পাকিস্তানে হিজড়াদের মধ্যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মডেল ও অভিনেত্রী রিমাল আলী৷ দেশের প্রথম হিজড়া মডেল হিসেবে মিউজিক ভিডিওতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি৷
বিজ্ঞাপন
‘নাউ দিস’ রিমালের উপর ভিত্তি করে একটি ভিডিও নির্মাণ করেছে৷ সেখানে তার মিউজিক ভিডিওর কিছু দৃশ্য এবং তার সাক্ষাৎকার রয়েছে৷ সাক্ষাৎকারে রিমাল বলেন, ‘‘পুরুষ, নারী, না হিজড়া- লিঙ্গ দিয়ে কেউ যেন আমাকে বিচার না করে৷’’ পাকিস্তানের গণমাধ্যমে হিজড়া সম্প্রদায়ের প্রতি কোনো ইতিবাচক ধারণা দেয়া হয় না৷ এর পরিবর্তন করতে চান রিমাল৷ তিনি বলেন, ‘‘আমার লিঙ্গ কী সেজন্য কিন্তু আমাকে মিউজিক ভিডিওগুলোতে সুযোগ দেয়া হয়নি, আমার যোগ্যতার কারণেই আমি কাজ পেয়েছি৷ আমিএকজন শিল্পী এবং আমি বিভিন্ন চরিত্রে অভিনয় করতে পছন্দ করি৷ মডেলিং, টিভি নাটক, যে কোনো সুযোগ দিলেই আমি আমার যোগ্যতা প্রমাণ করতে পারব বলে আত্মবিশ্বাস রয়েছে৷’’
তবে কাজ করতে গিয়ে মিডিয়া জগতে বহুবার বৈষম্যের শিকার হতে হয়েছে তাঁকে৷ অনেক বাধা-বিপত্তির মধ্য দিয়ে যেতে হয়েছে৷ অনেক সময় সমঝোতা না হওয়ায় ভালো অনেক কাজ হাতছাড়া হয়েছে৷ অনেক নারী মডেল তাঁর সঙ্গে কাজ করতে সাচ্ছন্দ্য বোধ করতন না৷ রিমাল বলেন, ‘‘সাধারণ মানুষ ভেবেই নেয় কোনো নাটক বা সিনেমায় নায়িকার ভূমিকায় একজন নারীই অভিনয় করবে৷ অথচ উন্নত দেশে হিজড়াকে নারী হিসেবেই ধারণা করা হয়৷ বেশিরভাগ দেশেই তাঁদের পাসপোর্ট বা পরিচয়পত্রেও লিঙ্গ পরিচয় ‘নারী’ লেখা হয়৷ তাঁরা নারীর মতো কাজ করেন, বাঁচেন নারীর মতো৷ তাঁদের বিয়ে হয়, তাঁরা বাচ্চা নিতে পারেন৷ তাঁরা স্বাভাবিক জীবন যাপন করেন৷’’ তাই তিনি প্রশ্ন রেখেছেন ‘‘পাকিস্তানে কেন এটা সম্ভব নয়?’’ রিমাল জানালেন, ‘‘এখনও পরিবার হিজড়াদের গ্রহণ করে না৷ আর তাই তাঁরা পেশা হিসেবে যৌন কর্মকে বেছে নেন৷’’ রিমালের মতে, পরিবার যদি হিজড়া সন্তানকে গ্রহণ করে, তবে সমাজেও গ্রহণযোগ্যতা পাওয়া সহজ হবে৷
পাকিস্তানের হিজরারা নেচে ভয় কাটান
দিনের বেলা ওয়াসিম সেলফোনের সরঞ্জাম বেচেন৷ রাতে তিনি মহিলা সেজে বিভিন্ন পারিবারিক উৎসবে নাচেন৷ ওয়াসিম হলেন হিজরা, রক্ষণশীল পাকিস্তানে যা এক অনন্ত সংগ্রাম৷ আলোকচিত্রী মুহম্মদ মুহাইসেনের তোলা ছবি৷
ছবি: picture-alliance/AP/Muhammed Muheisen
নিশীথ নর্তকী
রাওয়ালপিন্ডি শহরে আঁধার নেমে এলে ওয়াসিমের মুজরা শুরু হয়৷ ২৭ বছর বয়সি ওয়াসিম নাচেন ‘‘হিজরা’’ হিসেবে, যাকে ‘তৃতীয় লিঙ্গ’ বলা হয়ে থাকে৷ পাকিস্তানে প্রায় আট লাখ হিজরা আছেন, বলে অনুমান৷ বিয়েশাদি এবং অন্যান্য উৎসবে নাচনেওয়ালি হিসেবে তাঁরা খুবই জনপ্রিয়, কেননা হিজরার নাচ মঙ্গল আনে বলে অনেকের বিশ্বাস৷ কিন্তু শুধুমাত্র সেখানেই হিজরারা গ্রহণযোগ্য৷
ছবি: picture-alliance/AP/Muhammed Muheisen
দিনের আলোয়
পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রে পুরুষদের মহিলাদের বেশ ধারণ করাটা আজও অবাঞ্ছনীয়৷ ওয়াসিম দিনের বেলা সেলফোনের সরঞ্জাম বিক্রি করেন৷ তাঁর সহকর্মী কিংবা বন্ধুবান্ধব ওয়াসিমের নিশীথ জীবন সম্পর্কে কিছুই জানেন না৷
ছবি: picture-alliance/AP Photo/M. Muheisen
ওয়াসিম হলেন রানি
ওয়াসিমের এই দ্বিমুখী জীবনের কারণ হলো: ‘‘নাচনেওয়ালি হিসেবে আমি বেশি রোজগার করি৷’’ বাস্তবিক যাঁরা হিজরা বলে পরিচিত, তাঁদের কাছে জীবন একটা অনন্ত সংগ্রাম৷ যে নর্তকী হিসেবে কাজ করতে পারেন না, তাঁর জন্য বাকি থাকে শুধু পতিতাবৃত্তি৷ সেই সঙ্গে নানা অপমান ও অপব্যবহার – যা ওয়াসিমও খুব ভালোভাবেই চেনেন৷
ছবি: picture-alliance/AP Photo/M. Muheisen
যখন একা
বহু ধর্মবিশ্বাসী মানুষ ‘‘না স্ত্রী, না পুরুষ’’ এই জীবদের ঘৃণা করেন৷ জঙ্গি ইসলামপন্থিরা প্রকাশ্যেই হিজরাদের বিরুদ্ধে বিষোদ্গীরণ করে থাকে৷ কাজেই হিজরারা থাকেন সঙ্গোপনে, নিজেদের মধ্যে৷ ‘‘আমি রাস্তায় বেরলে মানুষজন হাঁ করে থাকে’’, জানালেন ৪৩ বছর বয়সি বখতাওয়ার: ‘‘আমি যখন অন্য হিজরাদের সঙ্গে নাচি, শুধুমাত্র তখনই আমার নিজেকে নিরাপদ এবং সম্মানিত বলে মনে হয়৷’’
ছবি: picture-alliance/AP/Muhammed Muheisen
স্বপ্নে দেখা রাজকন্যা
মানুষের চোখ এড়ানোর জন্য হিজরারা শহরের অলিগলিতে আশ্রয় নিয়েছেন, এমনকি নিজেদের সহকর্মী ও পরিবারবর্গের কাছেও সত্তার মহাসত্যটি গোপন রাখেন তাঁরা৷ অথচ ২০১১ সালে পাকিস্তানের সর্বোচ্চ আদালত ‘তৃতীয় লিঙ্গ’-কে সরকারিভাবে স্বীকৃতি দিয়েছে৷ হিজরারা তাঁদের পাসপোর্টে লিখতে পারেন যে তাঁরা হিজরা; তাঁরা ভোট দিতে কিংবা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন এবং আর পাঁচজনের মতো কাজে যেতে পারেন৷
ছবি: picture-alliance/AP/Muhammed Muheisen
সমানাধিকারের দাবি
২০১৩ সালের সংসদীয় নির্বাচনে বিন্দিয়া রানার মতো প্রার্থীরা প্রথমবারের মতো অংশ নিতে পারেন (ছবিতে ডানদিকে)৷ নির্বাচনে জিততে না পারলেও, রানা সমানাধিকার এবং বৈষম্যের অন্ত ঘটানোর দাবিতে তাঁর বেসরকারি সংস্থা বা এনজিও-র কাজ চালিয়ে যাচ্ছেন: কেননা শুধু আইন করে পাকিস্তানের রক্ষণশীল সমাজের মনোভাব পরিবর্তন করা সম্ভব নয়৷
ছবি: picture-alliance/AP/Shakil Adil
টানাপোড়েন
আজও খুব কম মানুষই ৪৪ বছর বয়সি আমজাদের মতো সগর্বে বলতে পারেন: ‘‘নারী হিসেবে একমাত্র কাজ, যা আমি করতে পারি না, তা হল সন্তানের জন্ম দেওয়া৷’’
ছবি: picture-alliance/AP/Muhammed Muheisen
7 ছবি1 | 7
তিনি নিজের এই মডেলিং পেশাকে এক আশার প্রদীপ হিসেবে উল্লেখ করে বলেছেন, একটি প্রদীপ জ্বলেছে, এ থেকে হয়ত আরও অনেক প্রদীপ জ্বলবে৷
‘নাউ দিস’-এর ভিডিওটি ফেসবুকে ২ ফেব্রুয়ারি পোস্ট করার পর এ পর্যন্ত দেখা হয়েছে ৯ লাখ ৬৪ হাজার বার৷ শেয়ার হয়েছে অন্তত ৬ হাজার বার৷
পাকিস্তানে স্বল্পপরিচিত একটি ধর্মীয় সংগঠনের ৫০ জন আলেম গত বছরের জুন মাসে ফতোয়া জারি করেন৷ ফতোয়ায় বলা হয়, ইসলাম ধর্মানুযায়ী, যেসব হিজড়ার দেহে নারী বা পুরুষের শারীরিক বৈশিষ্ট্যের ‘দৃশ্যমান চিহ্ন’ দেখা যাবে, তাঁরা তাঁদের বিপরীত লিঙ্গের কাউকে বিয়ে করতে পারবেন৷ কিন্তু যাঁদের শরীরে উভয় লিঙ্গের ‘দৃশ্যমান চিহ্ন’ থাকবে তাঁরা বিয়ে করতে পারবেন না৷ এছাড়া ১৯ বছর পর এ বছরের মার্চে পাকিস্তানে যে আদমশুমারি হওয়ার কথা, তাতে তৃতীয় লিঙ্গ হিসেবে হিজড়াদের গণনা করার কথা বলা হয়েছে৷
এপিবি/এসিবি
প্রথমবারের মতো ট্রান্সজেন্ডার বা হিজড়া গণনা
পাকিস্তানের আদমশুমারিতে প্রথমবারের মতো দেশের ট্রান্সজেন্ডার বা হিজড়াদের গণনা করা হচ্ছে৷ এমন কয়েকটি দেশের কথা এখানে থাকছে, যারা মাত্র কয়েক বছর আগে আদমশুমারিতে তৃতীয় লিঙ্গ হিসেবে হিজড়াদের অন্তর্ভুক্ত করেছে৷
ছবি: Imago/Dean Pictures
ইতিহাসে প্রথম
দীর্ঘ ১৯ বছর পর চলতি বছরের মার্চে পাকিস্তানে জাতীয় আদমশুমারি অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ আর এ বছরই প্রথমবারের মতো সেখানে হিজড়াদের গণনা করা হবে৷ ৯ জানুয়ারি এক বৃহন্নলার আপিলের প্রেক্ষিতে পাকিস্তানের লাহোর হাইকোর্ট এ রায় দিয়েছেন৷ হাইকোর্ট পাকিস্তান সরকার এবং ন্যাশনাল ডাটাবেস অ্যান্ড রেজিস্ট্রেশন কর্তৃপক্ষকে এই রায় কার্যকরের নির্দেশ দিয়েছেন৷
ছবি: Imago/Dean Pictures
অধিকারের মামলা
ট্রান্সজেন্ডার ওয়াকার আলী গত বছরের নভেম্বরে আদালতে এই আবেদন পেশ করেন৷ যেখানে বলা হয়, পাকিস্তানের হিজড়া সম্প্রদায় তাদের সব ধরনের অধিকার থেকে বঞ্চিত৷ তাই ৬ষ্ঠ আদমশুমারিতে তাদের অন্তর্ভুক্ত করে হিজড়াদের অধিকার নিশ্চিত করার আবেদন জানিয়েছিলেন তিনি৷
ছবি: Urooj Raza
সঠিক সংখ্যা কত?
পাকিস্তানে ট্রান্সজেন্ডারদের সংখ্যা কত সে সম্পর্কে সঠিক কোনো তথ্য নেই৷ অ্যাডভোকেসি গ্রুপ ট্রান্স অ্যাকশনের জরিপ অনুযায়ী, ১৯ কোটি মানুষের দেশ পাকিস্তানে হিজড়াদের সংখ্যা ৫ লাখ৷ ২০১২ সালে পাকিস্তানের সুপ্রিম কোর্ট ট্রান্সজেন্ডারদের দেশের নাগরিক হিসেবে সমান অধিকার দেয়ার আদেশ দেন, সেখানে সম্পত্তিতেও সমানাধিকারের কথা বলা হয়েছে৷
ছবি: Getty Images/AFP/A. Hassan
বিশ্বে প্রথম নেপাল
২০১১ সালে বিশ্বে প্রথমবারের মতো কোনো একটি দেশে আদমশুমারিতে হিজড়াদের গণনা করা হয়, সে দেশটি নেপাল৷ প্রথমবারের মতো সেখানে তৃতীয় লিঙ্গ হিসেবে হিজড়াদের নিবন্ধিত করা হয়৷
ছবি: Getty Images/P. Mathema
ভারত
২০১১ সালেই ভারতেও আদমশুমারিতে হিজড়াদের অন্তর্ভুক্ত করা হয়, তবে তা নেপালের পরে৷
ছবি: AP
জার্মানি
জার্মানি প্রথম ইউরোপীয় দেশ, যেখানে ২০১৩ সালে তৃতীয় লিঙ্গকে স্বীকৃতি দেয়া হয়৷ কোনো শিশু যদি ট্রান্সজেন্ডার হয়, তবে বাবা-মা জন্ম সনদে তৃতীয় লিঙ্গ নির্বাচন করতে পারবেন৷
ছবি: Reuters
বাংলাদেশ
বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও ২০১৩ সাল থেকে তৃতীয় লিঙ্গ হিসেবে হিজড়াদের পাসপোর্টসহ আদমশুমারিতে অন্তর্ভুক্ত করেছে৷