1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাঁচ পুলিশকে আহত করে এক ছিনতাইকারী রিমান্ডে

২৫ মার্চ ২০২২

ঢাকার বংশাল থানার নীচে ছুরিকাঘাতে পাঁচ পুলিশ সদস্যকে আহত করার মামলায় এক ছিনতাইকারীকে দুইদিনের রিমান্ডে নেয়া হয়েছে৷

ছবি: picture-alliance/dpa/NurPhoto/Z.H. Chowdhury

ঢাকার মহানগর হাকিম বেগম ইশরাত জাহান বৃহস্পতিবার পুলিশের রিমান্ড আবেদনের শুনানি করে এ আদেশ দেন।

সুমন ওরফে ইমন নামের ওই ছিনতাইকারীকে এদিন আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ।

বংশাল থানার এসআই আব্দুল জলিল ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে ফুলবাড়িয়ায় জনতা দুই ছিনতাইকারীকে ধরে পিটুনি দিচ্ছে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। জনরোষ থেকে দ্রুত তাদের উদ্ধার করে পুলিশের গাড়িতে তুলে থানায় নিয়ে আসা হয়।

থানা ভবনের নীচতলায় পৌঁছানোর পরপরই আটক এক ছিনতাইকারী সঙ্গে থাকা ছুরি দিয়ে পুলিশ সদস্যদের আঘাত করে। তাতে পাঁচজন আহত হন।

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ