1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাঁচ প্রবীণ নেতা বাদ

৩০ জুলাই ২০০৯

প্রবীণ অনেক নেতাকে সভাপতিমন্ডলীর পদ থেকে বাদ দিয়ে নবীন প্রবীণের সমন্বয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কমিটি ঘোষনা করেছেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম৷

ফাইল ফটোছবি: Mustafiz Mamun

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন যমুনায় এক সংবাদ সম্মেলনে তিনি উপদেষ্টা পরিষদ, সভাপতিমন্ডলী, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের নাম ঘোষনা করেন৷ তিনি বলেন, বাকিদের নাম দ্রুত সভাপতিমন্ডলীর বৈঠক করে ঘোষণা করা হবে৷

২৪শে জুলাই আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়৷ সম্মেলনের দিনই দলের সভাপতি পদে শেখ হাসিনা এবং সৈয়দ আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করেন কাউন্সিলাররা৷ সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতেই পূর্ণাঙ্গ কমিটি গঠনের ভার দেন তৃণমূল নেতারা৷ এরপর অপেক্ষার পালা৷ ৫ দিন পর বৃহস্পতিবার দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম কমিটির নাম ঘোষণা করলেন৷

নতুন কমিটিতে সভাপতিমন্ডলী থেকে বাদ পড়েছেন আমীর হোসেন আমু, আব্দুর রাজ্জাক , তোফায়েল আহমদ, সুরঞ্জিত সেনগুপ্ত ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল৷ তবে তাদের উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে৷

সভাপতিমন্ডলীর তালিকায় নতুনদের নাম যুক্ত হয়েছে৷ তারা হলেন, এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, রাজী আহম্মেদ রাজু, আব্দুল লতিফ সিদ্দিকী, সতিশ চন্দ্র রায়, এ্যাভোকেট সাহারা খাতুন এবং ওবায়দুল কাদের৷ যুগ্ম সাধারণ সম্পাদক পদে এসেছেন, মাহবুবুল আলম হানিফ ও ডা. দীপুমনি৷ এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে জাহাঙ্গীর কবির নানক, আহম্মদ হোসেন, মেজবাহ উদ্দিন সিরাজ, বিএম মোজাম্মেল হক, আফম বাহাউদ্দিন নাসিম, আবু সাঈদ স্বপন ও খালিদ মাহমুদ চৌধুরী৷

কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি থেকে বাদ পড়েছেন সংস্কারবাদী হিসেবে পরিচিত সাবের হোসেন চৌধুরী, মুকুল বোস, মহামুদুর রহমান মান্না, আখতরুজ্জামান ও সুলতান মোহাম্মদ মনসুর৷

নতুন সভাপতিমন্ডলী দ্রুতই বৈঠক করে পূর্ণাঙ্গ কমিটি চুড়ান্ত করবে বলে জানিয়েছেন সৈয়দ আশরাফ৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ