গত কয়েকদিনে একাধিক হামলার ঘটনা ঘটেছে ইসরায়েলে। তারই জবাবে রোববার পশ্চিম তীরে অপারেশন শুরু করেছে ইসরায়েলের সেনা।
বিজ্ঞাপন
সম্প্রতি তেল আভিভের একটি বারে হামলা চালায় বছর কুড়ির এক যুবক। পরে জানা যায়, ওয়েস্ট ব্যাংকের জেনিন অঞ্চলের বাসিন্দা সে। ইসরায়েলের অভিযোগ, জেনিন ফিলিস্তিনি চরমপন্থিদের স্বর্গরাজ্য। ইসরায়েল এবং ফিলিস্তিনি প্রশাসন ওই অঞ্চলে সহজে ঢুকতে পারে না বলে অভিযোগ। রোববার সেখানেই অপারেশন শুরু করেছে ইসরায়েলের সেনা। এর ফলে উত্তেজনা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
ইসরায়েল: দেশটি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য
ফিলিস্তিনের সঙ্গে এবং সেই কারণে বলতে গেলে প্রায় গোটা মুসলিম বিশ্বের সঙ্গেই ইসরায়েল নামের রাষ্ট্রটির বৈরিতা৷ তবে ইহুদি অধ্যুষিত এ দেশ সম্পর্কে এই তথ্যগুলো কি জানেন? জানলে সত্যিই অবাক হবেন৷
রাষ্ট্র ভাষা কয়টি?
জানেন ইসরায়েলের রাষ্ট্রভাষা ক’টি? দু’টি৷ আধুনিক হিব্রু ভাষা এবং আরবি৷ হিব্রু ভাষার কথা তো সবাই শুনেছেন, কিন্তু ‘আধুনিক হিব্রু’ বলতে ঠিক কী বোঝানো হচ্ছে তা হয়ত অনেকেই বুঝতে পারবেন না৷ এই ভাষাটি গত ১৯ শতকের শেষভাগ পর্যন্তও বিকশিত হয়েছে৷ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আধুনিক হিব্রুর শেকড় প্রাচীন হিব্রু হলেও এখন এ ভাষায় ইংরেজি, স্লাভিচ, আরবি এবং জার্মানসহ অনেকগুলো বিদেশি ভাষার প্রভাব রয়েছে৷
ছবি: Fotolia/Ivan Montero
ইসরায়েলের আয়তন কত?
ছোট্ট দেশ৷ কিন্তু কত ছোট? ইসরায়েলের আয়তনই বা কত? কাজির গরু নাকি গোয়ালে থাকে না, গাছে থাকে৷ ইসরায়েলের ক্ষেত্রে কথাটা একটু অন্যভাবে বলা যায়৷ ইসরায়েলের ভূমি চুক্তিতে থাকে না, বাস্তবে থাকে৷ ১৯৪৯ সালে ইসরায়েল, লেবানন, জর্ডান ও সিরিয়ার মধ্যে যে চুক্তি হয়েছিল সেই চু্ক্তি অনুযায়ী দেশটির আয়তন হওয়ার কথা ২০ হাজার ৭৭০ বর্গ কিলোমিটার৷ কিন্তু ইসরায়েলের আয়তন এখন ২৭ হাজার ৭৯৯ বর্গ কিলোমিটার৷
ইসরায়েলের ‘সবাই’ সেনাসদস্য
ইসরায়েল একমাত্র দেশ যেখানে প্রাপ্ত বয়স্ক সব নাগরিকের জন্যই সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক৷ সুতরাং দেশটিতে যতজন প্রাপ্তবয়স্ক নাগরিক সেনাসদস্যও এক অর্থে ততজন৷ সেনাপ্রশিক্ষণও স্বল্পমেয়াদি হয় না৷ সব প্রাপ্ত বয়স্ক ছেলেকে ৩ বছরের এবং মেয়েকে অন্তত ২ বছরের প্রশিক্ষণ নিতে হয়৷
ছবি: dapd
ইসরায়েলিও ফিলিস্তিনের সমর্থক?
ইহুদিদের একটি ধর্মীয় সংগঠন জিওনিজম মতবাদ এবং ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার বিরুদ্ধে৷ সংগঠনটির নাম, ‘নেতুরেই কার্টা’ বা ‘নগর রক্ষক’৷ ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত হওয়া এই সংগঠনটি ‘ফিলিস্তিনের সমর্থক’ হিসেবে পরিচিত৷
ছবি: picture-alliance/dpa
আইনস্টাইন প্রেসিডেন্ট হননি
নোবেল বিজয়ী জার্মান পদার্থ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিনিধন বন্ধ করার আপ্রাণ চেষ্টা করেছেন৷ ইসরায়েল তাঁর কথা শুধু কৃতজ্ঞচিত্তে মনেই রাখেনি, তাঁকে সম্মানও জানাতে চেয়েছিল প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব দিয়ে৷ ইসরায়েলের প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন আইনস্টাইন৷
ছবি: Imago/United Archives International
ঈশ্বরের কাছে চিঠি
ইসরায়েলের মানুষ সত্যি সত্যিই ঈশ্বরের উদ্দেশ্যে প্রচুর চিঠি লিখে৷ প্রতি বছর জেরুসালেমের ডাক বিভাগ এমন অন্তত হাজার খানেক চিঠি পায় যেখানে প্রাপকের জায়গায় লেখা থাকে ‘ঈশ্বর’!
ছবি: Fotolia/V. Kudryashov
জেরুসালেম যা যা সয়েছে
ইতিহাস বলছে, প্যালেস্টাইনের রাজধানী জেরুসালেমে এ পর্যন্ত ২৩ বার ভয়াবহ আগুন লেগেছে আর বহিঃশক্তির আক্রমণের শিকার হয়েছে ৫২ বার৷ জেরুসলেম দখল এবং পুনরুদ্ধারের ঘটনা ঘটেছে ৪৪ বার৷
ছবি: DW/S. Legesse
দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বিশেষ নোট
ইসরায়েলে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য রয়েছে বিশেষ মুদ্রা৷ ‘ব্রেইল’-এর মতো বর্ণের সহায়তায় কাগুজে নোটগুলোতে লেখা থাকে বলে দৃষ্টিপ্রতিবন্ধীদের কেনাকাটা বা মুদ্রা বিনিময়ে কোনো অসুবিধা হয় না৷ সারা বিশ্বে ইসরায়েল ছাড়া ক্যানাডা, মেক্সিকো, ভারত আর রাশিয়াতেও দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য এই বিষেষ ব্যবস্থা রয়েছে৷
ছবি: picture alliance/landov
8 ছবি1 | 8
গত কিছুদিনে ইসরায়েলে একাধিক প্রাণঘাতি হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলের সেনার দাবি, প্রতিটি ঘটনার সঙ্গেই যুক্ত ছিল ফিলিস্তিনের চরমপন্থিরা। বস্তুত, প্রতিটি হামলার পরেই তার প্রশংসা করেছে হামাস। ফিলিস্তিনের প্রশাসন অবশ্য নিন্দা করেছে। হামলার ঘটনায় সব মিলিয়ে ১৪ জন ইসরায়েলবাসীর মৃত্যু হয়েছে। তারপরেই পশ্চিম তীরে অপারেশনের সিদ্ধান্ত নেয় ইসরায়েলের প্রশাসন।
ইসরায়েলের সেনাপ্রধান একটি ভিডিও-তে জওয়ানদের বলেছেন, পশ্চিম তীরে গিয়ে জয়ী হতে হবে। ইসরায়েলের উপর যাতে আর কোনো আক্রমণ না হয়, তা নিশ্চিত করতে হবে। এর জন্য যা করা দরকার, তা-ই যেন করা হয়। সময় লাগলেও অসুবিধা নেই। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হলে চলবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রীও সেনাকে এই অপরাশেনের জন্য সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে রেখেছে।
ইসরায়েলের সেনার অভিযোগ, অপারেশন শুরু হওয়ার পরে পাল্টা আক্রমণ শুরু করেছে স্থানীয় বাসিন্দারা। একটি ইহুদি স্থাপত্যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।