত জ্বালানি তেল ও তৃতীয় সর্বোচ্চ কয়লা রপ্তানিকারক৷ ইউক্রেনে হামলা করার পর রাশিয়ার ওপর জ্বালানি নির্ভরতা কমাতে বা বন্ধ করতে একযোগে কাজ করছে ইউরোপের দেশগুলো৷ রাশিয়াও একাধিক ইউরোপীয় দেশে গ্যাস রপ্তানি বন্ধ করে দিয়েছে৷
ছবি: ITAR-TASS/imago
দ্রব্যমূল্য ও মুদ্রাস্ফীতি
খাদ্যপণ্য ও জ্বালানি সংকটের মুখে দাম বেড়ে গেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের৷ বেড়েছে মার্কিন ডলারের দাম৷ ইউরোজোনে গত মাসে মুদ্রাস্ফীতি হয়েছে ৮.১%৷ সারা বিশ্বেই মানুষের ক্রয়ক্ষমতা কমছে৷
ছবি: Emre Eser/DW
ন্যাটোর পুনর্জন্ম
রাশিয়ার আক্রমণ এককাট্টা করেছে ন্যাটোর সদস্যদেশগুলোকে৷ শুধু তাই নয়, রাশিয়ার কারণে নিরাপত্তা হুমকিতে ভোগা অনেক রাষ্ট্র এখন ৩০ সদস্যদেশের এই জোটে যুক্ত হবার ব্যাপারে ভাবছে৷ ফিনল্যান্ড ও সুইডেন এরই মধ্যে তাদের আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছে৷
ছবি: Gints Ivuskans /AFP
5 ছবি1 | 5
পুটিন বলেছেন, ''আমরা শান্তি আলোচনার বিষয়টি খারিজ করছি না। কিন্তু যারা আলোচনা চাইছে না, তাদের জানা উচিত, যত সময় যাবে, ততই এই আলোচনা করা কঠিন হবে। আমরা তো ইউক্রেনে সেভাবে অ্যাকশন শুরুই করিনি।''
পুটিন বলেছেন, ''পশ্চিমা দেশগুলি বলছে, যতদিন ইউক্রেনের একজন মানুষ জীবীত থাকবে, ততদিন তাদের সামরিক ও আর্থিক সমর্থন দিয়ে যাবে। এটা ইউক্রেনের মানুষের কাছে খুবই বেদনাদায়ক পরিস্থিতি। কিন্তু মনে হচ্ছে, পরিস্থিতি সেদিকেই যাচ্ছে।''
রাশিয়ায় নতুন নামে ম্যাকডোনাল্ডস
ইউক্রেনে হামলা শুরুর প্রতিবাদে রাশিয়া ছেড়ে গেছে ম্যাকডোনাল্ডস৷ তবে এবার নতুন নামে এবং নতুন মালিকানায় তাদের রেস্টুরেন্টগুলো খোলা হচ্ছে৷
ছবি: Evgenia Novozhenina/REUTERS
ম্যাকডোনাল্ডসের রাশিয়া ত্যাগ
ইউক্রেনে হামলা শুরুর প্রতিবাদে রাশিয়া ছেড়ে গেছে ম্যাকডোনাল্ডসসহ অনেক পশ্চিমা ব্র্যান্ড৷
ছবি: Maxim Shipenkov/EPA-EFE
নতুন নাম
রাশিয়ায় ম্যাকডোনাল্ডসের রেস্টুরেন্টগুলো আবার জমজমাট হয়ে উঠছে৷ সাইবেরিয়ার ব্যবসায়ী আলেকজান্ডার গভর রাশিয়ায় ম্যাকডোনাল্ডসের ব্যবসা কিনে নিয়েছেন৷ নাম পরিবর্তন করে রেখেছেন ‘ভকুসনো অ্যাণ্ড টোচকা’, যার ইংরেজি অর্থ ‘টেস্টি অ্যাণ্ড দ্যাটস ইট’ আর বাংলা হতে পারে এমন, ‘সুস্বাদু এবং এটাই’৷
ছবি: Sergei Bobylev/Tass/picture alliance
লোগো
সবুজ পটভূমিতে দুটি ফ্রাইস ও হ্যামবার্গারের একটি প্যাটি৷ দেখতে কি ইংরেজি ‘এম’ অক্ষরের মতো লাগছে?
ছবি: Evgenia Novozhenina/REUTERS
উদ্বোধন
রোববার মস্কোর পুশকিন চত্বরে ‘ভকুসনো অ্যাণ্ড টোচকা’র আউটলেটের সামনে ক্রেতাদের ভিড়৷ তিন দশক আগে সেখানেই রাশিয়ার প্রথম ম্যাকডোনাল্ডস চালু হয়েছিল৷
ছবি: Evgenia Novozhenina/REUTERS
গ্রীষ্মের মধ্যে সব আউটলেট চালু হবে
রাশিয়ায় ম্যাকডোনাল্ডসের প্রায় সাড়ে আটশ আউটলেট ছিল৷ রোববার ১৫টি আউটলেটের উদ্বোধন হয়৷ প্রধান নির্বাহী অলেগ পারোভ জানান, এ মাসের মধ্যেই ২০০টি আউটলেট চালু হবে৷ আর গ্রীষ্মের মধ্যে বাকিগুলো চালুর পরিকল্পনা করা হচ্ছে৷
ছবি: Evgenia Novozhenina/REUTERS
‘বিগ ম্যাক’ নেই
ভকুসনো অ্যাণ্ড টোচকার আউটলেটগুলোর ভেতরের সাজসজ্জা ম্যাকডোনাল্ডসের মতোই থাকছে৷ এছাড়া ম্যাকডোনাল্ডসের যন্ত্রপাতিও ব্যবহার করছে ভকুসনো অ্যাণ্ড টোচকা৷ তবে মেনুতে ম্যাকডোনাল্ডসের মূল বার্গার বিগ ম্যাক নেই৷ নেই ম্যাকফ্লারির মতো ডেজার্ট আইটেমও৷
দাম কম
বিগ ম্যাক, ম্যাকফ্লারি না থাকলেও ম্যাকডোনাল্ডসের বেশ কিছু বার্গার আইটেম থাকছে৷ তবে দাম ম্যাকডোনাল্ডসের চেয়ে কিছুটা কম রাখা হচ্ছে৷ যেমন ডাবল চিজবার্গারের দাম রাখা হচ্ছে ১২৯ রুবল৷ ম্যাকডোনাল্ডসে রাখা হতো ১৬০ রুবল৷ এছাড়া ফিশ বার্গারের দাম ম্যাকডোনাল্ডসে ছিল ১৯০ রুবল৷ ভকুসনো অ্যাণ্ড টোচকায় বিক্রি হচ্ছে ১৬৯ রুবলে৷
স্বাদ মোটামুটি একই
১৫ বছরের সের্গেই বলছে, তার কাছে কোলাটা একটু অন্যরকম মনে হয়েছে৷ তবে বার্গারের স্বাদে সে কোনো পার্থক্য পায়নি৷ প্রধান নির্বাহী অলেগ পারোভ জানান, ক্রেতারা যেন পরিবেশ ও খাবার মানে পার্থক্য ধরতে না পারেন, সেটাই তাদের লক্ষ্য৷
8 ছবি1 | 8
দনেৎস্কে মৃত আট
দনেৎস্কে রাশিয়ার আক্রমণের ফলে আটজন মারা গেছেন বলে ইউক্রেন জানিয়েছে। আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেনকো জানিয়েছেন, চারটি শহরে গত ২৪ ঘণ্টায় সাতজন মারা গেছেন। সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, ক্রামাতরস্ক-এ রাশিয়ার হামলায় একজন মারা গেছেন। শহরের মেয়রও জানিয়েছেন, রাশিয়ার বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র শহরে আছড়ে পড়েছে। তবে তিনি বিস্তারিতভাবে ক্ষয়ক্ষতির হিসাব দেননি।
স্নেক আইল্যান্ডে ইউক্রেনের পতাকা
গত ৩০ জুন রাশিয়ার সেনা স্নেক আইল্যান্ড ছেড়ে চলে যায়। তারপর সেখানে আবার ইউক্রেনের পতাকা উড়ছে বলে দাবি করেছেন জেলেনস্কির চিফ অফ স্টাফ ইয়েরমাক।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের একটি যুদ্ধবিমান স্নেক আইল্যান্ডে আটকা পড়েছে।