1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিলি আইডল

মারুফ আহমদ২৯ নভেম্বর ২০১২

প্রায় তিন দশকের সংগীত জীবনে তিনি পেয়ে আসছেন সাফল্য ও জনপ্রিয়তা৷ ৩০শে নভেম্বর এই ব্রিটিশ সংগীত শিল্পীর ৫৭তম জন্মবার্ষিকী৷

ছবি: picture alliance / dpa

১৯৮২ সালে প্রথম একক অ্যালবাম ‘বিলি আইডল' – এর  মধ্য দিয়ে আন্তর্জাতিক রক সংগীতের অঙ্গনে, গীতিকার, সুরকার, বাদক ও গায়ক বিলি আইডলের সফল অগ্রযাত্রা৷ এই অ্যালবাম ব্রিটেন ও অ্যামেরিকায় পায় বিপুল সমাদর ও প্রশংসা৷

তাঁর পরবর্তী অ্যালবাম ‘রেবেল ইয়েল' আরও প্রসারিত করে তাঁর খ্যাতি ও জনপ্রিয়তা৷ এই অ্যালবামের একাধিক হিট গানের মধ্য দিয়ে তিনি জয় করেন বিশ্বের অসংখ্য সংগীত অনুরাগীর হৃদয়৷ স্বীকৃতি ছাড়াও তিনি পান অসাধারণ বাণিজ্যিক সাফল্য৷

তাঁর আসল নাম উইলিয়াম মাইকেল অ্যালবার্ট ব্রোড৷ জন্ম ১৯৫৫ সালে, ইংল্যান্ডের স্টেনমোর শহরে৷ দর্শনশাস্ত্রে স্নাতক ডিগ্রির পাঠক্রম শেষ না করে সত্তরের মাঝামাঝি সময় থেকে লন্ডনের পাংক সংগীতের অঙ্গনে জড়িয়ে পড়েন তিনি এবং ১৯৭৭ সালে গঠন করেন রক ব্যান্ড ‘জেনারেশন এক্স'৷ এই গোষ্ঠীর কর্ণধার হিসেবে শুরু হয় তাঁর সংগীত জীবন৷ তিনটি সফল অ্যালবাম বেরোয় বাজারে৷ ‘জেনারেশন এক্স'ই অন্যতম প্রথম পাঙ্ক-রক সংগীত গোষ্ঠী যা ‘বিবিসি' টেলিভিশনের সংগীত অনুষ্ঠান ‘টপ অফ দ্য পপস'-এ অংশগ্রহণ করে৷ ১৯৮০ সালে ভেঙে যায় এই গোষ্ঠী৷ ১৯৮১ সালে তিনি চলে আসেন নিউ ইয়র্কে৷ এখান থেকেই শুরু হয় তাঁর সফল একক ক্যারিয়ার৷ তারপর থেকেই একের পর এক হিট অ্যালবাম বেরোয় বাজারে৷

পাংক-রক দিয়ে তাঁর সংগীত জীবন শুরু হলেও পরবর্তীকালে রকের সাথে তাঁর গানে মিশেছে ষাট দশকের ব্যালাড আঙ্গিকের পপ সংগীতের প্রভাব৷ টেলিভিশন, মিউজিক্যাল ও বেশ কিছু ছায়াছবির সঙ্গেও জড়িত রয়েছেন তিনি৷ আজও বিশ্বব্যাপী কনসার্ট পরিবেশনার মধ্য দিয়ে তিনি ধরে রেখেছেন তাঁর জনপ্রিয়তা৷ একাধিকবার গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তিনি৷ এম টি ভি ও ব্রিট ছাড়াও আরো বেশ কিছু পুরস্কারে ভূষিত হয়েছেন বিলি আইডল৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ