1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেয়েরা যোগ দিচ্ছে জঙ্গিদের সঙ্গে

১১ অক্টোবর ২০১৪

সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেট (আইএস বা আইসিস) নিয়ন্ত্রিত এলাকায় নাকি শতাধিক পশ্চিমি মেয়েদের পাওয়া যাবে৷ ধনি-দরিদ্র, সুখি-অসুখি, সব ধর্মের পরিবার থেকে তাদের সংগ্রহ করছে – বহুক্ষেত্রে মহিলা – দালালরা৷

Symbolbild Deutsche Frauen im Syrienkrieg
ছবি: picture-alliance/landov

যে ১৭ বছরের মেয়ে তার জন্মের দেশ ফ্রান্সে স্কুলে যেত আর ডিসনি ছবি দেখত, সে হঠাৎ একদিন উধাও হয়ে যাবে এবং তাকে সিরিয়ার আলেপ্পো হয়ে অন্য কোনো অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হবে; যে দলে সে রয়েছে, সেই দলের ‘আমির' বা নেতার সঙ্গে তার বিবাহ দেওয়া হবে; এরপর তার ভালো লাগুক আর না লাগুক, পুরনো জীবনে ফিরে যাওয়ার আর তার কোনো পথ বা পন্থা নেই৷

মেয়েটি ফ্রান্সে ফিরতে পারেনি, কেননা তার গোষ্ঠীর ফরাসি-ভাষী নেতা তাকে হত্যা করার ভয় দেখিয়েছিল৷ মেয়েটি আজ তারই বয়সি আরো অনেক ফরাসি মেয়েদের সঙ্গে একসঙ্গে রয়েছে৷ এই সব মেয়েদের অনেককেই মানবিক সাহায্য কিংবা সেবাকার্যের লোভ দেখিয়ে সিরিয়ায় নিয়ে আসা হয়েছে৷ এখানে আসার পর কোনো যোদ্ধার সঙ্গে জোর করে বিয়ে; শরিয়া অনুযায়ী জীবনযাত্রা, পোশাক-আশাক, আচার-আচরণ; সেই সঙ্গে কড়া নজরদারি৷

দশ শতাংশ মহিলা

ইসলামপন্থিদের হস্তগত এলাকায় যারা জিহাদিদের সঙ্গে যোগ দিতে যায়, তাদের প্রায় দশ শতাংশ মহিলা৷ এই সব তরুণী, কিশোরীদের বিবাহ করার জন্য পুরুষ যোদ্ধারা উৎসুক৷ টিনেজ পশ্চিমি মেয়েদের মন কাড়ার জন্য প্রাপ্তবয়স্কা মহিলা দালালরা আছে, যারা ইউরোপে থেকে, সোশ্যাল মিডিয়া ও টেলিফোনের মাধ্যমে এবং বন্ধুত্বের ভান করে মেয়েগুলির সঙ্গে আলাপ করে৷ এই দালালরাই মেয়েগুলিকে সিরিয়া বা ইরাকে মানবিক সাহায্য, সেবাকার্য ইত্যাদি কাজের কথা বলে, তাদের সেখানে পাঠানোর ব্যবস্থা করে৷ অন্যরা ততদিনে জিহাদি মতাদর্শ মেনে নিয়েছে৷ মেয়েদের সাধারণত যুদ্ধ করতে হয় না৷ তা সত্ত্বেও, রণাঙ্গণের কাছে তাদের বাসের ব্যবস্থা করায় তারা বিমান হানার শিকার হতে পারে৷

মজার কথা, যে সব ইউরোপীয় মেয়েরা এই ‘ব়্যাডিকালাইজেশন'-এর শিকার হচ্ছে, তাদের একটা বড় অংশ কিন্তু এসেছে মধ্যমপন্থি মুসলিম পরিবার থেকে৷ অপরদিকে নাস্তিক, ক্যাথলিক, ইহুদি, ধনি-দরিদ্র, শহুরে অথবা গ্রামাঞ্চলের পরিবার, সব ধরনের পটভূমি থেকেই মেয়েদের জিহাদে যোগদানের খবর পাওয়া গিয়েছে৷ জিহাদি প্রোপাগান্ডার ফলে ‘প্রেমে পড়ে' যোগদান, খোদ জিহাদের রোমাঞ্চ, সব কিছুই এই মেয়ে জিহাদিদের সিরিয়া যাত্রার জন্য দায়ী৷ জার্মানিতে যেমন সালাফিদের এখন খুব ভালো বাজার চলেছে৷

জার্মানি থেকে যে ৪০০ জিহাদি সিরিয়া যাত্রা করেছে, তাদের মধ্যে প্রায় দশ শতাংশ মহিলা৷ ফ্রান্স থেকে গেছে হাজার খানেক জিহাদি, যাদের মধ্যে মেয়েদের সংখ্যা ৬০, বলে সরকারি পরিসংখ্যানে প্রকাশ৷ সেভাবেই: সুইডেন থেকে যে ৮৫ জন জিহাদি গেছে, তাদের মধ্যে ১৫-২০ জন মেয়ে৷ তাদের সবাই নাকি হবু ‘শহিদদের' বিবাহ করতে চায়৷ বেহেস্ত নিয়েই তারা ব্যাকুল, তাই নিয়েই তাদের মরণবিলাস৷

এসি/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ