1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানকে ১০ দিনে গুঁড়িয়ে দিতে পারে ভারত: নরেন্দ্র মোদী

২৯ জানুয়ারি ২০২০

পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হলে ভারতের সেনাবাহিনী  ১০ দিনের কম সময়ে প্রতিবেশীকে ধুলার সঙ্গে মিশিয়ে দিতে সক্ষম বলে হুঙ্কার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

Indien Parteivernastaltung Narendra Modi  Rede
ছবি: Getty Images/AFP/P. Singh

মঙ্গলবার ন্যাশনাল ক্যাডেট কোরের (এনসিসি) বার্ষিক সম্মেলনে দেওয়া ভাষণে এ কথা বলেন মোদী৷ বলেন,  ‘‘পাকিস্তান আগেই আমাদের সঙ্গে তিনটি যুদ্ধ হেরেছে৷ আবার যুদ্ধ হলে আমাদের সেনাবাহিনী তাদের পরাজিত করতে সাত থেকে ১০ দিনের বেশি সময় নেবে না৷''

গত কয়েক সপ্তাহ ধরে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ভারতে জুড়ে মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে৷ তার সঙ্গে দেশের অর্থনীতিতে মন্দাভাব নিয়ে বেশ চাপে আছেন মোদী৷

আগামী মাসে দিল্লিতে বিধানসভা নির্বাচন৷ দেশের বর্তমান পরিস্থিতে দিল্লির নির্বাচনে মোদীর দল বিজেপিকে বড় পরীক্ষা দিতে হবে৷ এনসিসির এই অনুষ্ঠান দিয়েই দিল্লির ভোটে দলের হয়ে প্রচার শুরু করলেন মোদী৷

তিনি বলেন, পাকিস্তান দশকের পর দশক ধরে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদের মদত দিয়ে ভারতের বিরুদ্ধে ছায়া যুদ্ধ করে যাচ্ছে৷ হাজারো বেসামরিক নাগরিক ও সেনা ওই যুদ্ধের বলি হচ্ছেন৷ কিন্তু অতীতের সরকার বিষয়টি নিয়ে নানা হম্বিতম্বি করলেও ভারতীয় সেনাবাহিনী যখন অ্যাকশনে যাওয়ার অনুমতি চেয়েছে তখন তারা পিছিয়ে গেছে৷

‘‘কিন্তু আজ তরুণরা চিন্তা-ভাবনায় অগ্রসর হয়েছে৷ তাই তারা সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে সন্ত্রাসীদের ভূমিতেই তাদের শিক্ষা দিয়ে আসছে৷''

মঙ্গলবারের অনুষ্ঠানে এনসিসির মেরুন রঙের বেসবল ক্যাপ পরে ভাষণ দেন মোদী৷

এসএনএল/কেএম (এএফপি)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ