1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানে এগিয়ে ইমরান খান

২৬ জুলাই ২০১৮

পাকিস্তানের জাতীয় নির্বাচনে ভোট গণনা চলছে ধীর গতিতে৷ এখন পর্যন্ত যে ফলাফল এসেছে, তাতে এগিয়ে আছে সাবেক ক্রিকেট তারকা ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)৷ তবে নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছে বিরোধী দল৷

ছবি: picture-alliance/AP Photo/K.M. Chaudary

নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা ছিল রাত দুইটায়, কিন্তু অনেকটা সময় গড়িয়ে গেলেও অর্ধেকের বেশি ভোট গণনা হয়নি৷ তাই দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত নওয়াজ শরিফের দল পিএমএল-এন অভিযোগ করেছে, যে প্রক্রিয়ায় গণনা চলছে, তা গণতন্ত্রের প্রতি একধরনের আঘাত৷

৪৮ ভাগ ফলাফলের মধ্যে ইমরান খানের পিটিআই জাতীয় পরিষদের ২৭২টির মধ্যে ১১৩টি আসন পেয়ে এগিয়ে আছে৷ তবে সংখ্যাগরিষ্ঠতা পেতে ১৩৭টি আসন পেতে হবে তাঁর দলকে৷ নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ বা পিএমএল-এন এগিয়ে আছে ৬৪টি আসনে আর বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি, পিপিপি এগিয়ে আছে ৪২টি আসনে৷

ইমরান খানের দলের মুখপাত্র ফাওয়াদ চৌধুরী টুইটারে ইমরান খানকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে অভিনন্দন জানিয়েছেন৷ তবে জোট গঠন করতে হলে ইমরান খানকে ছোট দল এবং স্বতন্ত্র হিসেবে বিজয়ী প্রার্থীদের সাথে আলোচনায় বসতে হবে৷

পাকিস্তানের নির্বাচন কমিশনার বাবর ইয়াকুব বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের বলেছেন, ‘‘যান্ত্রিক গোলযোগের কারণে ভোট গণনায় বিলম্ব হচ্ছে৷ এবার ভোট গ্রহণ হয়েছে ইলেকট্রনিক রিপোর্টিং সিস্টেমে৷ পুরো ইলেকট্রনিক ব্যবস্থাটা অচল হয়ে পড়ায় ফলাফল ঘোষণায় দেরি হচ্ছে৷ আর এখন টালির মাধ্যমে সাধারণ পদ্ধতিতে গণনা চলছে৷'' তিনি আরও বলেন, ‘‘এখানে ষড়যন্ত্রের কোনো ব্যাপার নেই, এমন কি কোনো চাপের মুখে আমরা এমনটা করছি না৷ ''

প্রধান নির্বাচন কমিশনার সরদার মোহাম্মদ রাজা জানিয়েছেন, নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে৷ তবে ঠিক কখন ভোট গণনা শেষ হবে সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাননি তিনি৷

বৃহস্পতিবার সকালে নওয়াজ শরীফের ভাই শেহবাজ শরীফ, যিনি দলের নেতৃত্ব দিচ্ছেন, তিনি নির্বাচনে অসচ্ছ্বতার অভিযোগ এনে বলেন, ভোট গণনার সময় অন্যান্য রাজনৈতিক দলের পর্যবেক্ষকদের গণনাকেন্দ্র থেকে বের করে দিয়েছে সেনারা৷ পিপিপি'ও একই অভিযোগ করেছে৷ ভোটের ফলাফল প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে পিএমএলএন৷ তবে সেনাবাহিনী এসব অভিযোগ অস্বীকার করেছে৷

নির্বাচনের ফলাফল আসতে শুরু করার পর শেয়ারবাজারের সূচক উঠতে শুরু করেছে৷ কারণ অনেকেরই ধারণা এবারের জোট সরকার খুব একটা দুর্বল হবে না৷ পাকিস্তান বেশ কিছুদিন ধরেই অর্থনৈতিক সংকট পার করছে৷

এদিকে, বুধবার নির্বাচন চলাকালীন কোয়েটাতে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে তথাকথিত ইসলামি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট, আইএস৷ ঐ হামলায় নিহত হয়েছেন ৩১ জন৷

পাকিস্তান নির্বাচনের এই ফলাফল নিয়ে আপনার কোনো মতামত থাকলে লিখুন নীচে মন্তব্যের ঘরে৷

এপিবি/জেডএইচ (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ