পাইলট কেমন করে মেঘ তৈরি করেন
২৩ আগস্ট ২০২২
‘‘একই সময়ে অনেক কিছু চলছে৷ আপনাকে বিমানটি ওড়াতে হবে, মেঘের চারপাশে নেভিগেট করতে হবে, যাতে আপনি সঠিক সময় সঠিক জায়গায় থাকেন৷ আর অবশ্যই এমনভাবে নেভিগেট করতে হবে যেন সত্যি মেঘ তৈরি হয়,'' বলেন তিনি৷
নির্দেশ পাওয়া মাত্র লবণ নিক্ষেপ করেন মার্ড৷ কন্ট্রোল রুমে, এরইমধ্যে পরবর্তী মেঘের খোঁজ করা হচ্ছে৷ তিন ঘন্টায় ২০টি মেঘে অপারেশন চালান তিনি৷ প্রায়ই ফল পাওয়া যায় একটু পরই৷ পুরো দলের জন্য সেটি আনন্দের মুহূর্ত৷
এদিকে, মরুময় আমিরাতে বৃষ্টি সস্তির৷ ছোটবেলা থেকেই প্রাকৃতিক ঘটনাগুলো সালাহ আল হামাদিকে খুব টানে৷ যখনই পারেন, এই শখের চাষি বৃষ্টির ছবি তোলেন৷
সমালোচকেরা আমিরাতের এই হাজার কোটি টাকার প্রকল্পকে অবৈজ্ঞানিক এবং এর সাফল্য প্রমাণিত হয়নি বলে মনে করেন৷ তবে দেশটির আবহাওয়া বিভাগের প্রধান এসব দাবি প্রত্যাখ্যান করেছেন৷
আবহাওয়া বিভাগের প্রধান আবদুল্লাহ আল মেন্দুজ বলেন, ‘‘এটি একটি সফল প্রকল্প৷ আমরা অনেককে উৎসাহিতও করেছি৷ বিশ্ব আবহাওয়া সংস্থা এর সঙ্গে জড়িত৷ তারা আমাদের গবেষণার জন্য কৃতজ্ঞ৷ অন্যান্য অনেক দেশ আমাদের উদাহরণ অনুসরণ করার চেষ্টা করছে এবং আমাদের প্রকল্পের ডেটা থেকে উপকৃত হওয়ার চেষ্টা করছে৷''
অ্যান্ডার্স মার্ড ক্লান্ত ও সন্তুষ্ট৷ তিনি চারটি মেঘে অপারেশন চালিয়েছেন, অর্থাৎ খরচ হয়েছে ৪০টি কার্তুজ৷ বৃষ্টিও হয়েছে৷
‘‘আজ আমি একজন রেইনমেকার ছিলাম৷ এটা আমি গর্ব করে বলতে পারি,'' বলেন তিনি৷
বিমান চালিয়ে অ্যান্ডারস মার্ড হয়তো জলবায়ু পরিবর্তন রোধ করতে বা পানির সংকট দূর করতে পারেন না৷ তবে অন্তত একটু বেশি বৃষ্টির ব্যবস্থা করতে পারেন৷ আর এই মৌসুমে তা অনেক বেশিই হতে পারে৷
দানিয়েল হেখলার/জেডএ