1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাইলট কেমন করে মেঘ তৈরি করেন

২৩ আগস্ট ২০২২

পাইলট অ্যান্ডার্স মার্ড ট্রেইলটি তুলে নেন এবং বিমান চালানো শুরু করেন৷ এখন সবকিছু সময়মত হওয়া জরুরি৷

DW Global 3000 vom 13.06.2022 - Vereinigte Arabische Emirate: Der Regenmacher
ছবি: WDR

‘‘একই সময়ে অনেক কিছু চলছে৷ আপনাকে বিমানটি ওড়াতে হবে, মেঘের চারপাশে নেভিগেট করতে হবে, যাতে আপনি সঠিক সময় সঠিক জায়গায় থাকেন৷ আর অবশ্যই এমনভাবে নেভিগেট করতে হবে যেন সত্যি মেঘ তৈরি হয়,'' বলেন তিনি৷

নির্দেশ পাওয়া মাত্র লবণ নিক্ষেপ করেন মার্ড৷ কন্ট্রোল রুমে, এরইমধ্যে পরবর্তী মেঘের খোঁজ করা হচ্ছে৷ তিন ঘন্টায় ২০টি মেঘে অপারেশন চালান তিনি৷ প্রায়ই ফল পাওয়া যায় একটু পরই৷  পুরো দলের জন্য সেটি আনন্দের মুহূর্ত৷

এদিকে, মরুময় আমিরাতে বৃষ্টি সস্তির৷ ছোটবেলা থেকেই প্রাকৃতিক ঘটনাগুলো সালাহ আল হামাদিকে খুব টানে৷ যখনই পারেন, এই শখের চাষি বৃষ্টির ছবি তোলেন৷

সমালোচকেরা আমিরাতের এই হাজার কোটি টাকার প্রকল্পকে অবৈজ্ঞানিক এবং এর সাফল্য প্রমাণিত হয়নি বলে মনে করেন৷ তবে দেশটির আবহাওয়া বিভাগের প্রধান এসব দাবি  প্রত্যাখ্যান করেছেন৷

বৃষ্টি নামান পাইলট

03:33

This browser does not support the video element.

আবহাওয়া বিভাগের প্রধান আবদুল্লাহ আল মেন্দুজ বলেন, ‘‘এটি একটি সফল প্রকল্প৷ আমরা অনেককে উৎসাহিতও করেছি৷ বিশ্ব আবহাওয়া সংস্থা এর সঙ্গে জড়িত৷ তারা আমাদের গবেষণার জন্য কৃতজ্ঞ৷ অন্যান্য অনেক দেশ আমাদের উদাহরণ অনুসরণ করার চেষ্টা করছে এবং আমাদের প্রকল্পের ডেটা থেকে উপকৃত হওয়ার চেষ্টা করছে৷''

অ্যান্ডার্স মার্ড ক্লান্ত ও সন্তুষ্ট৷ তিনি চারটি মেঘে অপারেশন চালিয়েছেন, অর্থাৎ খরচ হয়েছে ৪০টি কার্তুজ৷ বৃষ্টিও হয়েছে৷

‘‘আজ আমি একজন রেইনমেকার ছিলাম৷ এটা আমি গর্ব করে বলতে পারি,'' বলেন তিনি৷

বিমান চালিয়ে অ্যান্ডারস মার্ড হয়তো জলবায়ু পরিবর্তন রোধ করতে বা পানির সংকট দূর করতে পারেন না৷ তবে অন্তত একটু বেশি বৃষ্টির ব্যবস্থা করতে পারেন৷ আর এই মৌসুমে তা অনেক বেশিই হতে পারে৷

দানিয়েল হেখলার/জেডএ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ