পাঁচদিনের সামরিক মহড়া শুরু করলো তাইওয়ান। তাইওয়ান খাঁড়িতে ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে এই মহড়া শুরু করেছে তারা।
বিজ্ঞাপন
সোমবার থেকে এই সামরিক মহড়া শুরু করেছে তাইওয়ান। চীন আক্রমণ করলে তার মোকাবিলা যাতে করা যায়, সেদিকে লক্ষ্য রেখেই এই মহড়া শুরু হয়েছে।
গত ২০ মে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই যে ভাষণ দিয়েছিলেন, চীন তার তীব্র নিন্দা করেছে। চীনের মতে, ওই ভাষণ ছিল পুরোপুরি বিচ্ছিন্নতাবাদী কথায় ভরা। তারা সামরিক পথে তাইওয়ান নিয়ে নেয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়নি।
মহড়ায় কী হবে?
তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই বছরের সামরিক মহড়া ও কুচকাওয়াজের লক্ষ্য হলো রাজধানীতে নিজেদের পরিকাঠামো রক্ষা করা ও দেশজুড়ে নিজেদের সম্পদ রক্ষা করার বিষয়টি নিশ্চিত করা।
তাইওয়ানে চীনের সম্ভাব্য হামলা প্রতিরোধের মহড়া
তাইওয়ানের চারপাশে নিয়মিত শক্তি প্রদর্শন করে চলেছে চীন৷ দেশটির এমনই এক মহড়া যদি হঠাৎ করে যুদ্ধে রূপ নেয় তাহলে কীভাবে জবাব দেয়া যেতে পারে তারই অনুশীলন করেছে তাইওয়ানের সামরিক বাহিনী৷
ছবি: Carlos Garcia Rawlins/REUTERS
নিজের অঞ্চল বলে দাবি
চীন তাইওয়ানকে নিজের অঞ্চল মনে করে৷ তাইওয়ানও যেন বিষয়টি মেনে নেয় সে ব্যাপারে চাপ প্রয়োগ করতে চীন নিয়মিতভাবে তাইওয়ানের চারপাশের আকাশ ও সাগরে মহড়া করছে বলে জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়৷ বুধবারও চীনের ২২টি যুদ্ধবিমান টহল দিয়েছে বলে জানিয়েছে তারা৷ ছবিতে গত আগস্টে মহড়ায় অংশ নেওয়া চীনের দুটি যুদ্ধবিমান দেখা যাচ্ছে৷
ছবি: EASTERN THEATRE COMMAND/REUTERS
দুটি বড় মহড়া
গত দেড় বছরে চীন তাইওয়ানের আশেপাশে অন্তত দুইবার বড় ধরনের ‘ওয়ার গেম’ পরিচালনা করেছে৷ এর একটি ছিল গতবছর এপ্রিলে৷ কারণ, সেই সময় তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে মার্কিন হাউস অফ রিপ্রেজেনটেটিভসের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠকে অংশ নিয়েছিলেন৷ বিষয়টি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ভাবিয়ে তুলেছে৷ ছবিতে গতবছর এপ্রিলে তাইওয়ানের একটি দ্বীপের কাছে চীনা জাহাজ দেখা যাচ্ছে৷
ছবি: Thomas Peter/Reuters
মহড়া যদি যুদ্ধে রূপ নেয়?
চীনের এমন নিয়মিত মহড়ার কোনোটি হঠাৎ করে যুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে তাইওয়ান৷ তেমনটা হলে কী করা যায়, বুধবার সেই অনুশীলন করেছে তাইওয়ানের সামরিক বাহিনী৷
ছবি: Carlos Garcia Rawlins/REUTERS
কী ছিল মহড়ায়?
তাইওয়ানের পুবের তাইতুং কাউন্টিতে গণমাধ্যমের সামনে এই মহড়া অনুষ্ঠিত হয়৷ শত্রুর হামলার মধ্যে সেনারা ট্যাঙ্ক ও আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার নিয়ে সামনে এগিয়ে যাওয়ার অনুশীলন করেন৷ এছাড়া জল ও আকাশপথেও মহড়া অনুষ্ঠিত হয়৷
ছবি: Carlos Garcia Rawlins/REUTERS
মাইন ফেলার অনুশীলন
মহড়ার অংশ হিসেবে তাইওয়ান নৌবাহিনীর একটি যুদ্ধবিমান থেকে সাগরের জলে মাইন স্থাপন করতে দেখা যাচ্ছে৷ এসব মাইন জাহাজ ও ডুবোজাহাজ ধ্বংস করতে সক্ষম৷
ছবি: Carlos Garcia Rawlins/REUTERS
5 ছবি1 | 5
সোমবার তাইওয়ানের সেনা তাইপেইয়ের একটি প্রধান বন্দর রক্ষা করার বিষয়টি নিয়ে মহড়া করেছে। বিমানবন্দরকে কীভাবে রক্ষা করা হবে, সেই মহড়াও হয়েছে। বৃহস্পতিবার তাইওয়ানের বিমানবন্দর কুচকাওয়াজের জন্য এক ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে। রাতে কীভাবে পরিকাঠামো বাঁচানো হবে, সেই মহড়াও হচ্ছে।
গত চার বছর ধরে চীন তাইওয়ানকে ঘিরে বারবার সামরিক মহড়া করেছে।