1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অপরাধপাকিস্তান

পাকিস্তানে আত্মঘাতী হামলায় অন্তত ১৬ জন সেনা নিহত

২৮ জুন ২০২৫

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আত্মঘাতী হামলায় ১৬ জন সেনাসদস্য নিহত হয়েছেন। পাকিস্তানি তালেবানের একটি অংশ এই হামলার দায় স্বীকার করেছে।

পাকিস্তানের পেশাওয়ারে পুলিশের গাড়িতে বোমা হামলার ঘটনাস্থল তদন্ত করছে নিরাপত্তা বাহিনী (২০২৪ সালের ছবি)
পাকিস্তানের আফগান সীমান্তবর্তী অঞ্চলে সহিংসতা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে (ফাইল ছবি)ছবি: Hussain Ali/ZUMA PRESS/picture alliance

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে খাইবার পাখতুনখোয়া প্রদেশে এই হামলায় আরো ২৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জন সেনা সদস্য এবং ১৯ জন বেসামরিক নাগরিক রয়েছেন।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার এক সরকারি কর্মকর্তা বলেছেন, "একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে একটি সামরিক কনভয়ে ঢুকে পড়ে।"

এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, বিস্ফোরণের ফলে দুটি বাড়ির ছাদও ধসে পড়েছে। এর ফলে ছয় শিশু আহত হয়েছে।

এএফপি জানিয়েছে, সশস্ত্র গোষ্ঠী হাফিজ গুল বাহাদুরের আত্মঘাতী হামলাকারী শাখা এই হামলার দায় স্বীকার করেছে। এই গোষ্ঠীটি পাকিস্তানি তালেবানের সঙ্গে সংশ্লিষ্ট।

২০২১ সালে কাবুলে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে পাকিস্তানের আফগান সীমান্তবর্তী অঞ্চলে সহিংসতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

এডিকে/জেডএ (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ