1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাঁচ বছরের মেয়ে মাংস খেতে চায় না

২৯ নভেম্বর ২০১৬

মেয়েটির নাম জাদা৷ সে কাঁদো-কাঁদো গলায় মা-কে বলছে, সে মুরগির মাংস বা কোনো ধরনের মাংস খাবে না৷ ব্যাপারটা নিয়ে সে দৃশ্যত অনেক ভেবেছে এবং আমাদেরও ভাবাবে৷

Mädchen essen Möhren
ছবি: Colourbox/M. Velychko

জাদা তার মা-কে বলছে, সে আর জীবনে কোনোদিন মাংস খাবে না!

তাহলে কী খাবে? মা বলছেন৷

টেবিলে যা আছে, তার সব কিছু খাব, কিন্তু চিকেন বা মাংস খাব না - বলছে জাদা৷

কেন খাবে না? জিগ্যেস করছেন মা৷

‘কেননা ওরা জীবজন্তু আর আমার জীবজন্তু ভালো লাগে৷'

কিন্তু যদি আমরা চিকেন কি মাংস খাওয়া মিস করি?

‘আমি মিস করব না!'

মাছ খাবে?

‘মাছ কি জীবজন্তু?'

হ্যাঁ৷

‘তাহলে আমি সেটাও খাব না৷'

ও মাই গড! তাহলে...

‘আমি জীবজন্তু খাব না!'

ঠিক আছে৷ তাহলে তুমি কী ধরনের খাবার খাবে?

‘টেবিলে যা কিছু আছে, কিন্তু জীবজন্তু নয়৷'

জীবজন্তুদের জন্যে তোমার এত দুঃখ কেন?

‘কেননা ওরা খুব ভালো আর আমি জানি আমরা ওদের মাঝেমধ্যে রান্না করি, যেটা খুব ভালো নয়৷ আর আমি জানি আমরা রান্না করা জীবজন্তু খেতে ভালোবাসি৷ কিন্তু সেটা তো ওদের পক্ষে ভালো নয়৷'

ওরা কি কষ্ট পায় বলে তোমার ধারণা?

‘ওদের ওভেনে রান্না হতে ভালো লাগে না, বলে আমার মনে হয়৷'

ঠিক ধরেছে জাদা৷

যেমন ‘রেডিটে' এক বোদ্ধা মন্তব্য করেছেন, ছোটরা জীবজন্তুদের ব্যাপারে পাগল৷ আজকের সংস্কৃতিতে জীবজন্তু আর মাংস খাওয়ার মধ্যে ‘বিচ্ছিন্নতা' এত বেশি না হলে, বহু শিশুই মাংস খেতে আপত্তি করত, বলে মন্তব্যকারীর ধারণা৷

এসি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ