ইসলামাবাদ জানিয়েছে, এই উসকানিহীন সহিংসতার বলি হয়েছে দুইটি শিশু। ইরান জানিয়েছে, তারা সুন্নি জঙ্গি গোষ্ঠীকে টার্গেট করেছে।
বিজ্ঞাপন
ইরাক ও সিরিয়ার পর ইরানের এবার লক্ষ্য পাকিস্তান। ইরানের সরকারি মিডিয়া জানিয়েছে, বালুচিস্তানের জঙ্গি সংগঠন জৈশ আল-আদলের ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে।
তারা দাবি করেছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে আক্রমণ করা হয়েছিল। তাতে ওই জঙ্গি সংগঠনের দুইটি শিবির ধ্বংস হয়েছে।
পাকিস্তান যা বলেছে
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার কথা স্বীকার করেছে। তারা বলেছে, এটা হলো কোনোরকম উসকানিহীন সহিংসতা।
তারা জানিয়েছে, দুইটি শিশু মারা গেছে। তিনজন আহত হয়েছেন।
ইরানের প্রথম হাইপারসনিক মিসাইল, আর কার আছে?
ইরান মঙ্গলবার তাদের তৈরি প্রথম হাইপারসনিক মিসাইল দেখিয়েছে৷ এটি শব্দের গতির চেয়ে সর্বোচ্চ ১৫ গুণ বেশি গতিতে চলতে পারে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে৷
ছবি: IRNA
ইরানের প্রথম
ইরানের রেভুলিউশনারি গার্ডস মঙ্গলবার এক অনুষ্ঠানে ‘ফাত্তাহ’ নামে একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল প্রদর্শন করেছে৷ এটি শব্দের গতির চেয়ে সর্বোচ্চ ১৫ গুণ বেশি গতিতে চলতে পারে বলে দাবি করা হচ্ছে৷ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এই তথ্য দেয়া হয়েছে৷
ছবি: IRNA
প্রেসিডেন্টের প্রতিক্রিয়া
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ মিসাইল প্রদর্শনী অনুষ্ঠানের ছবি প্রকাশ করেছে৷ ইরানের প্রেসিডেন্ট এব্রাহিম রাইসি, রেভুলিউশনারি গার্ডসের প্রধান জেনারেল হোসেইন সালামিসহ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ নতুন মিসাইলের হাইপারসনিক গতির প্রশংসা করে ইরানের প্রেসিডেন্ট বলেন, এটি ইরানের ‘প্রতিরোধের শক্তি’ বাড়াবে এবং ‘অত্র অঞ্চলের দেশগুলোতে শান্তি ও স্থিতিশীলতা আনবে’৷
ছবি: IRGC/WANA
সক্ষমতা
আইআরএনএ বলছে, ফাত্তাহ ১,৪০০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম৷ এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে এর গতি শব্দের গতির চেয়ে ১৩ থেকে ১৫ গুণ বেশি উঠতে পারে৷
ছবি: IRGC/WANA
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে সক্ষম?
সাধারণ ব্যালিস্টিক মিসাইলের চেয়ে হাইপারসনিক মিসাইল একটু নীচ দিয়ে ওড়ে৷ সে কারণে এটি দ্রুত গন্তব্যে পৌঁছতে পারে৷ এছাড়া আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কর্তৃক আটকে যাওয়ার সুযোগও কম থাকে৷ রেভুলিউশনারি গার্ডসের এয়ারোস্পেস প্রধান জেনারেল আমির আলি হাজিজাদেহ (বামে) মনে করছেন, ফাত্তাহকে আটকানোর মতো প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে কয়েক দশক লেগে যেতে পারে৷
ছবি: IRGC/WANA
পরমাণু অস্ত্র বহন করতে পারে
কমগতির ব্যালিস্টিক মিসাইলের মতো হাইপারসনিক মিসাইল পরমাণু অস্ত্র বহন করতে পারে৷ এমন মিসাইল বানানোর কথা ইরান গত নভেম্বরে প্রথম জানিয়েছিল৷ সেইসময় উদ্বেগ প্রকাশ করেছিলেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি৷
ছবি: IRNA
ইসরায়েলের প্রতিক্রিয়া
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গালান্ট মঙ্গলবার বলেন, ‘‘শুনছি আমাদের শত্রুরা তাদের তৈরি অস্ত্র নিয়ে গর্ব করছে৷’’ তিনি বলেন, ‘‘আমাদের কাছে এর চেয়েও ভালো উত্তর আছে - স্থল, আকাশ কিংবা সমুদ্রে হোক, রক্ষণাত্মক ও আক্রমণাত্মক সব উপায়ই আছে৷’’ উল্লেখ্য, ইসরায়েলের কাছে সাবসনিক ও সুপারসনিক মিসাইল থামাতে সক্ষম কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে৷
ছবি: Maya Alleruzzo/AP/picture alliance
আর কার কাছে আছে?
উত্তর কোরিয়া গতবছর হাইপারসনিক মিসাইলের পরীক্ষা (ছবি) করেছিল৷ বর্তমানে রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে এমন মিসাইল আছে৷ ভারতও হাইপারসনিক মিসাইল তৈরিতে অনেকখানি এগিয়ে গেছে৷
ছবি: KCNA/KNS/AFP
ইউক্রেনে হাইপারসনিক মিসাইল দিয়ে হামলা
গতবছর মার্চ থেকে এখন পর্যন্ত রাশিয়া বেশ কয়েকটি কিনজাল হাইপারসনিক মিসাইল দিয়ে ইউক্রেনে হামলা করেছে৷ ছবিতে ফাইটার জেটের নিচে লাগানো কিনজার মিসাইল দেখা যাচ্ছে৷
ছবি: Pavel Golovkin/AP/picture alliance
8 ছবি1 | 8
পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করে বলেছে, ‘‘এটা হলো পাকিস্তানের সার্বভৌমত্বের উপর আক্রমণ। এই আক্রমণ একেবারেই মানা যায় না। এর পরিণাম ভয়ংকর হতে পারে।’’
পাকিস্তান ও ইরানের মধ্যে উত্তেজনার কারণ কী?
গাজার সংঘাত নিয়ে ইতিমধ্য়েই পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত, এই আক্রমণ সেই উত্তেজনা আরো বাড়াতে পারে। এর মধ্য়ে পাকিস্তানের হাতে পরমাণু বোমা আছে এবং ইরান পরমাণু অস্ত্র বানাতে চাইছে।
ইরান ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আছে। তা সত্ত্বেও দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট উত্তেজনাও আছে।
অতীতে সীমান্তে জৈশ আল-আদিলের সঙ্গে ইরানের সীমান্তরক্ষীদের সংঘর্ষ হয়েছে, কিন্তু এরকমভাবে পাকিস্তানের উপর ক্ষেপণাস্ত্র হামলা করেনি ইরান।