1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিপাকিস্তান

পাকিস্তানকে নির্বাচনে অনিয়ম তদন্তের অনুরোধ

২২ মার্চ ২০২৪

পাকিস্তানের সংসদ নির্বাচনে বেশ কিছু অনিয়মের অভিযোগ উঠেছে৷ সেগুলোকে তদন্তের আওতায় নেয়ার জন্য সে দেশের নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছেন ডনাল্ড লু ৷

ডনাল্ড লুয়ের ছবি
পাকিস্তানের সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগগুলো তদন্তের অনুরোধ জানিয়েছেন ডনাল্ড লু ছবি: Rod Lamkey - CNP/picture alliance

যেসব আসনে হস্তক্ষেপের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে সেখানে আবার নির্বাচন অনুষ্ঠানেরও আহ্বান জানান তিনি৷

যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ফরেন অ্যাফেয়ার্সের সাবকমিটিকে বুধবার লু বলেন, ‘‘আমরা কখনও এই নির্বাচনের বর্ণনায় ‘অবাধ ও নিরপেক্ষ' টার্ম ব্যবহার করিনি৷''

পাকিস্তানের গণতন্ত্র ও যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্ক পরীক্ষা করে দেখছে ঐ সাবকমিটি৷ তার অংশ হিসেবে লুর সঙ্গে কথা বলেছে তারা৷ কমিটিকে লু জানান, ‘‘নির্বাচন পূর্ববর্তী পরিবেশ নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করেছিলাম৷ স্বতন্ত্র প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর নিবন্ধনে ব্যর্থতা, বিরোধীদের গণহারে গ্রেপ্তার, ইন্টারনেট বন্ধ করা এবং সাংবাদিকদের উপর সেন্সরশিপ ও চাপ প্রয়োগ করা নিয়েও আমরা গভীর উদ্বেগ প্রকাশ করেছিলাম৷''

যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নও অনিয়মের খবরে উদ্বেগ প্রকাশ করে তদন্তের আহ্বান জানিয়েছে৷ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সহিংসতা ও মোবাইল সেবা বন্ধ করায় উদ্বেগ জানিয়েছিলেন৷

২০২২ সালে ইমরান খানকে ক্ষমতা থেকে সরানোয় তার সংশ্লিষ্টতার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন লু৷ ‘‘এসব অভিযোগ, এই ষড়যন্ত্র তত্ত্ব, মিথ্যা,'' বলেন তিনি৷ সেই সময় উপস্থিত দর্শকদের কেউ কেউ চিৎকার করে তার বক্তব্যের প্রতিবাদ করেন৷ লু জানান, তিনি এসব অভিযোগের বিষয়ে হুমকি পেয়েছেন৷

জেডএইচ/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ