1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোয়েটায় বোমা হামলা

১৭ ফেব্রুয়ারি ২০১৩

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার শিয়া অধ্যুষিত হাজারা এলাকায় বোমা হামলায় ৮১ জন নিহত হয়েছেন৷

ছবি: Reuters

শনিবার সন্ধ্যায় চালানো এই হামলার দায়িত্ব স্বীকার করেছে সুন্নি জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-জঙভী বা এলইজে৷ গোষ্ঠীটি এই বছরই আরও দুবার কোয়েটায় শিয়াদের উপর হামলা করেছে৷

জানুয়ারি মাসের ১০ তারিখে কোয়েটা শহরের একটি স্নুকার ক্লাবে চালানো হামলায় নিহত হন ৯২ জন৷ এরপর ফেব্রুয়ারি মাসের প্রথম দিন দেশটির উত্তরপশ্চিমের একটি শিয়া মসজিদে হামলায় ২৪ জন নিহত হয়েছিলেন৷

ফলে এ বছর এখন পর্যন্ত প্রায় ২০০ জন শিয়া নিহত হলেন৷ অথচ গত এক বছরে নিহতের সংখ্যা ছিল প্রায় ৪০০ জন৷

গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যর্থতার জন্যই শনিবার সন্ধ্যায় এই হামলা হয়েছে বলে মন্তব্য করেছেন বেলুচিস্তান প্রদেশের গভর্নর জুলফিকার মাগসি৷

এদিকে, হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শিয়ারা৷ লাহোরে প্রায় দেড় হাজার শিয়া সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে রাস্তায় বিক্ষোভ করেছেন৷ সমাবেশ হয়েছে মুলতান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রধান শহর মুজাফ্ফরাবাদেও৷

এসব বিক্ষোভ সমাবেশ থেকে কোয়েটার নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী মোতায়েনের দাবি জানানো হয়েছে৷ কোয়েটার হাজারা ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান আজিজুল্লাহ হাজার হত্যাকারীদের ধরতে অভিযান চালাতে প্রাদেশিক সরকারকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন৷

কোয়েটাতে বিগত ১১ই জানুয়ারির মারাত্মক বোমা হামলাছবি: AP

এদিকে, কোয়েটার শিয়াদের এক মুখপাত্র সৈয়দ কামার হায়দার জায়দি শিয়াদের নিরাপত্তা দিতে ব্যর্থতার জন্য পাকিস্তান সরকারের প্রতি নিন্দা জানিয়েছেন৷ এছাড়া তিনি নিহতদের স্মরণে তিন দিনের শোক পালনের আহ্বান জানিয়েছেন৷

সমালোচকরা বলছেন, কাশ্মীরে ভারতীয় বাহিনীর সঙ্গে লড়তে এক সময় পাকিস্তান সেনাবাহিনী এলইজে গোষ্ঠীকে সমর্থন জানিয়েছে৷ কিন্তু সেনাবাহিনী এখন আর তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না৷

উল্লেখ্য, পাকিস্তানের ১৮ কোটি জনগণের প্রায় এক পঞ্চমাংশ শিয়া ধর্মাবলম্বী৷

তালেবানের একের পর এক হামলা সামাল দিতে ব্যর্থ যুক্তরাষ্ট্রের আশীর্বাদপুষ্ট পাকিস্তান সরকার এবার জাতিগত সন্ত্রাসী কার্যক্রম ঠেকাতেও অসফলতা দেখাচ্ছে৷

গোয়েন্দাদের ধারণা, এলইজে'র মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলো এভাবে হামলা চালিয়ে দেশকে অস্থির করে তুলতে চায়৷

জেডএইচ / এসি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ