বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান গণহত্যা চালানোর বিষয়টি অস্বীকার করেছে৷ এর প্রতিক্রিয়ায় দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছেন অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী৷
বিজ্ঞাপন
নুসরাত জাহান তানহা ফেসবুকে লিখেছেন, ‘‘পাকিস্তান সীমা লঙ্ঘন করছে৷ দেশটি তাদের চালানো গণহত্যাকে কোনো অপরাধই মনে করেনা৷ পাকিস্তানের সাথে সকল প্রকারের সম্পর্ক ছিন্ন করা উচিত৷ বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক খুব একটা গুরুত্ব বহন করে না৷ পাকিস্তানকে আমাদের কোনো প্রয়োজনই নেই৷ আমার মনে হয় এই ইস্যুতে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলা উচিত৷''
ফকরুল ইসলাম লিখেছেন, ‘‘বাংলাদেশ-পাকিস্তান ইস্যুতে সরকারকে এখনই পদক্ষেপ নিতে হবে৷ যাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি, তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন করা উচিত বলে আমি মনে করি৷ কারণ, পাকিস্তান যে-কোনো সময় বাংলাদেশের উপর প্রতিশোধ স্বরূপ বিষ দাঁত বসিয়ে দিতে পারে৷ ইতোমধ্যে আমরা বুঝতে পারছি পাকিস্তান স্বাধীনতার ৪৩ বছর পরও তাদের হেরে যাওয়া মেনে নিতে পারছে না৷''
কবির য়াহমদ জানিয়েছেন, ‘‘পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে আমার ব্যক্তিগত ‘ব্ল্যাংকচেক' সরকারকে দিয়ে দিতেও রাজি আছি৷''
টুইটারেও দাবির কথা জানিয়েছেন অনেকে৷ যেমন রেজাউল আলম ভুঁইঞা৷
একেএম ওয়াহিদুজ্জামান লিখেছেন, ‘‘...পাকিস্তান তো এই সুযোগ হাতছাড়া করার মতো সভ্য রাষ্ট্র না৷ যেখানে ২০০২ সালে তারা মুক্তিযুদ্ধের সময় কৃত অপরাধের জন্য দুঃখ প্রকাশ করেছিল, এখন মওকামত তারা চোখ উল্টে যুদ্ধাপরাধের পুরো দায়কেই অস্বীকার করে বসেছে!'' তিনি তাঁর ফেসবুক স্ট্যাটাসে মুক্তিযুদ্ধ পরবর্তী কয়েকটি ঘটনা উল্লেখ করে বলেন, শুরুতে যুদ্ধাপরাধের দায়ে পাকিস্তানিদের বিচার করতে চাইলেও ১৯৭৪ সালে পাকিস্তান সফরের পর সেই ইচ্ছা থেকে সরে আসেন শেখ মুজিবর রহমান৷ ‘‘... পাকিস্তানিদের ভালোবাসায় মুগ্ধ হয়ে শেখ মুজিব সব ভুলে গেলেন, ভুলে যেতে বললেন, ক্ষমা করে দিলেন এবং ভুট্টোকে সহযোগিতা করতে চাইলেন! উনার আগের বক্তব্যে ৩০ লক্ষ শহীদ আর ২লক্ষ নারীর সম্ভ্রমহানীর কথা আর তার মনে থাকলো না!'' ওয়াহিদুজ্জামান মনে করেন, সরকার রাজনীতির জন্য যুদ্ধাপরাধী ইস্যুকে বাঁচিয়ে রেখেছে কেবলমাত্র বিরোধী দলকে শায়েস্তা করার জন্য৷
সংকলন: জাহিদুল হক
সম্পাদনা: সঞ্জীব বর্মন
ভারতে মৌলবাদীদের পাকিস্তান বিরোধীতা
ভারত-পাকিস্তানের রাজনৈতিক বিরোধ দীর্ঘদিনের৷ চারটি যুদ্ধও হয়েছে দেশ দু’টির মধ্যে৷ তবে দু’দেশের দ্বন্দ্বকে রাজনীতিতেই সীমাবদ্ধ না রেখে তা সংস্কৃতি এবং খেলাধুলার অঙ্গনেও ছড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে হিন্দু মৌলবাদীরা৷
ছবি: Getty Images/AFP
ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচে বাধা
১৯৯৯ সালে ভারত সফরে এসেছিল পাকিস্তান৷ সেবার দু’দেশের ক্রিকেট ম্যাচ বানচাল করতে ফিরোজ শাহ কোটলার পিচ খুঁড়ে রেখেছিল হিন্দু মৌলবাদী দল শিব সেনা৷ তারপরও অবশ্য ম্যাচ হয়েছে৷ ২০০৬ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের জয়পুর এবং মোহালির দু’টি ম্যাচেরও বিরোধীতা করেছিল শিব সেনা৷ সেবারও অবশ্য নির্বিঘ্নেই ম্যাচ হয়েছে৷
ছবি: Fotolia/S.White
বীনা মালিক আর আলী সেলিমের পারফর্ম্যান্সেও আপত্তি
রিয়েলিটি শো ‘বিগ বস’-এর চতুর্থ আয়োজনে অংশ নিতে এসে পাকিস্তানের বীনা মালিক এবং আলী সেলিমও পড়েছিলেন শিব সেনার আপত্তির মুখে৷ অনুষ্ঠানের আয়োজকরা শুধু পাকিস্তানি হওয়াকে অপরাধ মেনে বীনা এবং সেলিমকে অবশ্য বাদ দেননি৷
ছবি: picture-alliance/dpa/C. Merey
কাবাডিতেও পাকিস্তানে আপত্তি
২০১৪ সালে পেশাদার কাবাডি লিগের কয়েকটি দল পাকিস্তানের খেলোয়াড় দলে রেখেছিল৷ টাকা খরচ করে তাদের খেলোয়াড় নিয়ে তাদের শেষ পর্যন্ত খেলানো যায়নি৷ সেবারও শিব সেনার আপত্তি এবং আপত্তির মুখে পাকিস্তানি খেলোয়াড়দের বসিয়ে রাখার সিদ্ধান্ত নিতে হয় দলগুলোকে৷
ছবি: imago/Xinhua
আতিফ আসলামের কনসার্ট হলো না
২০১৫ সালের ২৫শে এপ্রিল পুনেতে আতিফ আসলামের কনসার্ট হওয়ার কথা ছিল৷ শিব সেনার আপত্তির মুখে সেই কনসার্ট আর হয়নি৷
ছবি: Coke Studio
বন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পারলেন না গুলাম আলী
পাকিস্তানের গজল শিল্পী গুলাম আলী ভারতে তুমুল জনপ্রিয়৷ এ মাসেই প্রয়াত গজল শিল্পী জগজিৎ সিং-এর জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে মু্ম্বইতে আসার কথা ছিল তাঁর৷ শুধু পাকিস্তানি হওয়ার কারণে তাঁর ভারত আগমন নিয়েও আপত্তি তোলে শিবসেনা৷ গুলাম আলী তাই এবার আর প্রয়াত বন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতেও মুম্বই আসতে পারেননি৷
ছবি: Getty Images/AFP
পাকিস্তানির পাশে থাকায় ভারতীয়র মুখেই কালি
নিজের লেখা বইয়ের প্রকাশের অনুষ্ঠানে যোগ দিতে মুম্বই এসেছিলেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ কসুরি৷ অনুষ্ঠান হয়েছে, পুস্তকও প্রকাশিত হয়েছে৷ কিন্তু তাদের দাবি অনুযায়ী অনুষ্ঠান বাতিল না হওয়ায় অনুষ্ঠানে এসে সুধেন্দ্র কুলকার্নির মুখে কালি ছিটিয়ে দিয়েছে শিবসেনা সমর্থকরা৷ ভারতের সাবেক কূটনীতিক সুধেন্দ্র কুলকার্নির একমাত্র অপরাধ তিনি এক পাকিস্তানির বই প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷
ছবি: picture-alliance/dpa/S. Pilick
6 ছবি1 | 6
বন্ধুরা, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা নিয়ে আপনার অভিমত কী? জানান নীচের ঘরে৷