২০১৮ সালে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের পেটে ছুরি চালিয়েছিল দুষ্কৃতীরা। তারই জেরে এই অস্ত্রপচার করতে হলো।
জাইয়া বলসোনারোছবি: Jose Aldenir/TheNEWS2/ZUMAPRESS.com/picture alliance
বিজ্ঞাপন
শুক্রবার আচমকাই পেটে প্রবল ব্যথা অনুভব করেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইয়া বলসোনারো। প্রাথমিকভাবে চিকিৎসকেরা ওষুধ দিয়েই ব্যথা কমানোর চেষ্টা করেন। কিন্তু তাতে কাজ না হওয়ায় বলসোনারোর পাকস্থলিতে অস্ত্রপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
চিকিৎসকেরা জানিয়েছেন, তার পাকস্থলিতে ল্যাপারোটমি করা হয়েছে। পাকস্থলিতে অপারেশনের একটি পদ্ধতি এটি। পরে চিকিৎসকেরা জানিয়েছেন, বলসোনারো ভালো আছেন, অস্ত্রপচার সফল হয়েছে।
৭০ বছরের সাবেক প্রেসিডেন্টের স্ত্রী মিশেল বলসোনারো ইনস্টাগ্রামে লিখেছেন, তার স্বামী এখন ভালো আছেন। বস্তুত, প্রায় ১২ ঘণ্টা ধরে এই জটিল অস্ত্রপচার হয়েছে। তবে অপারেশনের সময় বলসোনারোকে রক্ত দিতে হয়নি।
২০১৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টকে ছুরি নিয়ে আক্রমণ করেছিল দুষ্কৃতীরা। সেই ঘটনায় তীব্র রক্তপাত হয়েছিল বলসোনারোর। দ্রুত তার অস্ত্রপচার হয়েছিল। গত শুক্রবার তার পেটে যন্ত্রণা শুরু হলে চিকিৎসকেরা জানান পুরনো আঘাতের জায়গাতেই যন্ত্রণা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, ওষুধ দিয়েই সমস্যার সমাধান সম্ভব। এরপর তাকে বিশেষ বিমান অ্যাম্বুল্যান্সে ব্রাসিলিয়া নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা অস্ত্রপচারের সিদ্ধান্ত নেন। শনিবার যন্ত্রণার মধ্যেই সমাজ মাধ্যমে বলসোনারো লিখেছিলেন, 'গত কয়েক বছরে একাধিক সার্জারি হয়েছে। পেটে যন্ত্রণার সঙ্গে অনেকটা মানিয়ে নিয়েছি। কিন্তু এবারের ব্যথা সহ্য করা যাচ্ছে না।'
প্রেসিডেন্টের বিরোধিতা করে ‘বেকার’ তাঁরা
ডনাল্ড ট্রাম্প আর ব্রাজিলের জাইয়া বলসোনারোর কাছে যেন মানুষের প্রাণের চেয়ে দেশের অর্থনীতিই বড়৷ তাদের এমন মনোভাবের বিরোধিতা করে বিপদে পড়েছেন কর্মকর্তারা৷
ছবি: imago images/ZUMA Wire/Y. Gripas
ডা. অ্যন্থনি ফাউচি
যুক্তরাষ্ট্রের জাতীয় এলার্জি ও সংক্রামক রোগ ইনস্টিটিউটের প্রধান৷ এছাড়া হোয়াইট হাউসের করোনা ভাইরাস রেসপন্স টিমের একজন বিশেষজ্ঞ৷ করোনা ভাইরাস নিয়ে বিভিন্ন তথ্য দিতে একসময় ফাউচি নিয়মিত টেলিভিশনে উপস্থিত হতেন৷ কিন্তু ৪ মে’র পর আর তাঁকে টিভিতে দেখা যায়নি৷ কারণ নির্বাচনের বছর হওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প তাড়াতাড়ি লকডাউন তুলে দিতে চান, যার বিরুদ্ধে ফাউচি৷ এজন্য তাকে আর টিভির সামনে আসতে দেয়া হচ্ছে না৷
ছবি: imago images/ZUMA Wire/Y. Gripas
ট্রাম্পের সমালোচনায় ওবামা
করোনা মহামারি শুরুর পর ট্রাম্পের নেয়া পদক্ষেপকে ‘অ্যাবসোলিউট ক্যাওটিক ডিজাস্টার’ বলেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা৷ এদিকে, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা বলছে, যুক্তরাষ্ট্র যদি এক সপ্তাহ আগে লকডাউনে যেতো তাহলে ৩৬ হাজার মানুষের প্রাণ হয়ত বেঁচে যেতো৷ দেশটিতে এখন পর্যন্ত ৯৫ হাজারের বেশি মানুষ মারা গেছেন৷
ছবি: Reuters/M. Rehle
লুই হেনরিক মানদেত্তা
তিনি ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন৷ বর্তমানে এই দেশটিতে করোনার প্রকোপ বেশি দেখা যাচ্ছে৷ করোনা প্রতিরোধে লকডাউনের সমর্থক ছিলেন মানদেত্তা৷ কিন্তু তাঁর চরম ডানপন্থি প্রেসিডেন্ট জাইয়া বলসোনারো দ্রুত দেশের অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় নিয়ে যেতে চান৷ তাই গত মাসের মাঝামাঝি মানদেত্তাকে পদ থেকে সরিয়ে দেয়া হয়৷
ছবি: Getty Images/A. Anholete
নেলসন টাইখ
মানদেত্তার পর টাইখকে স্বাস্থ্যমন্ত্রী বানিয়েছিলেন বলসোনারো৷ প্রথমে টাইখ তাঁর প্রেসিডেন্টের মতোই কথাবার্তা বললেও পরবর্তীতে দুজনের মধ্যে মতবিরোধ দেখা দেয়৷ এমনকি টাইখকে না জানিয়ে বলসোনারো একসময় জিম, বিউটি পার্লার ও সেলুনকে জরুরি সেবা হিসেবে ঘোষণা করেন৷ এছাড়া ম্যালেরিয়ার ওষুধ ক্লোরোকুইন ব্যবহার নিয়েও বলসোনারোর সঙ্গে টাইখের বিরোধ দেখা দেয়৷ এর ফল হিসেবে গত সপ্তাহে পদত্যাগ করেন টাইখ৷
ছবি: picture-alliance/AP Photo/E. Peres
করোনা নিয়ে বলসোনারো
মানুষ মারা গেলেও দ্রুত অর্থনীতি স্বাভাবিক করতে চান ব্রাজিলের প্রেসিডেন্ট৷ যেমন গতমাসে টাইখকে নিয়োগ দেয়ার সময় তিনি বলেছিলেন, ‘‘আমি জানি... জীবন অমূল্য৷ কিন্তু অর্থনীতি ও চাকরি অবশ্যই স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে৷’’ তারও আগে বলসোনারো এক সাংবাদিককে বলেছিলেন, ‘‘কয়েকজন মারা যাবে৷ আমি দুঃখিত৷ এটাই জীবন৷’’ ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে৷
বলসোনারোর বিরুদ্ধে ব্রাজিলে একাধিক মামলা চলছে। তার মধ্যে অন্যতম, ২০২২ সালে হারের পর তিনি বৈধ সরকার ফেলে দেওয়ার চক্রান্ত করেছিলেন বলে অভিযোগ। সম্প্রতি ওই মামলা আদালত বলসোনারোর বিরুদ্ধে শুনানি শুরু করেছে। এই মামলায় দোষী প্রমাণিত হলে কঠিন শাস্তির মুখে পড়তে হবে সাবেক প্রেসিডেন্টকে।
এমনিতেই ২০৩০ সাল পর্যন্ত নির্বাচনে লড়তে পারার কথা নয় বলসোনারোর। আদালত তাকে এই শাস্তি দিয়েছে অন্য একটি মামলার রায়ে। কিন্তু আগামী বছরের নির্বাচনের জন্য ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন বলসোনারো।