1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানের কাছে ক্ষতিপূরণ চাইলো বাংলাদেশ

৩ নভেম্বর ২০১০

নারী উত্ত্যক্ততা রোধে উচ্চ সতর্কতা জারির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট৷ এদিকে, স্বাধীনতার চার দশকের মাথায় পাকিস্তানের কাছে ক্ষতিপূরণ চাইলো বাংলাদেশ৷ আরো রয়েছে চট্টগ্রামে যুবলীগের তাণ্ডব নিয়ে প্রতিবেদন৷

ফাইল ফটোছবি: AP

ইভ টিজিং নিয়ে উচ্চ সতর্কতা

‘হাইকোর্টের ‘হাই অ্যালার্ট'' - শিরোনাম করেছে দৈনিক সমকাল৷ নারী উত্ত্যক্তের ঘটনা প্রতিরোধে উচ্চ সতর্কতা জারি করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট৷ একইসঙ্গে উত্ত্যক্তের অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ অপরাধের শিকার নারীদের সুরক্ষার ব্যবস্থা করতে বলা হয়েছে সরকারকে৷ একই বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, ‘উত্ত্যক্ততা প্রতিরোধে নীতিমালা নয় কেন: হাইকোর্ট'৷ উত্ত্যক্ততা প্রতিরোধে সরকারের প্রতি পাঁচ দফা নির্দেশনা জারি করেছে আদালত৷ এদিকে, দৈনিক কালেরকণ্ঠের শিরোনাম, ‘চোখের জলে রূপালী সমাহিত'৷ সিরাজগঞ্জে সোমবার রূপালীর সিঁথিতে জোর করে সিঁদুর পরিয়ে দেয় বখাটে সুশীল মণ্ডল৷ এরপর আত্মহত্যা করে রূপালী৷

পাকিস্তানের কাছে ক্ষতিপূরণ দাবি

দৈনিক প্রথম আলো সহ কয়েকটি দৈনিক দিয়েছে এই খবর৷ শিরোনাম, ‘পাকিস্তানের কাছে যুদ্ধের ক্ষতিপূরণ দাবি'৷ একাত্তরে গণহত্যা, নির্যাতন এবং ধ্বংসযজ্ঞের জন্য পাকিস্তানের কাছে এই ক্ষতিপূরণ দাবি করেছে বাংলাদেশ৷ ইসলামাবাদে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এই দাবি তোলেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস৷ ক্ষতিপূরণ নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে কোন মন্তব্য এখনো পাওয়া যায়নি৷ বলে রাখা ভালো, স্বাধীনতার চার দশকের মাথায় এই প্রথম পাকিস্তানের কাছে আনুষ্ঠানিক ক্ষতিপূরণ দাবি করলো বাংলাদেশ৷ এই বিষয়ে দৈনিক ইত্তেফাকের শিরোনাম, ‘পাকিস্তানের কাছে ক্ষতিপূরণ চাইলো বাংলাদেশ'৷

চট্টগ্রামে মেয়রকে অবরুদ্ধ

দৈনিক যুগান্তরের শিরোনাম, ‘চট্টগ্রামের মেয়র অবরুদ্ধ, যুব ও ছাত্রলীগের তাণ্ডব'৷ অবৈধ বিলবোর্ড অপসারণ করায় বিরোধের শুরু৷ মঙ্গলবার বিকেলে যুবলীগের নেতাকর্মীরা মেয়রের কার্যালয়ে জোরপূর্বক প্রবেশ করে এবং মেয়র এম মনজুর আলমকে দু'ঘন্টা ঘিরে রাখে৷ এই বিষয়ে দৈনিক সমকাল জানাচ্ছে, ‘চসিকে ছাত্র ও যুবলীগ ক্যাডারদের হামলা, আহত ৬'৷

জমি নিয়ে গুঞ্জন

‘তামিমের জমি পাওয়া নিয়ে প্রশ্ন'৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ী দলে তামিম ইকবাল না থাকলেও প্রধানমন্ত্রী ঘোষিত পুরস্কারের জমি পাচ্ছেন তিনি৷ কিন্তু সেই দলে না থাকা অন্য কেউ এমনটা পাচ্ছেন না৷ বঞ্চিত ক্রিকেটারদের মাঝে গুঞ্জন উঠেছে এই নিয়ে৷ দৈনিক কালের কণ্ঠের খবর এটি৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ