1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাঁচটি রাজ্যের বিধানসভা ভোটের ময়দান উত্তপ্ত

২৭ জানুয়ারি ২০১২

ভারতের পাঁচটি রাজ্য মনিপুর, উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড,পাঞ্জাব ও গোয়া বিধানসভার ভোট পর্ব শুরু হচ্ছে আগামীকাল মনিপুর থেকে৷ শেষ হবে গোয়ায় তেসরা মার্চ৷ উত্তরপ্রদেশে ভোট সাত দফায়৷ নির্বাচনী প্রচার এখন তাই তুঙ্গে৷

এবারের নির্বাচনে গান্ধী পরিবারের ভূমিকা চোখে পড়ার মতোছবি: AP

কংগ্রেস-শাসিত উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরের ৬০টি আসনের ভোট আগামীকাল৷ কংগ্রেস ও তৃণমূল এককভাবে লড়ছে৷ কংগ্রেস প্রার্থী দিয়েছে ৬০টি আসনে তৃণমূল ৪৮টিতে৷ এছাড়া লড়ছে আরো ৬টি দল৷ মূল নির্বাচনী ইস্যু রাজ্য থেকে সেনাবাহিনীর বিশেষ আইন আফস্পা রদ করা এবং মনিপুরের আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখা৷ এছাড়া আছে, বিদ্যুৎ ও জল৷ একমাত্র কংগ্রেস ছাড়া তৃণমূলসহ অন্য দলগুলি আফস্পা প্রত্যাহারের পক্ষপাতি৷

৪০৩টি আসনের উত্তরপ্রদেশে ভোট ৭-দফায়৷প্রথম পর্ব ৪ঠা ফেব্রুয়ারি৷ যুযুধান প্রধান প্রধান দলগুলি হলো, মায়াবতীর শাসক বহুজন সমাজ পার্টি, মুলায়েম সিং-এর সমাজবাদী পার্টি, কংগ্রেস ও বিজেপি৷ উত্তরপ্রদেশে জাতপাতই ভোটের নির্ধারক শক্তি৷ তবে দলিত নেত্রী হিসেবে মায়াবতীর ভাবমূর্তিতে কালি পড়েছে নিজের ও দলের মূর্তি নির্মাণে বিপুল অর্থের অপচয়ে এবং স্বাস্থ্য কেলেঙ্কারিতে ৷ দলিতদের কল্যাণ চোখে পড়েনি তাঁর ৫-বছরের শাসনে৷ তৃণমূল ও জেডি (ইউ ) জোটের জন্য কথা চলছে৷ যদিও উভয় দল ২৭৫জন প্রার্থীর নাম ঘোষণা করেছে৷ কংগ্রেস করেছে ৩৫৮জনের৷

নির্বাচনী প্রচারে সোনিয়া গান্ধী (ফাইল চিত্র)ছবি: AP

শুক্রবার প্রকাশিত নির্বাচনী ইশতেহারে বিজেপি আবার অযোধ্যায় রামমন্দির নির্মাণের কথা বলেছে৷ বলেছে ক্ষমতায় এলে ৫-বছরে এক কোটি লোকের কর্মসংস্থান করবে, গো-হত্যা বন্ধ করবে, মুসলিম সংখ্যালঘুদের জন্য কোটা রাখবেনা তবে তাদের জন্য কল্যাণ প্রকল্প হাতে নেয়া হবে৷ দেয়া হবে গরিব ছাত্রদের জন্য বিনামূল্যে ল্যাপটপ এবং ছাত্রীদের জন্য সাইকেল৷

১১৭টি আসনের পাঞ্জাবে শাসক জোট আকালি-বিজেপি বনাম কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই৷ নির্বাচনী প্রচারে দুর্নীতির প্রশ্নে বিজেপিকে বিদ্ধ করেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী৷বিজেপি শাসিত রাজ্যগুলিতে দুর্নীতি সম্পর্কে তারা নীরব৷ পর্যবেক্ষকদের মতে , পাঞ্জাবে পাঁচ বছর অন্তর সরকার বদলের একটা ধারা আছে৷ সেদিক থেকে এবারের পালা কংগ্রেসের৷ প্রকাশ সিং বাদল সরকারের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগের কারণে যে প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয়েছে, তাকে কাজে লাগাতে মরিয়া কংগ্রেস৷

৭০টি আসনের জন্য বিজেপি শাসিত উত্তরাখন্ডে ভোট ৩০শে জানুয়ারি৷ সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও এই রাজ্যে বিজেপি ভাল অবস্থায় আছে৷ কংগ্রেস তাতে উৎসাহ হারাচ্ছেনা৷ হারা জেতার ফারাক হবে সামান্য৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আলঃফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ