1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পশ্চিম ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ ঘোষণা রাশিয়ার

৩ সেপ্টেম্বর ২০২২

নর্ড স্ট্রিম ১ পাইলাইন দিয়ে পশ্চিম ইউরোপে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছে রাশিয়া৷ কারগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাসপ্রোম৷

Russland | Tankstelle in St. Petersburg
ছবি: Maksim Konstantinov/Russian Look/picture alliance

তবে কবে নাগাদ গ্যাস সরবরাহ আবার চালু করা হবে সে বিষয়ে কিছুই জানানো হয়নি৷  

গ্যাসপ্রোম জানায়, পাইপলাইনের যান্ত্রিক ত্রুটি অর্থাৎ ছিদ্র ধরা পরার কারণে শনিবার থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে৷ পুরোপুরি ত্রুটি না সারিয়ে তোলা পর্যন্ত গ্যাস সরবরাহ চালু করা হবে না বলে জানানো হয়৷   

রাশিয়া জানায়, দেশটির সেন্ট পিটার্সবুর্গের নিকটে পাইপলাইনের পোরতোভায়া কম্প্রেশার স্টেশনের মূল টারবাইনে ছিদ্র ধরা পড়েছে৷ টেলিগ্রামে বাদামি রংয়ের তরলে ঢাকা একটি তারের ছবি প্রকাশ করে সংস্থাটি জানায়, পাইপলাইনে ছিদ্রজনিত ত্রুটির কারণে এমন পরিস্থিতি হয়েছে৷

তার আগে গত ১৯ আগস্ট নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে নর্ড স্ট্রিম ১ পাইপলাইন দিয়ে ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানায় রাশিয়া৷ গত বুধবার সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, রক্ষণাবেক্ষণের প্রয়োজনে গ্যাস সরবরাহ তিনদিন বন্ধ থাকবে৷   

তবে রাশিয়া অবশ্য পাপলাইনের রক্ষণাবেক্ষণ দীর্ঘায়িত হওয়ার জন্য পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞাতে দায়ী করে৷

এরপর রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হলে মেরামতের জন্য ২০ টন ওজনের একটি টারবাইন ক্যানাডায় পাঠায় রাশিয়া৷

তকে ক্যানাডার মেরামতকারী প্রতিষ্ঠান জানায়, এমন ছিদ্র টারবাইনের কর্মক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করবে না৷ আর এমন সমস্যার সমাধান স্টেশন থেকেই করা যায়৷ 

আর জার্মানির পক্ষ থেকে অভিযোগ করা হয়, নর্ড স্ট্রিম ১ পাইপলাইন সচল রাখতে পোরতোভায়া স্টেশনে যথেষ্ট টারবাইন মজুদ আছে৷  

জার্মানি যা বলছে

নর্ড স্ট্রিম ১ পাইপলাইনটি রাশিয়া এবং জার্মানির মধ্যে সরাসরি গ্যাস সরবরাহের একটি লাইন৷ এই লাইন থেকে আসা গ্যাস জার্মানির ভেতরে ছাড়াই ইউরোপের বিভিন্ন দেশে সরবরাহ করা হয়৷ মস্কো গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণার জবাবে জার্মান রাজনীতিবিদরা বলছেন, তারা জ্বালানির জন্য রাশিয়ার উপর নির্ভরশীলতা ক্রমশ কমিয়ে আনার চেষ্টা করে যাচ্ছেন৷  

জার্মানির নেটওয়ার্ক রেগুলেটরি এজেন্সির প্রধান ক্লাউস মুলার বলেন, ‘‘এই মুহূর্তে এলএনজি টার্মিনালগুলো, দেশে কী পরিমাণ ঘাটতি রয়েছে এবং মজুদ রয়েছে সে বিষয়গুলো গুরুত্বপূর্ণ৷''

এদিকে, দেশটির অর্থনীত বিষয়ক মন্ত্রী রোব্যার্ট হাবেকের একজন মুখপাত্র জানান, রাশিয়ার উপর জ্বালানি নির্ভরতা কমিয়ে আনার চেষ্টা করছে জার্মানি৷

‘‘গত কয়েক সপ্তাহ ধরেই আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়া নির্ভরযোগ্য নয়৷ তাই আমরা রাশিয়ার উপর নির্ভরতা কমিয়ে আনার চেষ্টা চালিয়ে গেছি৷’’

জার্মানি অবশ্য বরাবরই রাশিয়ার বিরুদ্ধে গ্যাসকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ করে আসছে৷

গত মাসে হাবেক বলেন, ‘‘আমরা তোমাদের সাথে অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছি- এই কথা বলার সাহসও রাশিয়ার নেই৷’’

 আরআর/এআই (এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ