পাকিস্তানে করাচি থেকে লাহোরগামী একটি ট্রেনে বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ৭৪জন৷ বিস্ফোরণের সূত্র রান্নার চুলা থেকে লাগা আগুন৷
বিজ্ঞাপন
‘তেজগাম' পাকিস্তানের অন্যতম জনপ্রিয় ট্রেন৷ বৃহস্পতিবার সেই ট্রেনটি লাহোরের উদ্দেশ্যে রওয়ানা দেয়৷ সেখানে একটি ধর্মীয় উৎসবে যোগদান করতে যাচ্ছিলেন যাত্রীরা৷ সেই ট্রেনেই একটি বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ৭৪জন৷ পুলিশসূত্র বলছে, বাড়তে পারে মৃতের সংখ্যা৷
তেজগামসহ পাকিস্তানের যাত্রীবাহী ট্রেনে কোনো ধরনের দাহ্য পদার্থ বহন করা নিষেধ৷ এছাড়া, ট্রেনের ভেতর আগুন ধরানোও নিষেধ৷ তবুও নিরাপত্তাবিধি উপেক্ষা করে ট্রেনে দু'টি সিলিন্ডার নিয়ে ওঠেন একদল যাত্রী৷ শুধু তাই নয়, সকালের নাস্তা বানানোর জন্য বৃহস্পতিবার সকালে সেই সিলিন্ডারের সাহায্যে একটি চুলা ধরান তারা৷ সেই চুলা থেকে আগুন চলকে সিলিন্ডারের গায়ে লাগলে সেটি ফেটে যায়৷ ট্রেনের তিনটি কামরা মুহূর্তে উড়ে যায়, আগুন ছড়িয়ে পড়ে ট্রেনের বাকি অংশেও৷ প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, প্রাণে বাঁচতে চলন্ত ট্রেন থেকে লাফ দেন অনেকে৷ তার মধ্যে বেশ কিছু মানুষের গায়ে ততক্ষণে আগুন ধরে গেছে৷ ঘটনায় আহত হন শতাধিক ব্যক্তি৷ কোনো ধরনের চোট ছাড়া প্রাণে বাঁচতে সক্ষম হয়েছেন হাতেগোনা কয়েক জন৷
সেনাবাহিনী ও দমকল বিভাগের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়৷ আহতদের নিকটবর্তী বাহাওয়ালপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷
পাকিস্তান রেলওয়ের কর্মকর্তা আলি নওয়াজ জানান, উড়ে যাওয়া তিনটি কামরার মধ্যে দুটি ছিল ইকোনোমি ক্লাসের৷ অন্যটি ছিল বিজনেস ক্লাসের৷ সেই ট্রেনে ছিলেন দুশ’র বেশি যাত্রী ৷ ৭৪টি মৃতদেহ শনাক্ত করা গেলেও বাকি মৃতদেহ এখনও শনাক্ত করা যায়নি৷
চলতি বছরেই পাকিস্তানে দ্বিতীয় রেল দুর্ঘটনা এটি৷ এর আগে জুলাই মাসে একটি ঘটনায় মারা যান ২৩ জন৷
পাকিস্তানের ট্রেনে যেভাবে আগুন লাগে
পাকিস্তানের পাঞ্জাবে একটি ট্রেনে আগুন লেগে অন্তত ৭১ ব্যক্তি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন৷ নিহতের সংখ্যা আরো বাড়তে পারে৷ নেহাত নির্বুদ্ধিতা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে জানা গেছে৷
ছবি: Reuters TV/A. Bhawalpuri
তিন বগিতে আগুন, নিহত অনেক
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের দক্ষিণে রহিম ইয়ার খান জেলায় বৃহস্পতিবার একটি ট্রেনে আগুন লাগলে অন্তত ৭১ ব্যক্তি নিহত এবং বেশ কয়েকজন আহত হন৷ করাচিতে থেকে রাওয়ালপিন্ডিগামী ট্রেনটির তিনটি বগি মুহূর্তেই আগুনে পুড়ে যায়৷
ছবি: Reuters TV/A. Bhawalpuri
যেভাবে আগুনের সূত্রপাত
স্থানীয় গণমাধ্যম জানাচ্ছে, ট্রেনের মধ্যে চুলা জ্বালিয়ে সকালের নাস্তা তৈরি করছিলেন কিছু যাত্রী৷ এসময় তাদের দু’টি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে৷
ছবি: Reuters
ট্রেনে রান্না নিষিদ্ধ
পাকিস্তানে লম্বাপথের ট্রেনযাত্রীদের মধ্যে নিজেরাই চুলা জ্বালিয়ে রান্না করার প্রবণতা রয়েছে৷ তবে, এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্যাপার৷ এবং নিষিদ্ধ৷
ছবি: Reuters TV/A. Bhawalpuri
ট্রেনে ছিলেন তাবলীগ জামাতের অনেক লোক
আগুন লাগা ট্রেনটির যাত্রীদের মধ্যে অনেক তাবলীগ জামাতের লোক ছিলেন৷ তারা লাহোরে একটি ধর্মীয় সমাবেশে যাচ্ছিলেন৷ হতাহতদের মধ্যে তাদের অনেকে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে৷
ছবি: Getty Images/AFP
লাফিয়ে নামতে গিয়ে মৃত্য
আগুন লাগার পর চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে কিছু যাত্রী প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম৷ নিহতদের বিস্তারিত পরিচয় এখনো জানা না গেলেও তাদের অধিকাংশই সিন্ধু প্রদেশের বলে ধারণা করা হচ্ছে৷
ছবি: Reuters/Jawedasrar Siddiqui
‘সবচেয়ে জনপ্রিয়’ ট্রেন সেবা
যে ট্রেনটি দুর্ঘটনার শিকার হয়েছে সেটি পাকিস্তানের সবচেয়ে পুরনো ও সবচেয়ে জনপ্রিয় ট্রেন সেবাদাতা প্রতিষ্ঠান ‘তেজগামের’ একটি ট্রেন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ইয়াসমিন রশীদ৷ দুর্ঘটনার কারণ সনাক্তে তদন্তেরও নির্দেশ দিয়েছেন তিনি৷
ছবি: picture-alliance/AA/M. Bilal
মাঝেমাঝেই ঘটে দুর্ঘটনা
উল্লেখ্য, পাকিস্তানে মাঝেমাঝেই দুর্ঘটনায় অনেক প্রাণহানি ঘটে৷ ২০১৭ সালে পাঞ্জাবে একটি তেলের ট্যাংকার বিস্ফোরণে দুইশোর বেশি মানুষ প্রাণ হারায়৷