1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সবার সেরা আফগানিস্তান!

২০ নভেম্বর ২০১৭

ভারতকে হারিয়ে বাংলাদেশও আশা জাগিয়েছিল৷ কিন্তু বৃষ্টির কারণে ভাগ্য সুপ্রসন্ন হলো পাকিস্তানের৷ সেই পাকিস্তানকে নাস্তানাবুদ করেই এশিয়ার সেরা হয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তানের যুবারা৷

Symbolbild Cricket Ball Schläger und Handschuh
ছবি: Fotolia/S.White

বলছি, অনূর্ধ-১৯ এশিয়া কাপ ক্রিকেটের কথা৷ মালয়েশিয়ায় এ আসর শুরুর আগে কোনো ঘোর আফগানও আফগানিস্তানকে ফেবারিট ভেবেছিলেন কিনা সন্দেহ৷ কিন্তু আসর শুরু হতেই আশ্চর্যজনক উত্থানের প্রমাণ রাখতে শুরু করে আফগানিস্তান৷ প্রথম ম্যাচেই পাকিস্তানকে হারায় তারা ৭ উইকেটে৷ সেই পাকিস্তানই ফাইনালে আবার এমন নাকাল যে, ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ টুইটারে আফগানদের অভিনন্দন জানাতে একটুও দেরি করেননি৷

গ্রুপ পর্বে অবশ্য শ্রীলঙ্কার কাছে হেরেছিল আফগানিস্তান৷ তারপরও পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে গ্রুপ ‘বি'-র শীর্ষে থেকেই সেমিফাইনালে ওঠে পাকিস্তানের প্রতিবেশী দেশটি৷

গ্রুপ ‘এ'-র চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ৷ কিন্তু নেপালকে ২ উইকেটে, মালয়েশিয়াকে ২৬২ রানে এবং ভারতকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তানের পাশাপাশি বৃষ্টিকেও পায় প্রতিপক্ষের ভূমিকায়৷ আর তাই ডাকওয়ার্থ লুইস পদ্ধতির সুবিধা পেয়ে পরে ব্যাট করেও ২ রানে ম্যাচ জিতে ফাইনালে ওঠে পাকিস্তান৷

অন্য সেমিফাইনালটিতে আফগানিস্তানের প্রতিপক্ষ ছিল ভারতকে ডিঙ্গিয়ে গ্রুপ ‘এ'-র রানার্সআপ হওয়া নেপাল৷ কিন্তু হিমালয়ের দেশ আফগানিস্তানের সামনে দাঁড়াতেই পারেনি৷ ৭ উইকেটের জয়ের সঙ্গে তুমুল আত্মবিশ্বাস নিয়েও ফাইনালে ওঠে জঙ্গিবাদ আর বোমা হামলায় মানুষের মৃত্যুর জন্যই সচরাচর খবরের শিরোনামে আসা দেশটি৷

কিন্তু রবিবার মালয়েশিয়ায় ফাইনাল শেষ হওয়ার পর থেকে আফগানিস্তান আবার অন্য কারণে শিরোনামে৷ ২০১৩ সালে সাফ ফুটবল জিতে তাক লাগানো দেশটি এবার জিতলো ক্রিকেটের অনূর্ধ-১৯ এশিয়া কাপ৷

কীভাবে? গল্পটা খুব ছোট এবং একপেশে৷ টস হেরে ব্যাট করার সুযোগ পেয়ে ইকরাম ফজলির অপরাজিত সেঞ্চুরির (১০৭*) সুবাদে ৫০ ওভারে ৭ উইকেটে ২৪৮ রান করে আফগানিস্তান৷ ম্যাচের পরের অংশটা  আফগান বোলার-ফিল্ডারদের৷ মাত্র ১৩ রানে ৫ উইকেট নিলেন অফব্রেক বোলার মুজিব আর লেগব্রেক বোলার কাইস আহমাদ নিলেন ১৮ রানে ৩ উইকেট৷ তাতেই ২২ দশমিক ১ ওভারে মাত্র ৬৩ রানে অলআউট পাকিস্তান৷

শিরোপা, প্লেয়ার অব দ্য ম্যাচ (ইকরাম ফজলি), প্লেয়ার অব দ্য সিরিজ (মুজিব) – মালয়েশিয়া থেকে সবই জিতে নিয়েছে আফগানিস্তান৷ এখন শুধু এ পথ ধরে এগিয়ে যাওয়ার পালা৷

এসিবি/ডিজি (ক্রিকইনফো)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ