1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক শেষ?

৬ জানুয়ারি ২০১৬

বাংলাদেশের কূটনীতিক মৌসুমী রহমানকে ইসলামাবাদস্থ বাংলাদেশ দূতাবাস থেকে ফিরিয়ে নিতে বলেছে পাকিস্তান৷ তবে এর কোনো কারণ দেশটি জানাতে পারেনি বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম৷

USA Staatstrauer für Benazir Bhutto in Washington
ছবি: picture-alliance/dpa/S. Zaklin

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে কদিন আগে ঢাকা থেকে পাকিস্তানি কূটনীতিক ফারিনা আরশাদকে প্রত্যাহারের জের ধরে ইসলামাবাদ এই উদ্যোগ নিয়েছে বলে মনে করেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান৷ তিনি একে পাকিস্তানের ‘অপমানজনক ও ন্যক্কারজনক আচরণ' বলে মন্তব্য করেছেন৷

এদিকে, পাকিস্তানের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ফেসবুক ব্যবহারকারীরা৷ অনেকেই পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছেন৷ বাদুল গাজী লিখেছেন, ‘‘...পাল্টা পদক্ষেপ হিসাবে কোনো কারণ ছাড়াই বাংলাদেশের কূটনীতিক মৌসুমী রহমানকে বহিষ্কার করেছে পাকিস্তান৷ বাংলাদেশ সরকারের উচিত এখন পাকিস্তানের সাথে কূটনীতিক সম্পর্ক ছিন্ন করে পাকিস্তানের ঢাকাস্থ দূতাবাসের সকল পাকিদের বহিষ্কার করা৷'' তিনি ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ছিন্ন করার ঘটনা উল্লেখ করে বলেন, পাকিস্তানও ইরানের মতো একই অপরাধে অপরাধী৷ এছাড়া যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে পাকিস্তান ‘উল্টা-পাল্টা' বক্তব্য দিয়েছে বলেও ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন গাজী৷

নিজামীর মৃত্যুদণ্ড বহালের প্রতিক্রিয়া এখনো দেখা যায়নি পাকিস্তানেছবি: picture-alliance/epa/Abir Abdullah

সুলতান মির্জা মনে করেন,

বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার ইচ্ছা করলেই পাকিস্তানি কূটনীতিককে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে পারত৷ কিন্তু কেন তা করা হয়নি সে সম্পর্কে প্রশ্ন তোলা যেতে পারে বলে মনে করেন তিনি৷ মির্জা বলেন, ‘‘কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই পাকিস্তান বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ফেরত যেতে বলে এটাই প্রমাণ করলো, বাংলাদেশ সরকার এখন ইচ্ছা করলেই বাংলাদেশ থেকে পাকিস্তানের হাই কমিশনারকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিতে পারে৷''

ফাহিম আল মামুন মনে করছেন,

পাকিস্তানের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন থাকলে বাংলাদেশে জঙ্গি তৎপরতা ৯০ শতাংশ কমে যাবে৷

তবে আল আমিন খান বলেন, বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করে এমন পরিস্থিতি তৈরি করা উচিত যেন পাকিস্তানই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক না রাখার সিদ্ধান্ত নেয়৷ এর কারণ হিসেবে তিনি বলেন, ‘‘...আমাদের বুঝতে হবে আমরা এখন উদীয়মান অর্থনৈতিক শক্তির পথে যাত্রা শুরু করেছি৷ ঠিক এই কারণেই আমাদেরকে শত্রুভাবা শক্তিগুলো তাদের সব শক্তি দিয়েই আমাদের পেছনে লেগে আছে সুযোগের অপেক্ষায়৷ আমরা যদি এখন আমাদের পক্ষ থেকে পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছেদ করি তাহলে ওরা দারুণ একটা ইস্যু পাবে আমাদেরকে চেপে ধরতে এবং এই ইস্যু অনেকগুলি বিষয়কে কেন্দ্র করে আবর্তিত হবে নিশ্চিত৷''

তাই পাকিস্তান যেন সম্পর্ক শেষ করতে উদ্যোগী হয় সেজন্য তিনি বাংলাদেশে থাকা সকল পাকিস্তানি চরদের ফাঁসি দাবি করেছেন৷ এছাড়া বাংলাদেশে যারা পাকিস্তানের স্বার্থে কাজ করে যাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও পরামর্শ দেন তিনি৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ