পাকিস্তানে 'জঙ্গি ঘাঁটি'তে ক্ষেপণাস্ত্র আক্রমণ ভারতের
৭ মে ২০২৫
পাকিস্তান ও পাকিস্তানের কাশ্মীরে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র আক্রমণ করা হয়েছে বলে ভারত জানিয়েছে।
পাকিস্তানে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ভারত ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে জানিয়েছে। ছবি: REUTERS
বিজ্ঞাপন
পহেলগামে জঙ্গি আক্রমণের প্রত্যাঘাত করলো ভারত। রাত একটা ৪৪ মিনিটে ভারত 'অপারেশন সিন্দুর' শুরু করে। ভারতের দাবি, মোট নয় জায়গায় জঙ্গি ঘাঁটির উপর আক্রমণ করা হয়েছে।
ভারত জানিয়েছে, ''আমরা নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করেছি। এটাকে বলা হচ্ছে, প্রিশিসন অ্যাটাক। পাকিস্তানের সামরিক লক্ষ্যে আঘাত করা হয়নি। ভারত টার্গেট বাছার ক্ষেত্রে যথেষ্ট সংযম দেখিয়েছে। সুনির্দিষ্ট, পরিমিত এবং অপ্ররোচনামূলক পদক্ষেপ নেয়া হয়েছে। আগেই জানানো হয়েছিল, পহেলগামে যারা আক্রমণ করেছে, তাদের ছাড়া হবে না। সেই মতো আঘাত হানা হয়েছে।''
পাকিস্তানের ডিজি আইএসপিআর লেফটোন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, ''ভারত কোটলি, মুরিদকে, বাহাওয়ালপুর, চক আমরু, ভিমবের, গুলবপুর, শিয়ালকোট এবং মুজফফরাবাদের দুইটি জায়গায় আঘাত হেনেছে।''
শিয়ালকোট, বাহাওয়ালপুর, চক আমরু ও মুরিদকে আন্তর্জাতিক সীমান্তের পাশে, বাকি জায়গাগুলি পাক শাসিত কাশ্মীরে প্রকৃত নিয়ন্রণরেখার ওপারে।
মুরিদকে হলো হাফিজ সইদের লস্কর-ই-তইবার সদরদপ্তর, বাহাওয়ালপুর হলো জৈশ-ই-মোহাম্মদের ঘাঁটি।
পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ''পাকিস্তানের উপযুক্ত জবাব দেয়ার অধিকার আছে। ভারত আমাদের উপর জোর করে যুদ্ধ চাপিয়ে দিলো। আমরাও তার যোগ্য জবাব দেব।''
কাশ্মীরে হামলার পর আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে বাড়তে থাকে উত্তেজনা৷ হামলার পর থেকে বিভিন্ন দেশের বাছাই করা প্রতিক্রিয়া নিয়ে এই ছবিঘর...
ছবি: Tauseef Mustafa/AFP/Getty Images
পহেলগামে হামলায় নিহত ২৬
২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামের একটি পর্যটনকেন্দ্রে হামলায় ২৬ জন নিহত হন৷ আকস্মিক এই হামলার এই ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠে৷ হামলার ঘটনার পর ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামের একটি জঙ্গি গোষ্ঠী এর দায় স্বীকার করে৷ ভারতের অভিযোগ, ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের’ সাথে পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার যোগ রয়েছে৷
ছবি: ANI
ভারতের অভিযোগের আঙ্গুল পাকিস্তানের দিকে
ভারত মনে করে, সীমান্তের ওপাড় থেকে সন্ত্রাসবাদী কার্যক্রমকে মদত দিচ্ছে পাকিস্তান৷ এ অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন চুক্তি বাতিলসহ বেশ কিছু পদক্ষেপ নেয় তারা৷
ছবি: ANI
নিরপেক্ষ তদন্তের আহ্বান পাকিস্তানের
হামলার ঘটনার পর দেশটির সেনেটে পাশ হওয়া এক রেজ্যুলেশনে সব ধরনের সন্ত্রাবাদী কার্যক্রমের নিন্দা জানায় পাকিস্তান৷ হামলার সাথে পাকিস্তানের যোগ রয়েছে- ভারতের এমন অভিযোগকে ‘ভিত্তিহীন’ দাবি করে এই বিষয়ে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায় দেশটি৷ ভারতের পদক্ষেপের জবাবে পাকিস্তানও বেশ কিছু পালটা পদক্ষেপ নেয়৷
ছবি: Pakistan's Prime Minister Office/AP Photo/picture alliance
জাতিসংঘের নিন্দা
হামলার পর এক বিবৃতিতে এর নিন্দা জানায় জাতিসংঘ৷ জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে তার মুখপাত্র বলেন, ‘‘জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস হাতহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন৷’’ কোনো পরিস্থিতিতেই সাধারণ মানুষের উপর হামলা গ্রহণযোগ্য নয়- জাতিসংঘের মহাসচিব তা মনে করেন বলেও তার মুখপাত্র জানান৷
কাশ্মীরে হামলার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে ঘটনার নিন্দা ও সমবেদনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘আপনারা জানেন, ভারতের সাথে আমার ভালো সম্পর্ক রয়েছে, পাকিস্তানের সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে৷’’ তিনি বলেন, ''তারা কোনো না কোনোভাবে একটি পথ খুঁজে নেবে৷’’ দুই দেশের প্রতি সংযম প্রদর্শনের আহ্বানও জানায় হোয়াইট হাউস৷
ছবি: Jim Watson/AFP/Getty Images
হামলার নিন্দা চীনের, তদন্তের দাবিতে সমর্থন
হামলার ঘটনার পর এক বিবৃতিতে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র গুয়া জিয়াকুন বলেন, ‘‘চীন সব ধরনের সন্ত্রসবাদের বিরোধী৷’’ পাকিস্তানের নিরপেক্ষ তদন্তের দাবির প্রতিও সমর্থন জানিয়েছে চীন৷ দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ইসাক দারের সাথে ফোন কলে বলেন, পাকিস্তানের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার সুরক্ষায় চীনের সমর্থন রয়েছে৷ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এই কথা বলা হয়৷
ছবি: Kevin Frayer/Getty Images
জার্মানির তীব্র নিন্দা
হামলার ঘটনার পর জার্মানির বিদায়ী চ্যান্সেলর ওলাফ শলৎস সামাজিক মাধ্যমে প্রকাশ করা এক বিবৃতিতে বলেন, ‘‘আমরা পহেলগামে পযটকদের উপর বর্বর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই৷’’ বার্তায় শলৎস ভারতের জনগণের প্রতি সহানুভূতি প্রদর্শন করেন৷
ছবি: Stephanie Lecocq/REUTERS
মধ্যস্ততার প্রস্তাব ইরানের
পহেলগামে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে ইরান৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ফোন কলে হামলার নিন্দা জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান৷ এদিকে ভারত-পাকিস্তানের সাথে শতাব্দী প্রাচীন সভ্যতার যোগসূত্রের উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি উত্তেজনা নিরসনে মধ্যস্ততার প্রস্তাব দেন৷
পহেলগামে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে তুরস্ক৷ প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যেপ এর্দোয়ান বলেন, ‘‘কাশ্মীর বিষয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা খারাপ পরিস্থিতির দিকে মোড় নেওয়ার আগেই তা দ্রুত প্রশমিত হওয়া উচিত৷’’ এদিকে ভারতের বেশ কিছু গণমাধ্যমে তুরস্ক থেকে পাকিস্তানে অস্ত্র পাঠানো হয়েছে- এমন প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে তুরস্ক সরকার জানায়, জ্বালানির নিতে একটি কার্গো বিমান পাকিস্তানে অবতরণ করেছিল৷
ছবি: Emin Sansar/Anadolu Agency/picture alliance
হামলার নিন্দায় আরো যেসব দেশ
হামলার ঘটনার দিনে সৌদি আরব সফরে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সফর সংক্ষিপ্ত করে দ্রুত দেশে ফেরেন তিনি৷ অন্যান্য দেশের মধ্যে সৌদি আরব, আরব আমিরাত, ফ্রান্স, ব্রিটেন, ইসরায়েল, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশও পহেলগামে সন্ত্রাসী হামলার নিন্দা জানায়৷
ছবি: REUTERS
10 ছবি1 | 10
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সামাজিক মাধ্যম এক্স-এ বলেছেন, ''ন্যায় হলো। জয় হিন্দ।''
পুঞ্চ-রাজৌরিতে গোলাগুলি
এরপরই পুঞ্চ-রাজৌরিতে পাকিস্তান গোলাগুলি চালায় বলে জানিয়েছে ভারতীয় সেনা। তারা জানিয়েছে, এই আক্রমণের যোগ্য জবাব দেয়া হচ্ছে।
ভারতীয় সেনা জানায়, পুঞ্চ-রাজৌরির ভিমবের গলিতে পাকিস্তান গোলাবর্ষণ করছে। ভারতও সীমান্তে বিমান বাহিনীর সব ইউনিটকে তৈরি থাকতে বলেছে। পাকিস্তান হামলা করলে যাতে তার জবাব দেওয়া যেতে পারে।