1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাঁচদিনে নিখোঁজ তিনজনের সন্ধান

সমীর কুমার দে ঢাকা
২৩ ডিসেম্বর ২০১৭

গত পাঁচ দিনের মধ্যে নিখোঁজ হওয়া তিন ব্যক্তির সন্ধান পাওয়া গেছে৷ এর মধ্যে দুই জন বাসায় ফিরেছেন এবং একজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ এখনো যারা নিখোঁজ তাদের স্বজনদের আশায় বুক বাঁধছেন৷

নিখোঁজ ব্যক্তি
ছবি: bdnews24.com

প্রথমে ফিরে এলেন সাংবাদিক উৎপল কুমার দাস, এরপর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বার হাসান সিজার৷ আর সর্বশেষ শুক্রবার রাতে রাজধানীর শাহাজাদপুর এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেছে কল্যাণ পার্টির সাধারণ সম্পাদক এম এম আমিনুর রহমানকে৷ কিন্তু ফিরে আসা এসব মানুষের মধ্যে যেন আতঙ্ক বিরাজ করছে৷

বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, ‘‘এই ফিরে আসা মানুষগুলো যা বলছে তা বিশ্বাস হচ্ছে না৷ তাদের কথার মধ্যে কেমন যেন অসংলগ্নতা আছে৷ আমাদের পুলিশ বাহিনীর দায়িত্ব এর পেছনের রহস্য উদঘাটন করা এবং বিশ্বাসযোগ্যভাবে মানুষের সামনে তুলে ধরা৷ আমরা বারবার পুলিশকে চিঠি দিচ্ছি, এ ব্যাপারে জানতে চাচ্ছি৷ আমরা এখনো এই ঘটনাগুলোর ব্যাপারে তেমন কিছু জানতে পারছি না৷ গণমাধ্যমে যা আসছে আমরা সেগুলো নিয়ে তো আর কোন মন্তব্য করতে পারি না৷''

‘তাদের কথার মধ্যে কেমন যেন অসংলগ্নতা আছে’

This browser does not support the audio element.

প্রায় চার মাস (১১৭ দিন) নিখোঁজ থাকার পর কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানকে শুক্রবার রাতে রাজধানীর শাহজাদপুর এলাকা থেকে আটক করে পুলিশ৷ তাকে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ৷ ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, ‘‘শুক্রবার রাতে শাহজাদপুর সুবাস্তু টাওয়ারের সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে৷ ২০১৫ সালে গুলশান থানায় দায়ের করা এক নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে৷ তাকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন৷ আমরা অনেকদিন ধরেই তাকে খুঁজছিলাম৷''

তাকে কীভাবে পাওয়া গেল এমন প্রশ্নের জবাবে অপর একজন পুলিশ কর্মকর্তা জানান, ‘‘আমরা তার মোবাইল ট্র্যাক করে অবস্থান নিশ্চিত হই৷ এরপর তাকে গ্রেফতার করি৷'' তার বিরুদ্ধে অন্য কোনও মামলা আছে কিনা- জবাবে তিনি বলেন, ‘‘আমরা তাকে গুলশান থানার একটি মামলায় আদালতে চালান করেছি৷ আর কোনও মামলা তার বিরুদ্ধে আছে কিনা, খতিয়ে দেখতে হবে৷''

গত ২৭ আগস্ট নিখোঁজ হওয়ার পর থেকে আমিনুর রহমান কোথায় ছিলেন- এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, ‘‘আমরা বিস্তারিত জিজ্ঞাসাবাদ করতে পারিনি৷''

‘তদন্ত শেষ হলে আমরা জানতে পারব আসলে তারা এতদিন কোথায় ছিলেন’

This browser does not support the audio element.

নিখোঁজ হওয়ার ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘‘নিখোঁজ হওয়ার পর পুলিশ যে তৎপরতা চালিয়েছিল সে কারণেই অপহরণকারীরা অপহৃতদের ছেড়ে দিয়েছে৷'' কারা অপহরণ করতে পারে সে প্রসঙ্গে তিনি বলেছেন, ‘‘যারা ফিরে আসছে তারা তো কিছু বলছে না, তারা কিছু কিছু না বললে আমরা কীভাবে বুঝব! তাদের তো বলতে হবে, কারা তাদের নিয়ে গিয়েছিল, কেন নিয়ে গিয়েছিল, কিসের বিনিময়ে তারা ছাড়া পেল বা তারা কোন আত্মীয়ের বাসায় বা ব্যবসায়িক পার্টনারের বাসায় লুকিয়ে ছিল কি-না সে ব্যাপারে আমরা তদন্ত করছি৷ পুলিশ প্রতিটি ঘটনার তদন্ত করছে৷ তদন্ত শেষ হলে আমরা জানতে পারব আসলে তারা এতদিন কোথায় ছিলেন৷ কেউ ধরে নিয়ে গিয়েছিল না তারা নিজেরাই পালিয়ে ছিলেন- তখন সব প্রশ্নের উত্তর মিলবে৷''

নিখোঁজ ব্যক্তিদের একের পর এক ফিরে আসার ঘটনায় জনমনে স্বস্তি ফিরছে৷ অন্য নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা নতুন করে আশায় বুক বাঁধছেন৷ রাজধানী থেকে গত চার মাসে নিখোঁজ হয়েছেন ১৬ জন৷ তাঁদের মধ্যে সিজারসহ ১১ জনকে পাওয়া গেছে৷ এদের মধ্যে ছয়জন বাসায় ফিরেছেন৷ ৫ জনকে গ্রেফতার দেখিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৷ এখনো নিখোঁজ আছেন পাঁচ জন৷ তাদের স্বজনরা বলছেন, তাদের প্রিয়জনকে ফেরত পাওয়ার আশা বেড়েছে৷

‘আমরা অনেকদিন ধরেই তাকে খুঁজছিলাম’

This browser does not support the audio element.

সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান বিমানবন্দর থেকে বিদেশ ফেরত মেয়েকে আনতে গত ৪ ডিসেম্বর বিকেলে ধানমণ্ডির বাসা থেকে গাড়ি নিয়ে বেরিয়ে নিখোঁজ হয়েছিলেন৷ গত ২৭ শে আগস্ট ধানমণ্ডি থেকে নিখোঁজ হন ক্যানাডার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশরাক আহমেদ৷ তার বাবা জামাল উদ্দীন বলেন, ‘‘উৎপল ফিরেছে, সিজারও ফিরলো৷ দোয়া করি সবাই ফিরে আসুক৷ আমরা প্রতিদিনই অপেক্ষায় থাকি ছেলে ফিরে এসেছে এমন খবর পাবো৷''

গত ২২শে আগস্ট বিমানবন্দর সড়কে বনানী ফ্লাইওভারের নীচ থেকে নিখোঁজ হয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও এবিএন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাদাত আহমেদ৷ গত ১৭ ডিসেম্বর ধানমণ্ডির ৯/এ ইবনে সিনার সামনে থেকে নিখোঁজ হন লন্ড্রি ব্যবসায়ী সিরাজুল হক মিন্টু৷ ২৬শে আগস্ট কাকরাইল থেকে আবদুল্লাহ আল মামুন নামের এক ব্যক্তি নিখোঁজ হন৷ 

এ বিষয়ে আপনার কিছু বলার থাকলে লিখুন নীচে মন্তব্যের ঘরে৷ 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ