পহেলা মার্চের মধ্যে নতুন অর্থকাঠামো চুক্তি চান সার্কোজি
৯ জানুয়ারি ২০১২পহেলা মার্চের মধ্যেই প্রস্তাবিত নতুন অর্থ কাঠামো সংক্রান্ত চুক্তি সম্পাদনের ঘোষণা দিলেন সারকোজি৷
প্রস্তাবিত অর্থকাঠামো চুক্তি
জার্মানির রাজধানী বার্লিনে চ্যান্সেলর ম্যার্কেলের সাথে বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে সারকোজি বলেন, ‘‘আগামী কয়েকদিনের মধ্যে প্রস্তাবিত অর্থকাঠামো চুক্তির সকল দিক নিয়ে সমঝোতায় আসতে হবে এবং এটি পহেলা মার্চের মধ্যেই স্বাক্ষরিত হওয়া চাই৷'' গত বছরের ডিসেম্বরে ব্রাসেলস বৈঠকে প্রস্তাবিত কড়া বিধিনিষেধ সম্বলিত নতুন অর্থকাঠামো চুক্তির নানা দিক নিয়ে আলোচনা হয় দুই নেতার বার্লিন বৈঠকে৷ ব্রাসেলস বৈঠকেই অবশ্য ইউরো মুদ্রার বাইরে থাকা যুক্তরাজ্য এই চুক্তির ব্যাপারে নিজেদের আপত্তির কথা জানিয়ে দিয়েছে৷ কারণ এই চুক্তির আওতায় সদস্য দেশগুলোর উপর বাজেট ঘাটতির সীমারেখাসহ অর্থনৈতিক বিধিনিষেধের ক্ষেত্রে কড়াকড়ি করার বিধান রাখা হবে৷ যাতে করে নির্ধারিত গণ্ডির বাইরে গেলে সংশ্লিষ্ট সদস্য দেশের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করা সম্ভব হয়৷
বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের দুই প্রভাবশালী সদস্য দেশের দুই নেতা ইউরোপীয় তহবিলকে কর্মসংস্থান সৃষ্টির কাজে ব্যবহার করার আহ্বান জানান৷
অর্থনৈতিক লেনদেনের উপর নতুন কর আরোপ নিয়ে আলোচনা
ইউরো অঞ্চলের অর্থনৈতিক সংকট মোকাবিলায় অর্থনৈতিক লেনদেনের উপর নতুন কর আরোপের ব্যাপারে নিজেদের প্রস্তুত থাকার কথাও জানিয়েছেন সারকোজি৷ ফ্রান্সের এই মতের সাথে একমত পোষণ করেন আঙ্গেলা ম্যার্কেল৷ তবে এক্ষেত্রে নিজের দেশের মধ্য থেকেই চাপের মুখে পড়তে হবে জার্মান নেত্রীকে বলে মনে করছেন বিশ্লেষকরা৷ তাই এ ব্যাপারে অর্থমন্ত্রীদের সুনির্দিষ্ট প্রস্তাব প্রস্তুত করতে বলা হবে বলে উল্লেখ করেন ম্যার্কেল৷ তিনি বলেন, এটা যদি প্রয়োজন হয় তাহলে প্রথমত শুধুমাত্র ইউরো চালু থাকা ১৭টি দেশের মধ্যে এই কর চালু করার ব্যাপারে তাঁর ব্যক্তিগত মত রয়েছে৷ তবে তাঁর মন্ত্রী পরিষদে এখনও এ বিষয়ে ঐকমত্য হয়নি বলেও জানান ম্যার্কেল৷ কারণ ইতিমধ্যে জার্মানির ক্ষমতাসীন জোট সরকারের শরিক উদারপন্থি দল এফডিপি এই করের ব্যাপারে তাদের আপত্তির কথা জানিয়েছে৷
ইএসএম-এ আরো অর্থায়নে রাজি প্যারিস ও বার্লিন
ইউরো মুদ্রাকে চাঙ্গা করতে গঠিত ইউরোপিয়ান স্ট্যাবিলিটি মেকানিজম তথা ইএসএম এর জন্য আরো অর্থায়নেও সম্মত ম্যার্কেল এবং সার্কোজি৷ তবুও ইউরো সংকটের সমাধান এক দফায় নয় বরং ধাপে ধাপে সম্ভব হবে বলে সতর্ক করে দিয়েছেন আঙ্গেলা ম্যার্কেল৷
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক