1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিপাকিস্তান

পাকিস্তানে আটক হওয়ার আতঙ্কে আফগানরা

১ নভেম্বর ২০২৩

পাকিস্তানে থাকা প্রায় ১৭ লাখ আফগানকে নিজ দেশে ফেরত যেতে বলেছে পাকিস্তান সরকার৷ ১ অক্টোবর তাদেরকে নিজ দেশে ফেরত যাওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল৷

Pakistan | Afghanen müssen das Land verlassen
পাকিস্তান সরকারের নির্দেশনার পর অনেক আফগান পাকিস্তান ত্যাগ করা শুরু করেছে৷ ছবি: Wakil Kohsar/AFP/Getty Images

পুলিশের হাতে আটক হয়ে দেশে ফেরত যাওয়ার হুমকিতে পাকিস্তানে অবস্থানরত প্রায় ১৭ লাখ আফগান৷ এই আফগানদেরকে নিজ দেশে ফেরত যাওয়ার জন্য ১ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছির পাকিস্তান সরকার৷ সময়সীমা পার হয়ে যাওয়ায় পর পাকিস্তান পুলিশের হাতে আটকের হুমকিতে তারা৷ ধারণা করা হচ্ছে, আটক করে জোসরপূর্বক এসকল আফগানকে দেশে পেরত পাঠানো হতে পারে৷   

পাকিস্তান সরকারের দাবি, দেশটির সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা ধরে রাখতে এই আফগানদের দেশে ফেরত পাঠানো জরুরি৷ দেশটিতে সম্প্রতি সন্ত্রাসী হামলার ঘটনা বাড়ছে৷ পাকিস্তানের দাবি, আফগানিস্তান থেকে সন্ত্রাসীরা এমন হামলা পরিচালনা করছে৷

আর পাকিস্তান সরকারের এমন কার্যক্রমের নিন্দা জানিয়েছে আফগানিস্তানে ক্ষমতায় থাকা তালেবান৷    

এদিকে পাকিস্তান সরকার বলছে, এই পদক্ষেপ মূলত দেশটিতে থাকা নথিবিহীন অভিবাসীদের বিরুদ্ধে চালানো হচ্ছে৷ তবে এর প্রভাব পড়ছে মূলত দেশটিতে থাকা আফগানদের উপর৷

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বুধবার দেশের বিভিন্ন জায়গায় আশ্রয়কেন্দ্র খোলা শুরু করে পাকিস্তান সরকার৷ ধারণা করা হচ্ছে, আফগানদের আটকের পর দেশে ফেরত পাঠানোর আগে এসকল আশ্রয়কেন্দ্রে রাখা হতে পারে৷ 

অক্টোবর মাসের শুরুতে আফগানদের দেশে ফেরত যেতে বলা হয়৷ পাকিস্তান সরকারের এমন নির্দেশনার পর এখন পর্যন্ত এক লাখ ৩০ হাজার আফগান পাকিস্তান ত্যাগ করেছে৷

সামাজিকমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সরফ্রাজ বুগতি বলেন, ‘‘আজ আমরা ৬৪ জন আফগানকে বিদায় জনিয়েছি৷''

এটি হলো নথিবিহীন অভিবাসীদের ফেরত পাঠাতে পাকিস্তান সরকারের যে উদ্যোগ তার উদাহরণ, জানান তিনি৷   

সময় চাইছে তালেবান

আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তান সরকারের এভাবে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার সমালোচনা করেছে৷ বিষযটিকে ‘নিষ্ঠুর ও বর্বর' বলে মন্তব্য তাদের৷

তাছাড়া পাকিস্তান সরকারকে আফগানদের দেশে ফেরত যেতে আরো সময় দেওয়ার আহ্বান জানায় তালেবান৷

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের দাবি, আফগানদের দেশে ফেরত পাঠাতে হুমকি, নির্যাতন এবং আটক করছে পাকিস্তান সরকার৷

 আরআর/এসিবি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ