1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন বছরের প্রতিজ্ঞা

৩১ ডিসেম্বর ২০১৫

শুক্রবার থেকে শুরু হচ্ছে ইংরেজি নতুন বছর ২০১৬৷ প্রতিবার নতুন বছর শুরুর আগে অনেক মানুষ কিছু প্রতিজ্ঞা ও লক্ষ্য নির্ধারণ করে থাকে, যেটা তারা নতুন বছরে বাস্তবায়ন করতে চায়৷

Symbolbild Sektglas Sylvester Feuerwerk anstoßen nicht für Social Media
ছবি: picture-alliance/dpa/Stockfood

কখনও সেই লক্ষ্য পূরণ সম্ভব হয়, কখনও হয় না৷ কিন্তু তবুও মানুষ আবারও নতুন করে নতুন বছরের জন্য লক্ষ্য ঠিক করে৷

সামাজিক যোগাযোগের মাধ্যম চলে আসায় মানুষ এখন অন্যকে তাদের ইচ্ছা জানাতে পারছে৷ যেমন টুইটারে একটি হ্যাশট্যাগ বেশ ব্যবহৃত হচ্ছে৷ ব্যবহারকারীরা #NewYearsResolutionIn5Words (#নিউইয়ার্স-রেজোলিউশন-ইন-ফাইভ-ওয়ার্ডস) হ্যাশট্যাগ ব্যবহার করে পাঁচ শব্দে তাদের পরিকল্পনা বা ইচ্ছার কথা জানাচ্ছেন৷

এ সব টুইটে নিজের ইচ্ছা প্রকাশের পাশাপাশি অনেকে আবার অন্যদের জন্যও কিছু পরামর্শ দিয়েছেন৷ চলুন, প্রথমে ব্যক্তিগত ইচ্ছার কথাগুলো জেনে নিই৷

এবার দেখে নিই অন্যদের জন্য পরামর্শ দেয়া টুইটগুলো৷

পাঠক, নতুন বছরে আপনার ‘রেজোলিউশন’ কী? জানান নীচে, মন্তব্যের ঘরে৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ