পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান অঞ্চলে পরিবারের সম্মান রক্ষার নামে দুই কিশোরীকে হত্যা করা হয়েছে৷ নিহত কিশোরীদের দুই নিকটাত্মীয়কে গ্রেপ্তার করেছে পুলিশ৷
বিজ্ঞাপন
এক সময় জঙ্গি সংগঠন আল কায়েদার দাপট ছিল উত্তর ওয়াজিরিস্তান এলাকায়৷ সেখানেই ১৬ এবং ১৮ বছর বয়সি দুই কিশোরীকে হত্যা করা হয়৷ এক ব্যক্তির সঙ্গে একটি ভিডিওতে দেখা গিয়েছিল তাদের। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর পরিবারের সম্মানহানির দায়ে হত্যা করা হয় তাদের৷এক জনের বাবা এবং অন্য জনের ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ গ্রেপ্তারকৃতরা মেয়ে দুটিকে হত্যার কথা স্বীকার করেছেন৷
নিহত দুজনের সমবয়সি আরেক মেয়েও অংশ নিয়েছিল ভিডিওতে৷ তাকে উদ্ধার করলেও তিনি কোথায় আছেন সে বিষয়ে কিছু জানানো হয়নি। নিরাপত্তার স্বার্থে এ তথ্য প্রকাশ করছে না পুলিশ৷
ভিডিওতে অংশ নেয়া এবং ভিডিও ধারণ করা দুই ব্যক্তি ঘটনার পরই পালিয়েছিলেন৷ তাদেরও আটক করেছে পুলিশ৷
পাকিস্তানে ‘অনার কিলিং’, অর্থাৎ পরিবারের সম্মান রক্ষার নামে হত্যা প্রায় নিয়মিত ঘটনা৷ পাকিস্তানের মানবাধিকার সংস্থাগুলোর দাবি, প্রতিবছর সে দেশে এ কারণে প্রায় এক হাজার হত্যার ঘটনা ঘটে৷
এসিবি/কেএম (ডিপিএ)
২০১৮ সালের ৭ জুনের ছবিঘরটি দেখুন...
ভাইয়ের হাতে খুন হওয়া পাকিস্তানের সেই বিতর্কিত মডেল
পাকিস্তানে নিজের ভাইয়ের হাতে খুন হয়েছেন বিতর্কিত মডেল কন্যা কান্দিল বেলুচ৷ ‘অনার কিলিং’ এর শিকার এই নারী সেদেশের ইন্টারনেট জগতে আলোড়ন তুলেছিলেন খোলামেলা ছবি প্রকাশ করে৷
ছবি: Instagram/quandeel_baloch
ফেসবুকে ‘লজ্জাজনক’ ছবি দেয়ায় খুন!
পাকিস্তানের মুলতানে নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় মডেল কান্দিল বেলুচকে৷ তাঁর ভাই ওয়াসিম আজিম দাবি করেছে, ফেসবুকে ‘লজ্জাজনক’ ছবি প্রকাশ করায় পরিবারের সম্মান রক্ষার জন্য বোনকে খুন করেছেন তিনি৷
ছবি: Facebook/Qandeel Baloch via Reuters
ইন্টারনেটে আলোচিত কান্দিল বেলুচ
সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় এবং বিতর্কিত ছিলেন কান্দিল বেলুচ৷ রক্ষণশীল পরিবারে বেড়ে ওঠা এই মডেলের টুইটার অনুসারীর সংখ্যা পয়তাল্লিশ হাজারের বেশি এবং ফেসবুকে তা প্রায় আট লাখ৷
ছবি: Instagram/quandeel_baloch
পাকিস্তানের ‘কিম কার্দাশিয়ান’
বেলুচকে অনেকে তুলনা করতেন মার্কিন টিভি অভিনেত্রী কিম কার্দাশিয়ানের সঙ্গে৷ ছবি শেয়ার করার ওয়েবসাইট ইন্সটাগ্রামে কার্দাশিয়ানের মতো করে তোলা বেশ কিছু ছবি, ভিডিও শেয়ার করেছিলেন তিনি৷ ছবিগুলো বেশ খোলামেলা৷ এর আগে পাকিস্তানের কোনো মডেলকে এভাবে ছবি পোস্ট করতে দেখা যায়নি৷
ছবি: Instagram/quandeel_baloch
‘নগ্ন’ হওয়ার ঘোষণা
চলতি বছর টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে পাকিস্তান ভারতকে হারালে নগ্ন হয়ে নাচবেন বলে ঘোষণা দিয়ে তুমুল বিতর্কের জন্ম দিয়েছিলেন বেলুচ৷ পাকিস্তান ভারতের সঙ্গে হেরে যাওয়ায় নগ্ন না হতে পারার দুঃখে কাঁদার একটি ভিডিও প্রকাশ করেন ইউটিউবে৷ পাকিস্তানের তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় ছিলেন রক্ষণশীল পরিবারে বেড়ে ওঠা এই মডেল৷
ছবি: Instagram/quandeel_baloch
ইসলামের ‘কলঙ্ক’
তাঁর সঙ্গে সেলফি তুলে ধর্মীয় ও রাজনৈতিক সকল পদ হারান পাকিস্তানের মুফতি আবদুল কাভি৷ পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের নেতা এবং ধর্মগুরু হিসেবে পরিচিত কাভি-কে ইসলামের ‘কলঙ্ক’ হিসেবে আখ্যা দিয়েছিলেন বেলুচ, কেননা, তাঁর দাবি ছিল, টিভিতে ধর্মের কথা বললেও আড়ালে তাঁর সঙ্গে অনৈতিক কিছু করার ইঙ্গিত দিয়েছিলেন কাভি৷
ইন্টারনেটে সাহসিকতার নানা নমুনা রাখলেও ক্রমাগত বিতর্কের মাঝেই এক পর্যায়ে নিজের জীবন নিয়ে শঙ্কায় পড়ে যান কান্দিল বেলুচ৷ খুন হওয়ার কয়েক সপ্তাহ আগে তাই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীসহ কয়েকজনের কাছেই নিজের নিরাপত্তা দাবি করেছিলেন৷
ছবি: picture-alliance/Pacific Press/R.S. Hussain
শাস্তি হবে কি?
উল্লেখ্য, পাকিস্তানে প্রতিবছর গড়ে এক হাজারের মতো ‘অনার কিলিং’ এর ঘটনা ঘটে৷ এগুলোকে হত্যাকাণ্ড হিসেবেই বিবেচনা করে বিচারের ব্যবস্থা থাকলেও পাকিস্তানের আইনে পরিবার চাইলে হত্যাকারীকে ক্ষমা করে দেয়ার সুযোগ রয়েছে৷ আর এই সুযোগ নিয়ে অনেক সময় হত্যাকারী পার পেয়ে যায়৷