ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁ মাত্র ৫ বছরের মধ্যে ক্ষতিগ্রস্ত নোত্র দাম গির্জার পুনর্গঠনের অঙ্গীকার করেছেন৷ দেশ-বিদেশ থেকে আর্থিক ও অন্যান্য সাহায্যের প্রস্তাব অব্যাহত রয়েছে৷ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে৷
বিজ্ঞাপন
অগ্নিকাণ্ডে বিধ্বস্ত প্যারিসের নোত্র দাম গির্জার পুনর্গঠনের জন্য অর্থের অঙ্গীকার করছেন ফ্রান্সের কোটিপতি থেকে সাধারণ মানুষ৷ বিদেশ থেকেও নানা রকম সাহায্যের প্রতিশ্রুতি আসছে৷ এর মাঝে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ মাত্র ৫ বছরের মধ্যে গির্জাটিকে ‘আরো সুন্দর করে' পুনরায় গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেন৷ অর্থাৎ ২০২৪ সালে প্যারিসে অলিম্পিক প্রতিযোগিতার আগেই এই কাজ শেষ করতে চান তিনি৷ জাতির উদ্দেশ্যে এক ভাষণে তিনি বলেন, এই বিপর্যয় দেখিয়ে দিয়েছে যে ফ্রান্স কীভাবে ঐক্যবদ্ধভাবে সক্রিয় হয়ে উঠতে পারে৷ উল্লেখ্য, গত নভেম্বর মাস থেকে ফ্রান্সে সরকারের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ চলে আসছে, যা কখনো কখনো হিংসাত্মক রূপ নিচ্ছে৷
ফ্রান্সের বেশ কয়েকজন কোটিপতি ও কিছু শিল্প প্রতিষ্ঠান নোত্র দাম গির্জার পুনর্গঠনের জন্য ৭০ কোটি ইউরোর বেশি অর্থ অঙ্গীকার করেছে৷ এর মধ্যে কোটিপতি ব্যার্না আর্নো, তাঁর এলভিএমএইচ শিল্পগোষ্ঠী এবং প্রতিদ্বন্দ্বী কেরিং কোম্পানি প্রায় ২০ কোটি ইউরো দিতে চাইছে৷ জার্মানি, ইটালি ও রাশিয়ার মতো কিছু দেশ বিশেষজ্ঞ পাঠানোর প্রস্তাব দিয়েছে৷ অ্যাপল কোম্পানির প্রধান টিম কুক নোত্র দাম গির্জার পুনর্গঠনের জন্য অনির্দিষ্ট অঙ্কের অঙ্গীকার করেছেন৷
সোমবারের অগ্নিকাণ্ডে গির্জার মূল কাঠামো ও বাইরের অংশ প্রায় অক্ষত থাকলেও সব মিলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ বেশ কিছু ঐতিহাসিক সামগ্রী ও তৈলচিত্র নষ্ট হয়ে গেছে৷ গির্জার প্রধান অরগ্যানেরও বেশ ক্ষতি হয়েছে৷ বৃহস্পতিবার পর্যন্ত দমকলকর্মীরা ঘটনাস্থলে থেকে অবশিষ্ট ঐতিহাসিক সামগ্রী ও শিল্পকর্ম সরানোর কাজ করবেন৷ আপাতত সেই সব সম্পদ শহরের টাউন হলে মজুত রাখা হচ্ছে৷
সারা রাত ধরে অক্লান্ত পরিশ্রম করে দমকলকর্মীরা গির্জাটিকে পুরোপুরি ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে৷ ফ্রান্সের আক্সা বিমা কোম্পানির কাছে গির্জার কিছু সম্পদের বিমা করানো হয়েছিল বলে জানা গেছে৷
গোটা ঘটনার তদন্তও পুরোদমে শুরু হয়ে গেছে৷ তদন্তকারীরা প্রত্যক্ষদর্শী ও গির্জার সংস্কারের সঙ্গে যুক্ত ৫টি নির্মাণ কোম্পানির কর্মীদের জেরা করছেন৷ মোট ৫০ জন তদন্তকারী জটিল ও দীর্ঘ এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন৷ বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে গোটা দেশের সব ক্যাথিড্রালে একসঙ্গে ঘণ্টা বাজিয়ে এই বিপর্যয়ের ৪৮ ঘণ্টাপূর্তি স্মরণ করা হবে৷
নোত্র দামের অগ্নিকাণ্ড
প্যারিসের সবচেয়ে বিখ্যাত ক্যাথিড্রাল বা গির্জা নোত্র দাম৷ সোমবারের অগ্নিকাণ্ডে এর কিছু অংশ ভস্মীভূত হয়ে গেছে৷ কাঠের তৈরি ছাদ ও স্পায়ার ধ্বংস হয়ে গেলেও ভেতরের বেশিরভাগ অংশই এখনো অক্ষত৷ মূল কাঠামোও তেমন ক্ষতিগ্রস্ত হয়নি৷
ছবি: Getty Images/F. Guillot
যুগ যুগান্তরের গর্ব
ছবিটি ১৮৮০ সালের৷ প্যারিসের মধ্যখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নোত্র দাম৷ ১৮৮৯ সালে আইফেল টাওয়ার নির্মাণের আগে এটিই ছিল ফ্রান্সের রাজধানীর সবচেয়ে উঁচু স্থাপত্য৷ আজও এটি প্যারিসবাসীর গর্বের প্রতীক৷
ছবি: Getty Images/Hulton Archive
চূড়া থেকে
ছবিটি নোত্র দামের ছাদ থেকে তোলা হয়েছিল৷ সোমবারের আগুনে এই অংশটি পুরোটাই ধ্বংস হয়ে গেছে৷
ছবি: Getty Images/AFP/M. Bureau
‘দি হাঞ্চব্যাক অব নোত্র দাম’
ভিক্টর উগোর ১৮৩১ সালের উপন্যাস ‘দ্য হাঞ্চব্যাক অব নোত্র দাম’ বিশ্বখ্যাত এই ক্যাথিড্রালটিকে আরো জনপ্রিয় করে তোলে৷ উপন্যাসটি অবলম্বনে ১৯৫৬ সালে একটি চলচ্চিত্রও তৈরি হয়৷ ছবিতে কেন্দ্রীয় চরিত্র কোয়াসিমোদোকে দেখা যাচ্ছে৷
ছবি: picture alliance/kpa
অগ্নিনির্বাপনের চেষ্টা
আগুন লাগার পর নিরাপত্তা বাহিনী নোত্র দাম-এর চারপাশে সাধারণের চলাচল বন্ধ করে দেয়৷ ৪০০ অগ্নিনির্বাপন কর্মী তাদের যন্ত্রপাতি নিয়ে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালায়৷ আগুন লাগার সময় ক্যাথিড্রালটির সংস্কার কাজ চলছিল৷ এটিকে একটি দুর্ঘটনা হিসেবেই দেখছে তদন্তকারী দল৷
ছবি: picture-alliance/dpa/S. Vassev
ভেঙে পড়ল স্পায়ার
একটি পর্যায়ে ৯৩ মিটার উঁচু স্পায়ারটি ধ্বসে পড়ে৷ কাঠের তৈরি ছাদটিও ভস্মিভূত হয়ে যায়৷ ফরাসী বিপ্লবের পর ক্যাথিড্রালটি অনেকটা অবহেলিত ছিল৷ ১৯ শতকের সংস্কার করার পর সেটি বর্তমান চেহারা পেয়েছিল৷
ছবি: Getty Images/AFP/G. van der Hasselt
অগ্নিশিখা
নিয়ন্ত্রণে আসার আগে প্রায় আট ঘণ্টা আগুনের এমন লেলিহান শিখায় জ্বলছিল নোত্র দাম৷
ছবি: Reuters/B. Tessier
অক্ষত মূল কাঠামো
অগ্নিনির্বাপন কর্মীরা নোত্র দামের দুটি টাওয়ার আর ঘণ্টাঘরকে আগুনের হাত থেকে রক্ষা করতে সমর্থ হন৷ আগুন নেভানোর পর ভবনটির মূল কাঠামো অক্ষত আছে বলে জানান কর্মকর্তারা৷
ছবি: Reuters/P. Wojazer
হতবাক প্যারিসবাসী
প্রিয় নোত্র দামকে আগুনের লেলিহান শিখায় পুড়তে দেখে হতবাক হয়ে পড়েন প্যারিসবাসী৷ এসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকেন তাঁরা৷ হতাশায় একজন এএফপিকে বলেন, ‘‘প্যারিসের চেহারা আজ বদলে গেল৷ এই শহর আর আগের মতো দেখাবে না৷’’
ছবি: Getty Images/AFP/E. Feferberg
শিল্পকর্ম রক্ষার চেষ্টা
আগুন লাগার পর কর্মীরা শুরুতে ক্যাথিড্রালটির অমূল্য শিল্পকর্মগুলো সরিয়ে নেন৷ সৌভাগ্যের বিষয় হলো, গত সপ্তাহেই সংস্কারের অংশ হিসেবে ১৬টি তাম্র ভাস্কর্য সরিয়ে নেয়া হয়েছিল৷ গত একশ বছরের মধ্যে প্রথমবারের মতো গির্জা থেকে এসব শিল্পকর্ম বের করে আনা হয়৷
ছবি: picture-alliance/dpa/T. Camus
পুড়ছে ভেতর
এটি আগুন লাগার পর ক্যাথিড্র্যালের উপর থেকে নেয়া ছবি৷ ছাদের একটি অংশ তখন খসে পড়েছিল৷ ভেতরের একটি অংশও আগুনে পুড়ছিল৷
ছবি: Getty Images/AFP/Stringer
অভ্যন্তরে ক্ষতি কম
আগুনে পুড়ে যাওয়ার পরের দিন সকালে প্যারিসের মেয়র আনে ইদালগো এবং ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ স্থাপনাটি পরিদর্শন করেন৷ ইদালগো জানান, ‘‘এর ছাদ বলতে আর কিছু অবশিষ্ট নেই৷’’ তবে অভ্যন্তরে যতটা ক্ষতি হওয়ার শঙ্কা ছিল, তার থেকে অনেকটাই রক্ষা পেয়েছে নোত্র দাম৷