1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাঁচ মিনিটের ভেল্কিবাজি

২১ জানুয়ারি ২০১১

চতুর্থবারের মতো পুঁজিবাজার বন্ধ, তা’ও আবার লেনদেন শুরু হবার পাঁচ মিনিটের মধ্যে৷ ওদিকে স্বরাষ্ট্রসচিব পর্যায়ে ১১তম ভারত-বাংলাদেশ বৈঠকে সীমান্তে হত্যা বন্ধের প্রতিশ্রুতি পাওয়া গেছে৷

নারীদের ক্ষমতায়নে এখনো অনেক কাজ বাকিছবি: AP

‘পাঁচ মিনিটেই গভীর খাদে', ‘নজিরবিহীন ইতিহাস', এ'গুলো হল কালের কণ্ঠ'র শীর্ষক৷ এবং অবশ্যই সারা দেশে বিনিয়োগকারীদের বিক্ষোভ স্থান পেয়েছে পত্রিকাগুলোর বিবরণে৷ আর বিক্ষোভ হবে না'ই বা কেন: ‘ভেল্কিবাজির মতো নিমেষে উধাও হয়ে যায় ৬০০ পয়েন্ট সূচক', লিখেছে সমকাল৷ তাদের ভাষায়: ‘কাঁপন ধরানো পাঁচ মিনিটের এ সর্বনাশা ঝড়'৷

কিন্তু এ' ঝড় আসল কোথা থেকে? কয়েকটি প্রতিষ্ঠান বাজারদরের অনেক নীচে ষড়যন্ত্রমূলকভাবে আত্মঘাতী শেয়ার বিক্রির কারণে তা ঘটেছে, বলে এসইসি'র ধারণা৷ তবে কালের কণ্ঠই লিখেছিল, ‘গতকালের ঘটনায় ডিএসই'র সফটওয়্যারের দুর্বলতার দিকটিও প্রমাণিত হয়েছে'৷ ভোরের কাগজ সেটা আরো স্পষ্ট করে ব্যাখ্যা করে দিয়েছে: ডিএসই'র ট্রেড সফটওয়্যার এখনো অটোমেশন করা হয়নি৷ ম্যানুয়ালি প্রতি পাঁচ মিনিট পর পর সমন্বয় করা হয়৷ প্রথম পাঁচ মিনিটে প্রচুর বিক্রির চাপের কারণে সূচক একবারে ৬০০ পয়েন্ট নেমে যায়৷

ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্র সচিবদের বৈঠক থেকে শোনা গেল, মনমোহন সিং'এর ঢাকা সফরের আগেই সীমান্ত নিয়ে বিরোধ নিষ্পত্তিতে একমত হয়েছে উভয় দেশ - জানাচ্ছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷ ভোরের কাগজের বিবরণে পাওয়া গেল যে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসার কথা, এবং প্রধানমন্ত্রী মনমোহন সিং সম্ভবত আসবেন বছরের মাঝামাঝি৷ আর ফেলানী হত্যা প্রসঙ্গে সংশ্লিষ্ট বিএসএফ জওয়ানের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত চলেছে, বলে জানিয়েছে ভারতীয় প্রতিনিধিদল৷

‘এশিয়ায় নারীদের উচ্চশিক্ষার স্বপ্নযাত্রা শুরু হয়েছে বাংলাদেশে,' এ'ভাবেই শুরু করেছে প্রথম আলো তাদের প্রতিবেদন৷ ইঙ্গিতটা চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন'এর দিকে, যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রীকে ‘আশার প্রদীপ' আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত একটি অনুষ্ঠানে৷ নারী বিশ্ববিদ্যালয়টির প্রধান পৃষ্ঠপোষক চেরি ব্লেয়ার'ও ঐ অনুষ্ঠানে সম্মানিত হন৷ প্রধানমন্ত্রীর ভাষণের উপজীব্য ছিল: নারীর ক্ষমতায়নেই উপযুক্ত পরিবেশ তৈরী হবে - জানাচ্ছে সমকাল৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: ফাহমিদা সুলতানা

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ