1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক

১৩ নভেম্বর ২০১২

মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার জন্য পাকিস্তান সরকারের ক্ষমা চাওয়ার দাবি প্রসঙ্গে সে দেশের পররাষ্ট্রমন্ত্রীর একটি মন্তব্যের এখনো সমালোচনা হচ্ছে বাংলাদেশে৷ তবে শাহরিয়ার কবির বলেছেন, পাকিস্তানকে ক্ষমা চাইতেই হবে৷

ছবি: dapd

বাংলাদেশ সফরে এসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার বলে গেছেন, বাংলাদেশের উচিত ১৯৭১-এর গণহত্যার কথা ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়া৷ ৩০ লক্ষ মানুষকে হত্যা করা, হাজার হাজার নারীকে ধর্ষণ করাসহ মুক্তিযুদ্ধের সময় চালানো পাকিস্তান সেনাবাহিনীর নারকীয় সব কর্মকাণ্ডের কথা ভুলে যাওয়ার এ আহ্বান ক্ষুব্ধ করেছে সবাইকে৷ ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে ঘাতক দালাল নির্মূল কমিটির সক্রিয় নেতা শাহরিয়ার কবির জানালেন, শুধু বাংলাদেশের নাগরিক নয়, এমন মন্তব্যের জন্য নিজের দেশের সংবাদমাধ্যমও সমালোচনা করছে হিনা রাব্বানির৷ সে দেশের ইংরেজি দৈনিক ‘দ্য ডন' লিখেছে পাকিস্তান সরকারের উচিত একাত্তরের গণহত্যার জন্য শুধু অনানুষ্ঠানিক দুঃখ প্রকাশ না করে সরাসরি ক্ষমা চাওয়া৷

BM/131112/Interview with Shahriyar Kabir on Hina Rabbani - MP3-Mono

This browser does not support the audio element.

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও এ দাবির কথাই জানিয়েছিলেন হিনা রাব্বানি খারকে৷ জবাবে তিনি যা বলেছেন সেটাকে পাকিস্তান সরকারের অতীত বক্তব্যের ধারাবাহিকতা হিসেবেই দেখছেন শাহরিয়ার কবির৷ তবে, তাঁর দৃঢ় বিশ্বাস পাকিস্তান সরকার একদিন এ অবস্থান থেকে সরে আসতে বাধ্য হবে৷

বাংলাদেশকে এ দাবিতে অটল থাকতে হবে, দ্বিপাক্ষিক সব সম্মেলন বা বৈঠকে পাকিস্তানকে ক্ষমা চাইতে বলতে হবে- এমন মতামত জানানোর সময় অতীতে বিএনপি বা জাতীয় পার্টির সরকার এমন কোনো পদক্ষেপ নেয়নি বলে হতাশা প্রকাশ করেছেন তিনি৷

সাক্ষাৎকার: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ