1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিপাকিস্তান

পাকিস্তানে জঙ্গি হামলায় নিহত ১০ পুলিশ

২৫ অক্টোবর ২০২৪

আফগান সীমান্তের কাছে এক নিরাপত্তা চেকপয়েন্টে হামলায় পাকিস্তানের বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত হয়েছেন৷ পাকিস্তান তালেবান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে৷

উত্তর ওয়াজিরিস্তান অঞ্চলের পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত দেখা যাচ্ছে৷ পাহারারত এক সৈনিককে দেখা যাচ্ছে, যে তাকিয়ে আছে সীমান্তের দিকে৷
পাকিস্তান-আফগান সীমান্তে পাহারা দিচ্ছেন এক সীমান্তরক্ষী৷ছবি: FAROOQ NAEEM/AFP

পাকিস্তানে এক নিরাপত্তা চৌকিতে হামলায় অন্তত দশ পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে শুক্রবার জানিয়েছে বার্তাসংস্থা এএফপি এবং রয়টার্স৷

পাকিস্তানের উত্তর-পশ্চিমের শহর ডেরা ইসমাইল খানে বৃহস্পতিবার রাতে এই হামলার ঘটনা ঘটে৷ দেশটির খাইবার পাখতুনখা প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন খান গান্দাপুর বার্তাসংস্থা রয়টার্সকে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন৷     

এখন পর্যন্ত যা জানা গেছে

নামপ্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘‘প্রায় একঘণ্টার মতো তীব্র গুলি বিনিময় হয়েছে৷ হামলায় দশজন ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি পারসোনাল শহিদ হন এবং সাতজন আহত হন৷''

আফগান সীমান্ত থেকে পাকিস্তান অংশে সত্তর কিলোমিটার পূর্বে ২০ থেকে ২৫ জন জঙ্গি এই হামলায় অংশ নিয়েছিলেন বলে ধারনা করা হচ্ছে৷ 

পাকিস্তান তালেবানের দায় স্বীকার

তেহরিক-ই-পাকিস্তান (টিটিপি) এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে৷ জ্যেষ্ঠ তালেবান নেতা ওস্তাদ কোরেশীকে হত্যার প্রতিশোধ নিতে এই হামলা বলেও জানিয়েছে গোষ্ঠীটি৷ 

পাকিস্তান সেনাবাহিনীর দেয়া তথ্য অনুযায়ী, বাজর জেলায় এক সামরিক অভিযানে নিহত নয় জঙ্গির একজন ছিলেন কোরেশী৷ 

তালেবান ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তানে জঙ্গি হামলা বেড়ে গেছে৷ গোষ্ঠীটির পাকিস্তান অংশ অধিকাংশক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালাচ্ছে৷ 

টিটিপির সঙ্গে ঐতিহাসিকভাবে আফগানিস্তানের সম্পর্ক রয়েছে এবং এটি আফগান তালেবানের মতো একই আদর্শে বিশ্বাসী৷

ইসলামাবাদ মনে করে, টিটিপি আফগানিস্তানকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে এবং সেখানকার ক্ষমতাসীন তালেবান প্রশাসন সীমান্ত এলাকায় গোষ্ঠীটিকে আশ্রয় দিয়েছে৷ তবে আফগান তালেবান এই অভিযোগ অস্বীকার করেছে৷

জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী মুখপাত্র মুনির আক্রাম গত সেপ্টেম্বরে নিরাপত্তা পরিষদকে জানিয়েছেন যে টিটিপি শীঘ্রই ‘বৈশ্বিক সন্ত্রাসী লক্ষ্যের বর্শা' হয়ে উঠতে পারে আল-কায়দার মতো বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে৷

এআই/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ