1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘পাকিস্তানে আবার জঙ্গি পেলে লাদেনের মতই মারব’ - ওবামা

২২ মে ২০১১

পাকিস্তানের সঙ্গে যতই সম্পর্কের টানাপোড়েন হোক, সেদেশে আবারও জঙ্গির সন্ধান পেলে লাদেনের মতই একই কায়দায় তাকেও খতম করবে অ্যামেরিকা৷ বললেন ওবামা৷ ইউরোপ সফরের আগে এক সাক্ষাৎকারে তাঁর এই মন্তব্য শোনা গেল৷

ছবি: AP

পাকিস্তানের রাজধানী অ্যাবটাবাদে আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনের ডেরায় ঢুকে তাকে হত্যা করার পর এই ঘটনা নিয়ে তোলপাড় হয়ে গেছে গোটা দুনিয়ায়৷ পাকিস্তানের মৌলবাদী গোষ্ঠীগুলি এই ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনায় মুখর৷ চাপে পড়েছে সেদেশের সরকারও৷ যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসলামাবাদের দ্বিপাক্ষিক সম্পর্কেও পড়েছে এই ঘটনার প্রভাব৷ কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ওবামা এসব কোন ছেঁদো কথায় কান দিচ্ছেন না৷ বরং সাফ বলেছেন, প্রয়োজনে এরকম অপারেশন তিনি আবার চালাবেন৷

অ্যাবটাবাদে লাদেন খতম অভিযান এই মুহূর্তে গোটা বিশ্বের সন্ত্রাসবাদীদের জন্যও বেশ মাথাব্যাথার উদাহরণ হয়ে উঠেছে৷ পাকিস্তান আফগানিস্তানে একের পর এক বদলা অভিযানের নামে জঙ্গি হামলা তার প্রমাণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

ইউরোপ সফরে যাওয়ার ঠিক আগে বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ওবামা আরও বলেছেন, পাকিস্তানের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করার কোনরকম লক্ষ্য তাঁর বা যুক্তরাষ্ট্রের নেই৷ সেদেশের সার্বভৌমত্বের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়েই ওবামার বক্তব্য, পাকিস্তানে আবার কোন জঙ্গিনেতা আত্মগোপন করেছে এমন খবর পাওয়ামাত্র দেরি না করে আবারও সেই বিশেষ অভিযান চালাতে নির্দেশ দেবেন তিনি৷ জঙ্গি তৎপরতা রুখতে পাকিস্তান কেন, বিশ্বের কোথাওই এ ধরণের উদ্যোগ নিতে দ্বিধা করবে না অ্যামেরিকা৷

তবে পাকিস্তানের অভ্যন্তরে কিন্তু লাদেন হত্যাকাণ্ডের পর এ ধরণের অপারেশনের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন ক্রমশ আরও বাড়ছে৷ প্রশাসনিক শিথিলতা বা গোয়েন্দাবাহিনীর ব্যর্থতা, ঠিক কী কারণে লাদেনের মত এতবড় মাপের অপরাধী সেখানে আত্মগোপন করে এত বছর থাকতে পেরেছিল, তার কোন সঠিক জবাব এখনও দিতে পারেনি পাকিস্তান প্রশাসন৷ সে কারণে তাদের অস্বস্তির মাত্রা আরও বাড়িয়েছে দেশের অভ্যন্তরের এই প্রতিবাদ আন্দোলন৷ তার ওপর ওবামার এই চাঁচাছোলা মন্তব্য সেই কাটা ঘায়ে আরও কিছুটা নুনের ছিটে দেবে বলেই ধারণা বিশেষজ্ঞদের৷ যদিও ইসলামাবাদ থেকে এই মন্তব্যের কোন প্রতিক্রিয়া এখনও শোনা যায়নি৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ