1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পশ্চিমা বিশ্বকে একহাত নিলেন আহমাদিনেজাদ

২৭ সেপ্টেম্বর ২০১২

জাতিসংঘের সাধারণ সম্মেলনের দ্বিতীয় দিনটি ছিল উত্তেজনায় ভরা৷ আহমাদিনেজাদ এক হাত নিয়েছেন পশ্চিমা বিশ্বকে আর চীন কঠোর সমালোচনা করেছে জাপানের৷

ছবি: Reuters

মঙ্গলবার দেয়া বারাক ওবামার ৩০ মিনিটের ভাষণে সবচেয়ে কঠোর বক্তব্য ছিল ইরানের বিরুদ্ধে৷ ইরান যাতে আনবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করতে যে কোনো ব্যবস্থা নেবেন বলে জানিয়েছিলেন তিনি৷

এর জবাব পরের দিনই দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ৷ আনবিক অস্ত্র তৈরির অধিকার তাঁর দেশের আছে - এ কথা বলার পর, তিনি কঠোর ভাষায় আক্রমণ করেন পশ্চিমা বিশ্ব ও ইসরায়েলকে৷ যুক্তরাষ্ট ও ইসরায়েল আহমাদিনেজাদের এ ভাষণ বয়কট করে৷ তবে পরে যুক্তরাষ্ট্রের মুখপাত্র এরিন পাইটন আহমাদিনেজাদের বক্তব্যের সমালোচনা করেছেন ঠিকই৷ তিনি বলেন, ‘‘মিস্টার আহমাদিনেজাদ যে জাতিসংঘের সম্মেলনে আসার সুযোগটাকে দেশের জনগণের জন্য কিছু করার চেয়ে ইসরায়েলের বিরুদ্ধে বিষোদগার করার জন্য কাজে লাগান, তা আবার দেখলাম আমরা৷''

একই মঞ্চে মার্কিন প্রেসিডেন্ট ওবামা...ছবি: Reuters

ওদিকে চীন-জাপানের মাঝেও একচোট হয়ে গেছে জাতিসংঘের সাধারণ সম্মেলনে৷ জাপানের প্রধানমন্ত্রী বলেছিলেন, পূর্ব চীন সাগরের সেনকাকু দ্বীপপুঞ্জ ঐতিহাসিকভাবেই তাঁর দেশের অবিচ্ছেদ্য অংশ, সুতরাং এ বিষয়ে আপোশের কোনো প্রশ্নই ওঠেনা৷ তাঁর এই অনড় অবস্থানের তীব্র সমালোচনা করেছে চীন৷ সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ‘‘দিয়াওউ দ্বীপপুঞ্জ নিয়ে জাপানি নেতার একগুঁয়ে অবস্থান এবং ভুল দৃষ্টিভঙ্গি দেখে চীন ভীষণ অসন্তুষ্ট৷ আমরা তাঁর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি৷''

এসিবি/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ