1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানের সেমিফাইনালে ওঠার অংক খুবই কঠিন

১০ নভেম্বর ২০২৩

বিশ্বকাপে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার রাস্তাটা খুবই কঠিন করে দিল নিউজিল্যান্ড।

আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে টস করছেন বাবর আজম।
ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে বাবর আজমের টসে জেতা খুবই গুরুত্বপূর্ণ। ছবি: R. Statish Babu/AFP/Getty Images

একদিনের বিশ্বকাপ ক্রিকেটে ভারতের বিরুদ্ধে কে খেলবে, পাকিস্তান কি পারবে, এই প্রশ্ন ঘিরেই এখন তোলপাড় ক্রিকেট বিশ্ব। আসলে পয়েন্টস তালিকায় চার নম্বর জায়গাটা নেয়ার দাবিদার তিনটি দেশ, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও পাকিস্তান। তবে নিউজিল্যান্ড রান রেটকে যে জায়গায় নিয়ে গেছে তাতে আফগানিস্তানের আশা নেই বললেই চলে। তাদের রান রেট মাইনাস শূন্য দশমিক ৩৩৮।

বৃহস্পতিবার বেঙ্গালুরুতে শ্রীলঙ্কাকে হরিয়েছে নিউজিল্যান্ড। আগে ব্যাট করে শ্রীলঙ্কা তোলে ১৭১ রান। তার জবাবে ২৩ দশমিক দুই ওভারে প্রয়োজনীয় ১৭২ রান তুলে নেয় নিউজিল্যান্ড। তারাই এখন চার নম্বরে আছে। 

নিউজিল্যান্ডকে সরিয়ে চার নম্বর জায়গাটা দখল করতে গেলে পাকিস্তানকে কঠিন কাজ করতে হবে। যদি পাকিস্তান প্রথমে ব্যাট করে তাহলে ইংল্যান্ডকে ২৮৭ রানে হারাতে হবে। অর্থাৎ, পাকিস্তান যদি ৩০০ রান তোলে, তাহলে ইংল্যান্ডকে ১৩ রানে বেঁধে রাখতে হবে। চারশ তুললে ১১৩ রানে। প্রথম ব্যাট করতে পারলে তাও তাদের আশা কিছুটা হলেও আছে।

বেঙ্গালুরুতে কেন উইলিয়ামসন শট মারছেন। তিনি অবশ্য ১৪ রানই করেছেন। ছবি: Aijaz Rahi/AP Photo/picture alliance

প্রথমে বল করলে সেই আশাটুকুও প্রায় থাকবে না। ইংল্যান্ডের রান মাত্র দুই দশমিক চার ওভারে করে ফেলতে হবে। নিউজিল্যান্ডের রান রেট এখন প্লাস শূন্য দশমিক ৭৪৩, আর পাকিস্তানের প্লাস শূন্য দশমিক  ০৩৬।

ফলে নিউজিল্যান্ডের জয়ের খবর পেয়ে অধিনায়ক বাবর আজম যদি টস প্র্যাকটিস করতে শুরু করেন, তাহলে অবাক হওয়ার কিছু নেই। টসে জিততে না পারলে তাদের সেমিফাইনালে যাওয়ার আশা আরো কমবে।

নিউজিল্যান্ডের জয়

সোমিফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে শ্রীলঙ্কাকে হারাতেই হত নিউজিল্যান্ডকে, সেটাও দ্রুত রান তুলে বা বড় ব্যবধানে।

বেঙ্গালুরুতে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা ছিল প্রবল। কিন্তু নিউজিল্যান্ড বল করা শুরু করতেই রোদ উঠে গেল। তাতে বাবর আজমরা যতই উদ্বিগ্ন হোন না কেন, নিউজিল্যান্ডের সমর্থকদের মুখে হাসি ফুটল। আর সেই সুয়োগের সদ্ব্যবহার করলেন বোল্ট, রবীন্দ্র, স্যান্টনার, ফার্গুসনরা। বোল্ট তিন উইকেট নিলেন। বাকিরা দুইটি করে।

চার মারলেন রাচিন রবীন্দ্র। ছবি: Aijaz Rahi/AP Photo/picture alliance

এমনিতেই একের পর এক হেরে শ্রীলঙ্কার এই টিমের মোটিভেশন বিশেষ নেই। তার উপর নিউজিল্য়ান্ড একেবারে পরিকল্পনামাফিক খেললো। ব্যাট করতে এসে দ্রুত রান তোলায় মন দিল। মাত্র ২৩ দশমিক দুই ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় তারা।

এবার তাদের অপেক্ষা করার পালা। ইডেনে পাকিস্তান ও ইংল্যান্ডের ম্যাচের ফলের অপেক্ষা। পাকিস্তান অতিমানবীয় পারফরম্যান্স করতে পারে কিনা তা দেখার অপেক্ষা।

জিএইচ/এসজি

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ