1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ব্রোঞ্জ জয়

২৫ সেপ্টেম্বর ২০২৩

এশিয়ান গেমসে পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় দিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল৷

China, Hangzhou | Asian Games 2022 Cricket Bangladesh vs. Pakistan
ছবি: S. Kodikara/AFP

ভারতের বিপক্ষে হারের পর পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে তৃতীয় স্থান এবং সেই সুবাদে ব্রোঞ্জ জয় নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতির দল৷ 

সোমবার (২৫ সেপ্টেম্বর) ঝেজিয়াং ইউনিভার্সিটি অফ টেকনোলজি ক্রিকেট মাঠে পাকিস্তানকে ৫ উইকেটে হারায় বাংলাদেশ৷ পাকিস্তানের ৬৪ রানের জবাবে ১০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় বাংলাদেশ৷ 

বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয়ের ভিতটা তৈরি হয়ে যায় খেলার প্রথম ভাগেই৷ পাকিস্তানি ওপেনার শাওয়াল জুলফিকারকে কোনো রান করার আগেই ফিরিয়ে ইনিংসের শুরুতেই ধাক্কা দেন মারুফা আক্তার৷ তারপর অন্য ওপেনার সিরদা আমিনকে ফেরান নাহিদ আক্তার৷

প্রথম ১০ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া পাকিস্তান এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি৷ শেষ দিকে স্বর্ণা আক্তারের ৩ উইকেটে পাকিস্তান আটকে যায় ৬৪ রানেই৷

ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার৷ উদ্বোধনী জুটিতে শামীমা সুলতানা-সাথী রানি মিলে ৫ ওভারে ২৭ রান আনার পর বাংলাদেশ প্রথম উইকেট হারায়৷

১৭ বলে ১৩ করে বিদায় নেন শামীমা৷ কিছুক্ষণ পরে ১৯ বলে ১৩ করে থামেন সাথী৷  নেমে সোবহানা মোশতারি ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ব্যর্থ হন৷ বিনা উইকেটে ২৭ থেকে ৪৩ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে বাংলাদেশ৷ সেই অবস্থায় ভালো একটা জুটি গড়েন স্বর্ণা আর রিতু মনি৷ জয়ের খুব কাছে গিয়ে রিতু আউট হয়ে গেলেও বাকি কাজ সুলতানা খাতুনকে নিয়ে শেষ করেন স্বর্ণা৷ 

৩৩ বলে ১৪ রান করেন স্বর্ণা৷ এছাড়া শামিমা ও সাথী দুই জনই ১৩ রান কর করেন৷

এসএইচ /এসিবি (দ্য ডেইলি স্টার)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ