1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাঁচ দশক পরেও আজও অম্লান মিনিস্কার্টের রহস্য

৪ সেপ্টেম্বর ২০১১

ষাটের দশকে এ বস্তু প্রথম ফ্যাশনের আঙিনায় পা রেখেছিল৷ পরে তা বিশ্ব জয় করে যে, তাতে আর সন্দেহ কী? নাম তার মিনি স্কার্ট৷ আধুনিকতার এবং সেইসঙ্গে স্টাইলের হিল্লোল এখনও তুলে চলেছে এই একটি নারী পোশাক৷

টেনিসে মিনিস্কার্টের ব্যবহার অনেকছবি: dapd

বিশ্বের প্রথম মিনিস্কার্টটিকে কোথায় কখন দেখা গিয়েছিল? এ প্রশ্নের জবাবে মাথার চুল ছেঁড়ার আগেই বলে দেওয়া যাক উত্তরটা৷ ঘটনা ১৯২৬ সালের৷ জোসেফিন বেকার নামের ফ্রান্সবাসী সাড়া জাগানো মার্কিন গায়িকা-অভিনেত্রী মঞ্চে কলা দিয়ে তৈরি একটি ক্ষুদ্র পোশাক পরে অভিনয় করছিলেন তখন৷ ব্যাপার দেখে থিয়েটারমোদীরা বেশ বিস্মিত৷ সে কারণেই ব্যাপারটার সালতামামি রয়ে গেছে৷ স্টাইল বিশারদদের দাবি, জোসেফিনের পরনে কলা দিয়ে তৈরি যে ক্ষুদ্র স্কার্টটি ছিল, সেটাই এই গ্রহের প্রথম মিনিস্কার্ট৷

এরপরে এল ৫০ -এর দশক৷ লন্ডনের কিংস রোডে বাজার নামের একখানা পোশাকের দোকান চালাতেন মেরি কোয়ান্ট৷ তিনিই নকশা বানালেন ছোট্ট স্কার্টের৷ নাম দিলেন মিনি৷ সেগুলো দ্রুত বাজার ধরে ফেলল৷ বিশেষ করে কিশোরী আর তরুণীদের নয়নমণি হয়ে গেল সেই স্কার্ট৷ ইউরোপ কিন্তু এই স্কার্টকে অশ্লীল তকমা দিয়ে বেশ একটা দশক একে প্রায় নিষিদ্ধ করে রেখেছিল৷ আর পাঁচের দশকের কল্পবিজ্ঞান সিনেমায় দেখা যেত, ভিলেনের সহকারী মেয়েদের সকলের পরণেই সেই মিনিস্কার্ট৷ ফলে এর সঙ্গে শয়তানির একটা সম্পর্কও তৈরি হয়ে যাচ্ছিল সমাজে৷

ছয়ের দশকেই বলা চলে মিনিস্কার্টের দ্রুত উত্থান৷ মেরি কোয়ান্টের সেই মিনি নামধারী ছোট্ট স্কার্ট ততদিনে সুইংগিং লন্ডন নাম নিয়ে বেশ ছড়িয়ে পড়তে শুরু করে দিয়েছে অতলান্তিক সমুদ্রের দুই পারে৷ নামজাদা ডিজাইনাররা নেমে পড়েছেন আসরে৷ সকলেই যে যার মত নানারকমের সংযোজন করে দিচ্ছেন৷ মিনিস্কার্টের চাহিদা তুঙ্গে৷ ফ্যাশনের পাঁচতারা আসর থেকে সে তখন নেমে পড়েছে পথে৷ নাম হয়ে গেছে স্ট্রিট ফ্যাশন বা পথের ফ্যাশন হিসেবেও৷
সত্তরের দশকটা আবার ছিল মিডির যুগ৷ মানে যে স্কার্টের ঝুল আরেকটু বেশি৷ যে স্কার্ট পরা মানে হিপি সংস্কৃতিকে জাহির করা৷ তবুও মিনি যে মুছে যায়নি, সে তো আজকেও প্রমাণ৷

প্রমাণ কিছু কমও নয়৷ ছয়ের দশকের শুরু থেকে এর যাত্রা ধরলে, এই ২০১১ সালে মিনি স্কার্টের পাঁচ দশক পূর্তির উৎসব তাই৷ হাঁটুর অনেক ওপরে তার যাত্রা শেষ৷ নিতম্ব থেকে ঠিক চার ইঞ্চি নীচে তাকে শেষ হতেই হবে৷ এই হল মিনিস্কার্টের ব্যাকরণ৷ সময়ের সঙ্গে সঙ্গে সে কখনও একটু নীচে নেমেছে, কখনো বা আরও একটু ক্ষুদ্র হয়েছে৷ তবে, আকারে বাড়ুক বা কমুক, এই বিশেষ পোশাকটিকে ঘিরে রহস্যের আবহাওয়া আজও অম্লান৷

তেমনটাই তো হওয়ার কথা৷ যৌবনের উচ্ছলতাকে কে কবে কোন যুগে দমিয়ে রখতে পেরেছে? বা পারে? বা পারবে? পারবে না৷ সুতরাং, মিনিস্কার্ট তার নিজস্ব মহিমাতেই রহস্য আর রূপের মেলবন্ধন ঘটিয়ে চলবে আগামীতেও৷ 

প্রতিবেদন : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা :  আবদুল্লাহ আল ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ