1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাওয়া যাচ্ছে বিমান আরোহীদের দেহাবশেষ

৩০ অক্টোবর ২০১৮

ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্তের পরও এখনো চলছে উদ্ধার কাজ৷ এ পর্যন্ত বেশ কিছু দেহাবশেষ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা৷ যান্ত্রিক ত্রুটির কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷

Indonesien Flugzeugabsturz Lion Air
ছবি: Reuters

দুইজন জেলে বিমানটি বিধ্বস্ত হওয়ার প্রত্যক্ষদর্শী৷ তাঁরা জানান, তাঁদের নৌকা যখন সমুদ্রে ছিল ঠিক সেই সময় এই দুর্ঘটনা ঘটে৷ বিমানটি নাক বরাবর পানিতে ডুবে যায় এবং এক ভয়ঙ্কর বিস্ফোরণ হয়৷ এরপর চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়৷

মঙ্গলবার সকাল থেকে আবারও শুরু হয়েছে উদ্ধার কাজ৷ এখন পর্যন্ত বেশ কিছু দেহাবশেষ উদ্ধার করা হয়েছে৷ এর মধ্যে এক শিশুর দেহাবশেষও রয়েছে৷ ১০ ব্যাগ দেহাবশেষের ডিএনএ পরীক্ষার জন্য জাকার্তায় নেয়া হয়েছে৷

ইন্দোনেশিয়ার জাতীয় পরিবহন নিরাপত্তা কমিটি জানিয়েছে, আরোহীদের মধ্যে ১৭৮ জন প্রাপ্ত বয়স্ক , একজন শিশু, দুই নবজাতক, দুইজন পাইলট এবং ৬ জন ক্রু ছিলেন৷বিমানের ক্যাপ্টেন ছিলেন ভারতীয়, ইন্দোনেশিয়ার অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা ছিলেন ২০ জন এবং ইটালির একজন সাবেক সাইক্লিস্ট ছিলেন তাঁদের মধ্যে৷ বিমানটি সমুদ্রে ৩০ থেকে ৪০ মিটার গভীরে ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে৷ বিমানটির ব্ল্যাকবক্সের খোঁজ চলছে৷ সেটি খুঁজে পেলে দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছুটা হলেও নিশ্চিত হওয়া যাবে বলে মনে করছেন কর্তৃপক্ষ৷

বিধ্বস্ত বিমানের জরুরি ট্রান্সমিটার থেকে পাঠানো কোনো দূরবর্তী সংকেত পাওয়া যায়নি বলে জানিয়েছেন অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মুহাম্মাদ সিয়াগি৷  রোববার রাতেই বালি থেকে জাকার্তা ফেরার পথে লায়ন এয়ারের বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানটিতে গোলযোগ দেখা দিয়েছিল৷ ফ্লাইট ট্রেকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এ এর উল্লেখ রয়েছে৷ সেদিন সন্ধ্যায় বালি থেকে রওনা দেয়ার কিছুক্ষণের মধ্যে এর গতি খুব বেড়ে গিয়েছিল এবং এটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়েছিল৷ ২৭ সেকেন্ডের মধ্যে হঠাৎ করেই ৮৭৫ ফুট নীচে নেমে গিয়েছিল বিমানটি, যখন এটির আসলে উপরে ওঠার কথা৷ ঐ বিমানের দুই যাত্রী তাঁদের অভিজ্ঞতার কথা ইনস্টাগ্রামে জানিয়েছিলেন৷ কেবিনে আলোর সমস্যা এবং এয়ারকন্ডিশনিংয়ে সমস্যার কথা উল্লেখ করেছেন তাঁরা৷ এছাড়া যাত্রার শুরু থেকে অবতরণ পর্যন্ত ইঞ্জিনে এক ধরনের অদ্ভুত শব্দের কথাও উল্লেখ করেছেন তাঁরা৷ রবিবার রাত ১০টা ৫৫-তে বিমানটি জাকার্তায় অবতরণ করে৷ এরপর প্রকৌশলীরা সাড়ে ৬ ঘণ্টা ধরে যান্ত্রিক ত্রুটি সারিয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷

এর পরদিন সোমবার ভোরে ১৮৯ জন আরোহী নিয়ে বিমানটি যাত্রার কিছুক্ষণ পর জাভা সমুদ্রে বিধ্বস্ত হয়৷ দুর্ঘটনার পর অনলাইনে বিমানের একটি ‘মেনটেনেন্স লগ' ভাইরাল হয়ে যায়৷ কিন্তু লায়ন এয়ার কর্তৃপক্ষ বলছে, এটা বিধ্বস্ত বিমানটির কিনা সে ব্যাপারে তারা নিশ্চিত নয়৷

নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, বিমান বিধ্বস্তের ঘটনার তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে৷ তাই দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত করে বলা সম্ভব নয়৷      

 এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ