পাঁচ বিভাগে অতি ভারী বর্ষণ, সিলেট-চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
১১ জুলাই ২০২৪ভারী বর্ষণের কারণে সিলেট ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে৷ রাজধানী ঢাকার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে৷
আজ সকালে আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুর রহমান খান জানিয়েছে, এদিন সকাল ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা এই পাঁচ বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে৷ এছাড়া, দেশের ১৫ জেলার নদী বন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে৷
পূর্বাভাস অনুসারে, দিনাজপুর, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে৷ সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি৷
পূর্বাভাস আরও বলছে, আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে৷ আগামীকালও তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে৷
বাড়ছে ব্রহ্মপুত্র-যমুনার পানি, বানভাসি মানুষের দুর্ভোগ
এদিকে, উত্তরের জেলা কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, জামালপুর ও সিরাজগঞ্জের বন্যাকবলিত মানুষ ১০ দিনের বেশি সময় ধরে পানিবন্দি হয়ে আছেন৷ এর মধ্যে বুধবার থেকে আবার বাড়তে শুরু করেছে ব্রহ্মপুত্র ও যমুনার পানি৷ এতে মানুষের দুর্ভোগ আর কষ্ট আরও বেড়েছে৷ বন্যাকবলিত এলাকা দীর্ঘদিন পানিবন্দি থাকার কারণে অনেকের ঘরের খাবার শেষ হয়ে গেছে৷ অনেকেই জানিয়েছেন সরকারি-বেসরকারি কোনো সাহায্য তারা পাননি৷ কাজ না থাকায় বেশি বিপদে পড়েছেন চরাঞ্চলের দিনমজুররা৷
এপিবি/কেএম (ডেইলি স্টার বাংলা)