1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানি সেনাদের ওপর ন্যাটোর বিমান হামলা

২৬ নভেম্বর ২০১১

ন্যাটোর হামলায় নিজেদের সেনা নিহত হওয়ার পর আফগানিস্তানের সঙ্গে ন্যাটোর রসদ সরবরাহের পথ বন্ধ করে দিয়েছে পাকিস্তান৷ এদিকে ন্যাটোর মার্কিন কমান্ডার এই ঘটনায় দুঃখ প্রকাশ করে তদন্তের আশ্বাস দিয়েছেন৷

মার্কিন বাহিনীর চিনুক হেলিকপ্টারছবি: AP

ন্যাটোর জঙ্গি হেলিকপ্টারগুলোর হামলায় পাকিস্তানি সেনাবাহিনীর কমপক্ষে ২৩ জন সেনা নিহত হয়েছে৷ তবে একাধিক বার্তা সংস্থা নিহতের সংখ্যা আরও বেশি বলে জানিয়েছে৷ জানা গেছে, পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের একটি সামরিক চেকপোস্ট লক্ষ্য করে ন্যাটোর জঙ্গি হেলিকপ্টারগুলো ব্যাপক হামলা চালায়৷ সীমান্তবর্তী মোহমান্দ জেলার বাইজাইতে এই চেকপোস্টটি অবস্থিত৷ ওই জায়গাটিতে আল কায়েদা সন্ত্রাসীদের অভয়ারণ্য রয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে অনেক আগেই জানানো হয়েছিল৷ হামলার বিস্তারিত অবশ্য কোন পক্ষ থেকেই এখন পর্যন্ত জানানো হয়নি৷

এই ঘটনার পরপরই পাকিস্তান ন্যাটোর রসদ সরবরাহের রাস্তা বন্ধ করে দিয়েছে৷ এই পথ ধরে ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা বাহিনী আইসাফের রসদ পাঠানো হয়৷ পাকিস্তানি প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে এই ঘটনা ন্যাটো এবং যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে৷ আফগানিস্তানে মার্কিন হামলা শুরুর পর গত এক দশকে এটাই সবচেয়ে ভয়াবহ হামলা পাকিস্তানি বাহিনীর ওপর৷ গত বেশ কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্কে টানাপোড়েন চলছে৷

পাকিস্তানে মার্কিন বিরোধী জনমত এখন চরমে উঠেছেছবি: AP

এদিকে এই ঘটনা নিয়ে তদন্তের কথা জানিয়েছে ন্যাটো৷ আফগানিস্তানে নিযুক্ত ন্যাটোর মার্কিন কমান্ডার জেনারেল জন অ্যালেন এই ঘটনায় হতাহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন৷ তিনি এই ঘটনার কারণ খুঁজে বের করার জন্য তদন্তের আশ্বাস দিয়েছেন৷ শনিবার আইসাফের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলে হয়েছে, পাকিস্তানের সঙ্গে নিরাপত্তা সম্পর্ক ধরে রাখতে চায় আইসাফ৷

পাকিস্তানি সেনাদের ওপর ন্যাটোর এই হামলা সেদেশে আবারও মার্কিন বিরোধী মনোভাব চাঙ্গা করে তুললো৷ দেশটির তথ্য মন্ত্রী ফিরদাউস আশিক বলেন, ন্যাটো আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে৷ পাকিস্তানি সমাজ এটা সহ্য করতে পারে না৷ উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসেও ন্যাটোর হামলায় তিন পাকিস্তানি সেনা নিহত হয়৷ সেই সময় পাকিস্তান ন্যাটোর রসদ সরবরাহের পথ বন্ধ করে দেয়৷ ওই ঘটনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিক ক্ষমা চায় পাকিস্তানের কাছে৷ এরপর এগারো দিন পর সেই পথ খুলে দেয় পাকিস্তানি কর্তৃপক্ষ৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ