1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাইরেসি

আশীষ চক্রবর্ত্তী১৭ ডিসেম্বর ২০১২

৩১ বছর আগে গেয়েছিলেন ‘আজ থেকে বারোটি বছর’, সেই থেকে বাংলাদেশের সংগীতাঙ্গনে এম এ শোয়েব একটা বিষয়ে ‘প্রথম’৷ তাঁর গান নিয়ে বেরিয়েছিল বাংলাদেশের প্রথম অডিও ক্যাসেট৷ অথচ এবার তাঁর কণ্ঠ থেকেই ঝরল হতাশা৷

ছবি: Fotolia/dan talson

অনেক দিন ধরে তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী৷ তবু দেশে ফিরতেই মহাব্যস্ত৷ এম এ শোয়েব যে বাংলাদেশের প্রথম অডিও ক্যাসেটের শিল্পী সেটা ৩১ বছর পরও তো সত্যি! সেই হিসেবে তাঁর হাত ধরেই যাত্রা শুরু করেছিল বাংলাদেশের অডিও শিল্প৷ তাই জানতে চাওয়া হলো সেই ১৯৮১ সালের সঙ্গে হালের অডিও ব্যবসার তফাত কতটা? শ্রোতারা তখন শুধু ভারতীয় শিল্পীদের গান শুনতেন, কিন্তু এখন বাজারে বাংলাদেশের শিল্পীদের অসংখ্য সিডি, ডিভিডি৷ তখনকার তুলনায় শ্রোতা বেড়েছে অনেক৷ সব মিলিয়ে অডিও বাজারের তো রমরমা অবস্থা হওয়ার কথা৷ তা কি হচ্ছে? ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে হতাশা আড়াল করতে পারলেন না এক সময়ের তুমুল জনপ্রিয় শিল্পী এম এ শোয়েব, বললেন, ‘‘না, অডিও ব্যবসার অবস্থা এখন ভালো নয়৷''

BM/171212/Inaterview with MA Shaoib - MP3-Mono

This browser does not support the audio element.

কেন? সিডির বিক্রি কি কমে গেছে? এম এ শোয়েব নিজেই বলছিলেন, ৩১ বছর আগে তাঁর গানের প্রথম ক্যাসেটটির নাকি ৩৮ লক্ষ কপি বিক্রি হয়েছিল৷ সংখ্যাটা সবার কাছেই অবিশ্বাস্য মনে হওয়ার কথা৷ হালের শিল্পীদের হাহাকারের পাশে তা তো আরো বেশি অবিশ্বাস্য৷ কিন্তু শ্রোতা বাড়লেও অডিও ব্যবসার এই হাল কেন? এ ক্ষেত্রে পাইরেসিকেই প্রধান কারণ হিসেবে উল্লেখ করলেন এম এ শোয়েব৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ