1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানের করাচিতে বন্দুকধারীদের হামলা

Sanjiv Burman২৯ জুন ২০২০

সোমবার করাচি স্টক এক্সচেঞ্জে হামলা চালিয়েছে একদল বন্দুকধারী৷ এই ঘটনায় হামলাকারীদের চারজনই নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷

Pakistan Karatschi | Angriff auf die Börse
ছবি: Reuters/A. Soomro

পাশাপাশি একজন সহকারি পুলিশ কর্মকর্তা, চারজন নিরাপত্তারক্ষী ও একজন নিরস্ত্র নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা শারজিল খাড়াল৷ ‘‘নিরাপত্তা বাহিনীর হাতে সন্ত্রাসীদের চারজনই নিহত হয়েছে,’’ বলেন তিনি৷ এর আগে করাচি পুলিশ প্রধান গোলাম নবী মেমন বলেছেন, ‘‘হামলাকারীদের চারজন নিহত হয়েছে, রুপালি রংয়ের করোলা কারে করে তারা এসেছিল৷’’

ভবনটির অবস্থান করাচির উচ্চ নিরাপত্তা অঞ্চলে৷ কেন্দ্রীয় ব্যাংকসহ বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকেরও প্রধান কার্যালয় রয়েছে সেখানে৷ স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সকাল দশটার দিকে হামলার ঘটনাটি ঘটে৷ হামলাকারীরা ভবনের বাইরে থেকে প্রথমে গ্রেনেড এবং পরে গুলি ছুঁড়তে শুরু করে৷ রিজওয়ান আহমেদ নামে একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তারা স্টক এক্সচেঞ্জের প্রবেশমুখে গুলি চালিয়ে নিচ তলায় ঢুকে পড়ে৷ তবে মূল কমপাউন্ডে তারা প্রবেশ করতে পারেনি বলে এআরওয়াই নিউজকে জানিয়েছেন, পাকিস্তান স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ফাররুখ খান৷

ছবি: Imago Images/ZUMA Press/PPI

তাদের প্রতিবেদন অনুযায়ী, হামলার সময় ভবনটিতে বিনিয়োগকারী ও স্টক এক্সচেঞ্জের কর্মীসহ এক হাজারের বেশি মানুষ ছিলেন৷

এই ঘটনায় তিন পুলিশ সদস্যসহ আরো সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছেন শারজিল খাড়াল৷

পুলিশের বিশেষ বাহিনী ভবনটি ঘিরে রেখেছে৷

এফএস/জেডএইচ (ডিপিএ, এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ