1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাঁচ তারকা হোটেল থেকে লাফিয়ে পড়ে যুবকের মৃত্যু

Sanjiv Burman১৬ নভেম্বর ২০২১

চট্টগ্রামে পাঁচ তারকা হোটেল র‌্যাডিসন ব্লুর কুড়ি তলা থেকে লাফিয়ে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে, জানিয়েছে পুলিশ৷

প্রতীকী ছবিছবি: Ute Grabowsky/photothek/imago images

২৪ বছর বয়সি যুবকের নাম আরিফ কবির, বাসা ঢাকার মোহাম্মদপুরে৷ এক সপ্তাহ আগে মায়ের সঙ্গে ঝগড়া করে আরিফ বাসা থেকে বেরিয়ে কক্সবাজারে চলে গিয়েছিলেন বলে চট্টগ্রাম কোতোয়ালি থানার পরিদর্শক রেজাউল করিম জানিয়েছেন ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে৷

সোমবার বিকালে র‌্যাডিসন ব্লুর ২০তম তলার রেস্তোরাঁয় আরিফের খেতে যাওয়ার কথা জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন৷ তিনি বিডিনিউজকে বলেন, "রাত পৌঁনে ৯টার দিকে তিনি বারান্দা থেকে নীচে লাফ দেন এবং ষষ্ঠ তলার বারান্দায় গিয়ে পড়েন৷ হোটেল কর্তৃপক্ষ তখন পুলিশে খবর দেয়৷'' আরিফকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷

আরিফের কাছে কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার বাসের টিকেট পাওয়া গেছে৷ তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে বলে জানান ওসি৷

রেজাউল করিম এ সম্পর্কে বলেন, "তার মা আমাদের বলেছেন, গত ৯ নভেম্বর ছেলের সাথে তার ঝগড়া হয়৷ পরে তিনি বাসা থেকে বের হলে আরিফও বেরিয়ে যায়৷''

বাসা থেকে বের হওয়ার পর বেশিরভাগ সময় আরিফের মোবাইল বন্ধ ছিলো৷ সোমবার মা ও নানার সাথে আরিফের কথা হয়েছিল বলে পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন৷

সোমবার দুপুর পর্যন্ত কক্সবাজারে আরিফের ফোনের লোকেশন ছিলো৷ বিকালের দিকে তিনি চট্টগ্রামের হোটেল র‌্যাডিসনে গিয়েছেন বলে জানিয়েছেন পরিদর্শক রেজাউল৷

তিনি বলেন, ‘‘খাবার অর্ডার করে রাত ৮টা ৪৫ পর্যন্ত সে টেবিলেই ছিল৷ পরে সেখান থেকে উঠে খোলা বারান্দা থেকে নিচে লাফ দেয়৷''

এ ঘটনা সম্পর্কে র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর পাবলিক রিলেশন অফিসার রাহফাত সালমান বিডিনিউজকে প্রায় একই কথা জানিয়ে বলেন,পুলিশ এ বিষয়ে তদন্ত করছেন৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ