1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে প্রথম জয় পেতে শ্রীলঙ্কার দরকার ২৭৮ রান

২৬ ফেব্রুয়ারি ২০১১

মিসবাহ উল হকের দায়িত্বপূর্ণ ইনিংসের কল্যাণে লংকান বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এর মুখেও মোটামুটি একটি ইনিংস দাঁড় করিয়েছে পাকিস্তান৷ নির্ধারিত ৫০ ওভার শেষে সাত উইকেটে ২৭৭ রানের ইনিংস ছুঁড়ে দিয়েছে স্বাগতিক শ্রীলংকার সামনে৷

পাকিস্তানের উইকেট পতনে শ্রীলঙ্কার উল্লাসছবি: picture alliance/dpa

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের গ্রুপ ‘এ' ম্যাচের এই খেলায় টসে জিতে ব্যাটের সিদ্ধান্ত নেন পাকিস্তানী অধিনায়ক শহিদ আফ্রিদী৷ ইনিংসের শুরু থেকেই পাকিস্তানী ব্যাটসম্যানরা বেশ সতর্কতার সঙ্গেই ব্যাট করছিলেন৷ ফলে দ্রুত কোন উইকেট পড়তে দেখা যায়নি৷ কিন্তু লংকান বোলাররাও ছিলেন বেশ হিসেবী৷ ফলে একদিকে পাকিস্তানের যেমন কোন উইকেট পড়তে দেখা যায়নি, তেমনি রান তোলার গতিতেও একটা লাগাম পড়িয়ে রাখতে পেরেছেন লংকান বোলাররা৷

পাকিস্তানের ইনিংস শেষ পর্যন্ত একটি ভালো জায়গায় দাঁড়াতে পেরেছে, কারণ মিসবাহ উল হক এবং ইউনুস খানের দায়িত্বশীল ব্যাটিং৷ ১০৫ রানে তৃতীয় উইকেটের পতনের পর এই দুই ব্যাটসম্যান ১০৮ রানের একটি জুটি গড়ে তোলেন৷ ইউনুস খান ৭৬ বলে ৭২ রান করে আউট হয়ে গেলেও শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন মিসবাহ৷ তিনি ৯১ বলে ৮৩ রান করেন৷ এই দুই ব্যাটসম্যানই বড় শট খেলার চেয়ে সিঙ্গেল নিয়ে রানের চাকা সচল রাখেন৷ ইনিংসের শেষের দিকে মিসবাহ আর শহীদ আফ্রিদি একটু ঝড় তোলার চেষ্টা করেন৷ শেষ পর্যন্ত ২৭৭ রান করতে সমর্থ হয় পাকিস্তান৷

অন্যদিকে লংকান পেসারদের চেয়ে স্পিনাররাই ছিলেন বেশি সফল৷ বরাবরের মত আজও শ্রীলংকার সবচেয়ে হিসেবী বোলার মুত্তিয়া মুরালিধরন৷ ১০ ওভারে মাত্র ৩৫ রান দিয়েছেন তিনি, একটি উইকেটও নিয়েছেন৷ অন্যদিকে পেরেরা এবং হেরাথ দুটি করে উইকেট নিয়েছেন৷ ম্যাথিউস নেন একটি উইকেট৷

উল্লেখ্য, বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত পাকিস্তান শ্রীলংকার কাছে কোন ম্যাচে হারেনি৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ