পাঁচটা পর্যন্ত ভোট পড়লো ৬২ শতাংশ, কাশ্মীরে প্রায় ৩৬ শতাংশ
১৩ মে ২০২৪
ভারতে লোকসভা নির্বাচনের চতুর্থ পর্বে বেলা পাঁচটা পর্যন্ত ৬২ শতাংশ ভোট পড়লো। কাশ্মীরের শ্রীনগরে ভোট পড়েছে প্রায় ৩৬ শতাংশ।
বিজ্ঞাপন
নয়টি রাজ্যের মধ্য়ে সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে। বিকেল পাঁচটা পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ৭৫ দশমিক ৬৬ শতাংশ। অশান্তির দিক থেকেও পশ্চিমবঙ্গ এক নম্বরে।
২০১৯-এর লোকসভা নির্বাচন এবং ৩৭০ ধারা বিলোপের পর এই প্রথম কাশ্মীর উপত্যকায় ভোট হলো। ফলে পুরো দেশের নজর ছিল সেই দিকে। কাশ্মীরে ভোট শান্তিতে হয়েছে। কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অনেক কেন্দ্রেই সকাল থেকে মানুষ লাইন দিয়ে ভোট দিয়েছেন। এদিন ভোট ছিল শ্রীনগরে। বেশ কয়েকটি জায়গায় ভালো ভোট হয়েছে। আবার কিছু জায়গায় ভোটদানের হার ছিল বেশ কম। তবে ২০১৯-এর তুলনায় অনেক বেশি ভোট পড়েছে কাশ্মীরে।
২০১৯ সালে শ্রীনগরে ভোট পড়েছিল ১৪ দশমিক ৪৩ শতাংশ এবং ২০১৪ সালে ২৫ দশমিক ৮৬ শতাংশ। এবার প্রথম ঘণ্টাতেই শ্রীনগরে ভোট পড়ে প্রায় ১৫ শতাংশ। শেষপর্যন্ত ২০১৪ ও ২০১৯-এর ভোটের হারকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে ২০২৪-এর ভোট।
মধ্যপ্রদেশে ভোট পড়েছে ৬৮ শতাংশ, ছত্তিশগড়ে ৬৩ দশমিক ১৪ শতাংশ, উত্তরপ্রদেশে ৫৬ দশমিক ৩৫ ও বিহারে ৫৪ দশমিক ১৪ শতাংশ।
এদিন মোট ৯৬টি কেন্দ্রে ভোটগ্রহণ হলো।
পশ্চিমবঙ্গে অশান্তি
পূর্ব বর্ধমানের কেতুগ্রামে রোববার রাতে এক তৃণমূল কর্মী খুন হয়েছেন। বোমা মারার পর তাকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ।
তৃণমূল অভিযোগ করেছে, সিপিএমের কর্মীরা এই খুন করেছে। আর সিপিএমের অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই খুন হয়েছে।
২০১৯ সালের পর কাশ্মীরে ভোট শান্তিতে হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক জায়গা থেকে অশান্তির খবর এসেছে।
ছবি: Sharafat Ali/REUTERS
কাশ্মীরে ভোটের লাইন
কাশ্মীরে এদিন শ্রীনগর কেন্দ্রে ভোট ছিল। সকাল থেকে অধিকাংশ ভোটকেন্দ্রে লম্বা লাইন ছিল। বেলা একটা পর্যন্ত ২৪ শতাংশ ভোট পড়েছে। কিছু জায়গায় কম ভোট পড়লেও অনেক এলাকায় ৩২ থেকে ৩৬ শতাংশ ভোট পড়েছে। ভোট পড়ার হার ২০১৯-এর থেকে বেশি।
ছবি: Salahuddin Zain/DW
ভোট শান্তিতে
কাশ্মীরে ভোট শান্তিতে হচ্ছে। দুপুর পর্যন্ত কোনো সহিংসতা হয়নি। কোথাও কোনো সংগঠন নির্বাচন বয়কটের ডাকও দেয়নি। ভোটকেন্দ্রের আশেপাশে প্রচুর সংখ্যায় নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। এমনিতেই কাশ্মীরে পুলিশ, আধা সামরিক বাহিনী ও সেনা মোতায়েন করা থাকে। ভোট উপলক্ষে সেই সংখ্যা আরো বাড়ানো হয়েছে, অতিরিক্ত ৬৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
ছবি: Sharafat Ali/REUTERS
ঠান্ডা সত্ত্বেও লাইন
কাশ্মীরে এখনো যথেষ্ট ঠান্ডা। দিন দুয়েক হলো তাপমাত্রা কমেছে। সকালের দিকে বেশ ভালো ঠান্ডা থাকে। তার মধ্যেই মানুষ ভোট দিতে এসেছেন।
ছবি: Sharafat Ali/REUTERS
পশ্চিমবঙ্গে হাঙ্গামা
পশ্চিমবঙ্গে চতুর্থ পর্বে আটটি আসনে ভোট হচ্ছে। সকাল থেকে সেই সব কেন্দ্রগুলিতে বিক্ষিপ্ত সহিংসতার ঘটনা ঘটেছে। তবে দুপুরে বর্ধমান-দুর্গাপুরের মন্তশ্বরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের কনভয় আক্রান্ত হয়। একটি গাড়ির কাচ ভেঙে দেয়া হয়। ইট ছোড়া হয়। দিলীপের সঙ্গে তৃণমূলের কর্মীর ধাক্কাধাক্কি হয়।
ছবি: Subhadip Basak/DW
দিলীপের বক্তব্য
দিলীপ জানিয়েছেন, বিজেপি-র এজেন্টকে মারধর করে বের করে দেয়া হয়েছিল। তিনি এখানে এসে দেখেন বুথ জ্যাম করে দেয়া হয়েছে। তিনি প্রতিবাদ করেন। পুলিশ কিছুই করেনি। দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ চলতে থাকে। তাকে তাড়া করা হয়। তার গাড়ির সামনে শুয়ে পড়েন শুয়ে পড়েন তৃণমূলের এক সমর্থক। তার কনভয়ের একটি গাড়িুর কাচ ভাঙা হয়।
ছবি: Subhadip Basak/DW
আক্রান্ত সংবাদমাধ্যমের গাড়ি
দিলীপ ঘোষের বিরুদ্ধে বিক্ষোভ নিয়ে মন্তেশ্বরে তুলকালাম হয়। সেই খবর করতে গিয়ে টিভি৯-এর গাড়ি আক্রান্ত হয়। গাড়ির কাচ ভেঙে দেয়া হয়। এচাড়া বেশ কয়েকটি মোটরসাইকেলও ভাঙচপর করা হয় বলে অভিযোগ।
ছবি: Subhadip Basak/DW
তৃণমূলের কর্মী খুন
পূর্ব বর্ধমানের কেতুগ্রামে রোববার তৃণমূল কর্মী মন্টু শেখের মৃত্যু হয়েছে। তৃণমূলের অভিযোগ, তাকে সিপিএম কর্মীরা মেরেছে। আর সিপিএম বলেছে, তিনি তৃণমূলের গোষ্ঠাীদ্বন্দ্বের শিকার। তার পরিবারের মানুষ বলেছেন, ওখানে বিরোধী কেউ নেই। শুধু তৃণমূলই আছে।
ছবি: Subhadip Basak/DW
কীর্তি আজাদের ডাব
গরমের মধ্যে সকাল থেকে ঘুরতে হচ্ছে। তাই একফাঁকে একটু বিশ্রাম। তখনই ডাবে চুমুক দিলেন তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ।
ছবি: Subhadip Basak/DW
সকাল থেকে বুথে ভিড়
বর্ধমান-দুর্গাপুরে সকাল থেকেই বুথে ভিড় ছিল. বড় লাইন ছিল। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সহিংসতা খুব বেশি হয়নি। তবে অনেক জায়গায় বিরোধী এজেন্টদের ভয় দেখানো হয়েছে, ক্যাম্প অফিস ভাঙা হয়েছে বলে অভিযোগ।
ছবি: Subhadip Basak/DW
ভোট দেয়ার আগে
এই বয়স্কা নারী ভোট দেয়ার জন্য অপেক্ষা করছেন। তাকে লাইনে দাঁড়াতে হয়নি। একটা চেয়ারে বসে অপেক্ষা করছেন তিনি। সময় এলে তাকে ডাকা হবে ভোট দেয়ার জন্য।
ছবি: Subhadip Basak/DW
10 ছবি1 | 10
মৃত কর্মীর পরিবারের পক্ষ থেকে টিভি চ্যানেলগুলিতে বলা হয়েছে, বিরোধীরা এর সঙ্গে জড়িত নয়। ওখানে একটাই দল আছে, তা হলো তৃণমূল
মন্তেশ্বরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের কনভয়ের উপর আক্রমণ হয়েছে। গাড়ির কাচ ভেঙে দেয়া হয়েছে। রেহাই পায়নি সংবাদমাধ্যমের গাড়িও। দিলীপের একজন নিরাপত্তারক্ষীর মাথায় ইটের আঘাত লেগেছে।
দিলীপ ঘোষের সঙ্গে তৃণমূল কর্মীদের ধাক্কাধাক্কি হয়েছে। তৃণমূল কর্মীরা তার গাড়ির সামনে শুয়ে পড়ে, গো ব্যাক স্লোগান দেয়।
দিলীপের অভিযোগ, বিজেপি এজেন্টকে এখানে মেরে বের করে দেয়া হয়। তারপর তিনি গেলে তাকে ঘিরে বিক্ষোভ শুরু হয়।
এছাড়া বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তি হয়েছে। বেলডাঙ্গায় কংগ্রেস এজেন্টকে ঢুকতে বাধা দেয়া হয়েছে বলে অভিযোগ। কৃষ্ণনগরের কালীগঞ্জে তৃণমূল ও সিপিএম কর্মীদের মধ্যে ক্যাম্প অফিসে বসা নিয়ে সংঘর্ষ হয়েছে।
নদিয়ার নাকাশিপাড়ায় রোববার রাতে ও সোমবার সকালে বোমাবাজি হয়েছে। সিউড়িতে বিজেপি-র অস্থায়ী শিবির ভাঙচুর হয়েছে। রানিগঞ্জ ও খয়রাশোলেও অশান্তি হয়েছে।
ভারতে ভোট : নির্বাচন কর্মকর্তাদের পাহাড়, মরুভূমি, নদী পাড়ি দেয়া
ভারতের লোকসভা নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় ৯৭ কোটি, যা বিশ্বের মোট জনসংখ্যার ১০ শতাংশের বেশি৷ ভোটারদের কাছে পৌঁছাতে নির্বাচন কর্মকর্তাদের পাহাড়, মরুভূমি, নদী পাড়ি দিতে হচ্ছে৷
ছবি: Anupam Nath/AP Photo/picture alliance/dpa
বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক অনুশীলন
ভারতে এখন লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে৷ সাত পর্বের নির্বাচনের তিনটি পর্ব ইতিমধ্যে শেষ হয়েছে৷ বাকি পর্বগুলো শেষ করে ৪ জুন ফল ঘোষণা করা হবে৷ প্রায় ৯৭ কোটি (বিশ্বের মোট জনসংখ্যার ১০ শতাংশের বেশি) ভোটার লোকসভার ৫৪৩ জন সদস্য নির্বাচিত করবেন৷
ছবি: Deepak Sharma/AP/picture alliance
নির্বাচনি আইনে শর্ত
ভারতের নির্বাচনি আইন বলছে, একজন ভোটারের কাছ থেকে ভোটকেন্দ্রের দূরত্ব দুই কিলোমিটারের বেশি হতে পারবে না৷ এছাড়া একটি ভোটকেন্দ্রে অন্তত ছয়জন পোলিং স্টাফ ও দুজন পুলিশ সদস্য থাকতে হবে৷ এসব শর্ত মানতে প্রত্যন্ত এলাকায় ছুটে যেতে হচ্ছে নির্বাচন কর্মকর্তাদের৷ ছবিতে কর্মকর্তাদের আসামের মাজুলীর বাগমরা চাপোরিতে যেতে দেখা যাচ্ছে৷
ছবি: Anupam Nath/AP Photo/picture alliance
ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা
ভারতের নির্বাচন কর্মকর্তারা ভোটিং উপকরণ বহনে হেলিকপ্টার, বাস, ট্রাক, নৌকা, এমনকি গাধা, খচ্চরও ব্যবহার করছেন৷ তারা জঙ্গল, তুষারাবৃত পাহাড়, ছোট নদীও হেঁটে পার হয়ে তাঁবু, শিপিং কনটেনার, প্রত্যন্ত এলাকার স্কুলসহ বিভিন্ন স্থানে ভোটকেন্দ্র স্থাপন করছেন৷ ছবিতে কর্মকর্তাদের পাহাড়ি পথ পেরিয়ে জম্মু ও কাশ্মীরের প্রত্যন্ত গ্রাম ডেসায় যেতে দেখা যাচ্ছে৷
ছবি: Channi Anand/AP Photo/picture alliance
একজন ভোটারের জন্যও ভোটকেন্দ্র
গুজরাটের গির অরণ্যের গহীনে একটি মন্দির আছে৷ সেটির দেখাশোনা করেন মহন্ত হরিদাস উদাসীন৷ মঙ্গলবার (৭ মে) তিনি ভোট দিয়েছেন৷ নির্বাচন আইন মেনে তার জন্য ভোটকেন্দ্র বসাতে সেখানে গিয়েছিলেন কয়েকজন কর্মকর্তা ও পুলিশ সদস্য৷ প্রচণ্ড গরমের মধ্যে প্রায় তিন ঘণ্টা বাসে করে অসমতল পথ পাড়ি দিতে হয়েছে তাদের৷ এছাড়া ভোটার একজন হলেও আইন মেনে সারাদিনই ভোটকেন্দ্র খোলা রাখতে হয়েছিল তাদের৷
ছবি: Indranil Mukherjee/AFP/Getty Images
পাহাড়ি পথ পাড়ি
জম্মু ও কাশ্মীরের প্রত্যন্ত গ্রাম ডেসায় ভোটকেন্দ্র বসাতে এক নির্বাচনি কর্মকর্তা ইলেক্ট্রনিক ভোটিং মেশিন নিয়ে ছোট্ট এক ঘোড়ার পিঠে চেপে বসেছেন৷ বাকি কর্মকর্তারা পাহাড়ি এই পথ হেঁটে পার হচ্ছেন৷
মেঘালয়ের শিলংয়ের এক কুলি পিঠে ভোটিং মেশিন নিয়ে একটি সাসপেনশন ব্রিজ পার হচ্ছেন৷
ছবি: Adnan Abidi/REUTERS
মরুভূমিতে হাঁটা
রাজস্থানের মরুভূমি এলাকায় অবস্থিত আকলি গ্রামে ভোটকেন্দ্র বসাতে যাচ্ছেন কর্মকর্তারা৷
ছবি: Deepak Sharma/AP Photo/picture alliance
বিশ্বের সবচেয়ে উঁচু ভোটকেন্দ্র
১ জুন হিমাচল প্রদেশের তাশিগাংয়ে ভোটগ্রহণ হবে৷ সেখানকার ভোটকেন্দ্রটি বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত ভোটকেন্দ্র৷ সমুদ্র থেকে ১৫ হাজার ২৫৬ ফুট (৪,৬৫০ মিটার) উঁচুতে অবস্থিত৷ ছবিতে ২০০৯ সালের নির্বাচনের সময় সাড়ে ১৫ হাজার ফুট উঁচুতে অবস্থিত হিকিম গ্রামের নারীদের ভোট দিতে যেতে দেখা যাচ্ছে৷
ছবি: AP Photo/picture alliance
10 ছবি1 | 10
ডিডাব্লিউর প্রতিনিধি স্যমন্তক ঘোষ ছিলেন বর্ধমান দুর্গাপুরে, সেখানে রাজ্য বিজেপি-র সাবেক সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ এবং সিপিএম প্রার্থী সুকৃতি ঘোষের লড়াই।
স্যমন্তক জানাচ্ছেন, তিন প্রার্থীই সকাল থেকে বিভিন্ন বুথে ঘুরছেন। দিলীপ বর্ধমান শহর থেকে ঘোরা শুরু করেছেন এবং কীর্তি দুর্গাপুর থেকে। সেখানে বিক্ষিপ্ত কিছু অশান্তির খবর এসেছে। তবে পরের দিকে দিলীপকে একাধিক জায়গায় তৃণমূলের বাধার মুখে পড়তে হয়। ।
কাশ্মীরে ভোট
কাশ্মীরের শ্রীনগর কেন্দ্রে সোমবার ভোটগ্রহণ হচ্ছে। টিভি১৮ জানাচ্ছে, সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটকেন্দ্রের বাইরে লম্বা লাইন দেখা গেছে।
ডিডাব্লিউ উর্দুর প্রতিনিধি সালাউদ্দিন জৈন জানিয়েছেন, কাশ্মীরে গতকাল প্রবল ঠান্ডা ছিল। সোমবারও ভেশ ভালো ঠান্ডা রয়েছে। সম্ভবত ঠান্ডার কারণে শ্রীনগর শহরে সকাল সকাল খুব বেশি মানুষ ভোট দিতে আসেননি। তবে গ্রামের দিকে সকাল থেকেই লম্বা লাইন পড়ে গেছে। ভোটকেন্দ্রগুলিতে রীতিমতো ভিড় রয়েছে।
সালাউদ্দিন জানিয়েছেন, সোমবার ভোটের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। তাই হাইওয়েতে গাড়ির সংখ্যা কম। প্রচুর নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। এমনিতেই কাশ্মীরে প্রচুর সংখ্যায় পুলিশ, আধা সামরিক বাহিনী, সেনা মোতায়েন করা থাকে। ভোটের জন্য সেই নিরাপত্তা ব্যবস্থা আরো বাড়ানো হয়েছে।
২০১৯ সালের পর এবং ৩৭০ ধারা বিলোপের পর এই প্রথম নির্বাচন হচ্ছে কাশ্মীরে।
শ্রীনগরে ন্যাশনাল কনফারেন্সের প্রার্থী হলেন আগা রুহুল্লাহ। তাকে সমর্থন করছে কংগ্রেস এবং আওয়ামি ন্যাশনাল কনফারেন্স। রুহল্লাহ ৩৭০ ধারা বিলোপের তীব্র বিরোধী।
পিডিপি প্রার্থী করেছে দলের .যুব নেতা ওয়াহিদ পাররাকে। এছাড়া সাবেক শিক্ষামন্ত্রী আলতাফ বুখারির আপনা দল প্রার্থী করেছে মোহাম্মদ আসরাফ মিরকে।
উপত্যকার তিনটি আসনে প্রার্থী দেয়নি বিজেপি।
দক্ষিণ ভারতে ভোট শেষ হচ্ছে
সোমবারই দক্ষিণ ভারতে ভোটগ্রহণ শেষ হয়ে যাচ্ছে। প্রথম তিন পর্বে কেরালা, তামিলনাড়ু, কর্ণাটকে ভোট হয়েছে। এদিন তেলেঙ্গানা ও অন্ধ্রে হলো। ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে বিধানসভারও ভোট হচ্ছে।
অন্ধ্রে ওয়াইএসআরসিপি ও ওড়িশায় বিজেডি ক্ষমতায় আছে। এই দুই দলের সঙ্গে বিজেপি-র কোনো জোট হয়নি। তবে গত পাঁচ বছর লোকসভায় দুই দলই বিজেপি-কে ইস্যু-ভিত্তিক সমর্থন করে গেছে।
গুরুত্বপূর্ণ প্রার্থী
সোমবারের ভোটে ভাগ্যনির্ধারণ হয়ে যাবে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়েইসি, বিদায়ী লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী, তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান, মহুয়া মৈত্র, কীর্তি আজাদ, বিজেপি নেতা ও কেন্দ্রে মন্ত্রী গিরিরাজ সিংয়ের।