1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পশ্চিম জার্মানির শহরে ছুরি নিয়ে হামলা

২০ নভেম্বর ২০২০

জার্মানির একটি শহরে ছুরি নিয়ে হামলা চালান এক ব্যক্তি। আহত হয়েছেন চারজন। সকলকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ছবি: Friso Gentsch/dpa/picture alliance

জার্মান শহর ওবারহাউসেনে ছুরি নিয়ে হামলা চালালেন এক ব্যক্তি। ঘটনায় চারজন জখম হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। সকলকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রমণকারীও আহত হয়েছেন। তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার জার্মান সময় সন্ধে সাতটা নাগাদ পশ্চিম জার্মানির ওবারহাউসেনে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, একটি ছুরি নিয়ে আচমকাই ওই ব্যক্তি চড়াও হন। ছুরি নিয়ে তিনি আক্রমণ করেন চারজনকে। সকলেই কম বেশি আহত হন সেই ঘটনায়। আক্রমণকারীর সঙ্গে আহতদের হাতাহাতিও হয়। তাতে আক্রমণকারীও আহত হন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আক্রমণকারীকে আহত অবস্থাতেই গ্রেফতার করা হয়। তাঁকে হাসপাতালে পাঠানো হয়। আহতদেরও দ্রুত হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করা হয়।

প্রাথমিক ভাবে হামলার কারণ বুঝতে পারেনি পুলিশ। রাতের দিকে, পুলিশ সূত্রে জানানো হয়, সম্ভবত পারিবারিক গোলযোগের কারণেই ওই ঘটনা ঘটেছে। ঘটনাটির সঙ্গে চরমপন্থীদের বা জঙ্গি গোষ্ঠীর কোনো সংযোগ এখনো পর্যন্ত পাইনি পুলিশ।

গোটা এলাকাটি ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে মাঝ রাত পর্যন্ত নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দল।

এসজি/জিএইচ (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ